শর্ট-সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মহম্মদবাজারের উস্কা গ্রামে। স্থানীয় লোকজনের দাবি, বাড়ির পাশের বিদ্যুতের খুঁটিতে শর্ট-সার্কিট থেকেই আগুন ধরে যায় ধনপতি বাগদির খড়ের বাড়িতে। সিউড়ি থেকে দমকল আসার আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন। ধনপতিবাবুর ছেলে আশিসবাবু বলেন, “কপাল ভাল বাড়ির কারও কিছু হয়নি। বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকেই আগুন লেগেছে।” গ্রামের লোকজনের তৎপরতায় কাছাকাছি নদী থেকে পাম্প করে জল এনে আগুন নেভানো হয়েছে। ফলে আশপাশের বাড়িগুলি রক্ষা করা সম্ভব হয়েছে। এ দিনই সিউড়ি সদর হাসপাতালের কাছে সবুজপল্লিতে একটি ঝুপড়িতেও আগুন লাগে।
|
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনল শালবাদরা পাথর শিল্পাঞ্চলের এআইটিইউসি শাখা। অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক আলোচনায় শ্রমিক সংগঠনগুলিকে গুরুত্ব না দিয়ে, একটি বিশেষ সংগঠনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে মহকুমাশাসককে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। দিয়ে বিভিন্ন দাবি-সহ ভবিষ্যতে প্রশাসনিক আলোচনায় অঞ্চলের সমস্ত স্বীকৃত শ্রমিক সংগঠনগুলিকে ডাকার দাবি জানিয়েছে সংগঠন। রামপুরহাট মহকুমাশাসক (ভারপ্রাপ্ত) মহম্মদ ইব্রাহিম বলেন, “বিষয়গুলি বিচার করে কর্তৃপক্ষের নজরে আনা হবে।”
|
শিক্ষককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল পুরুলিয়া মফস্সল থানা এলাকার ছড়রা-ভাঙড়া রাস্তায়। রবিবার রাতে বরাবাজার থানার জোড়ামহুল প্রাথমিক স্কুলের শিক্ষক সমীরণ নন্দী তাঁর ভাইয়ের বাইকে করে ছড়রা স্টেশন বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ তিন জন যুবক হাত দেখিয়ে পথ আটকায়। তারা তাঁদের মাথায় আঘাত করে বাইক নিয়ে পালিয়ে যায়। |