টুকরো খবর |
পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার পূর্ব চয়নপাড়ায়। পুলিশ জানায়, মৃত শিশুর নাম পৃথা সাহা (৪)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ঘটনার পর উত্তেজিত বাসিন্দাদের একাংশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। গাড়ির চালক পলাতক। জলপাইগুড়ির এক পুলিশ কর্তা বলেন, ‘‘ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ দফতরের এক ঠিকাদারের ওই পিকআপ ভ্যানটি এদিন সন্ধ্যায় পূর্ব চয়নপাড়ার মধে দিয়ে যাচ্ছিল। সে সময় বাড়ির সামনে পৃথা খেলছিল। গাড়িটি ওই শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসিন্দারা গাড়িটিকে আটক করে রাখে। গাড়ির চালক পালিয়ে যায়। জখম অবস্থায় শিশুটিকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে। এর পরেই বাসিন্দারা আটক করে গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। |
বাড়বে সোনার দাম, ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি, উৎপাদন শুল্কের মতো বিভিন্ন কর বাড়ানোর ফলে সোনার দাম বৃদ্ধির আশঙ্কা করছেন শিলিগুড়ির ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও সোনার ব্যবসায়ীরা ওই কর প্রত্যাহারের দাবিতে গত ৫ দিন ধরে ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘট শুক্রবার পর্যন্ত চলবে বলে বুধবার শিলিগুড়ি স্বর্ণ এবং রৌপ্য ব্যবসায়ী সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক সোনাবাঁশি কর্মকার বলেন, “প্রস্তাবিত বাজেটে সোনার ব্যবসার উপর বিভিন্ন কর আরোপের প্রস্তাব থাকায় সোনার দাম বাড়বে। তাতে সোনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানিয়ে ধর্মঘট শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তা চলবে। তাতে সমস্যা সমাধানের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন হবে।” |
বাগানে বাম বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চা বাগান থেকে এক শ্রমিককে ছাঁটাই করার অভিযোগে বিক্ষোভ দেখাল সিপিএম। বুধবার ঘটনাটি ঘটে নকশালবাড়ির ত্রিহানা চা বাগানে। এ দিন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার ওই চা বাগানে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। অশোকবাবুর অভিযোগ, বাগানের ম্যানেজারের বাড়ির একটি গাছের ডাল কাটার অভিযোগে বাগানের চা শ্রমিক ইউনিয়নের নেতা রমেশ বিশ্বকর্মাকে ছাঁটাই করা হয়। তিনি বলেন, “এই শ্রমিক ছাঁটাই কোনও ভাবেই মানা হবে না। প্রয়োজনে এ নিয়ে লাগাতার আন্দোলন করা হবে।” |
কর্মবিরতি আরও ২ দিন
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কর্মবিরতিতে সামিল পাহাড়ের আইনজীবীদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছেন। তাই পাহাড়ের আইনজীবীরাও কর্মবিরতি আরও দু’দিন বাড়িয়ে দিলেন। দার্জিলিঙে সিবিআই কোর্ট চালুর দাবিতে মঙ্গলবার থেকে দু’দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন পাহাড়ের আইনজীবীরা। দার্জিলিং ছাড়াও কার্শিয়াং ও কালিম্পং আদালতেও কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছিলেন। দার্জিলিং বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেষমণি গুরুঙ্গ বলেন, “যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সোমবার আমাদের সঙ্গে কথা বলবেন। তাই কর্মবিরতিই শুক্রবার পর্যন্ত চলবে।” সংগঠন সূত্রে বলা হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলতে পাহাড় থেকে কলকাতায় আইনজীবীদের যে প্রতিনিধি দলটি যাবে তাঁর নেতৃত্ব দেবেন দার্জিলিং বার অ্যাসোসিয়েশন সভাপতি তরঙ্গ পণ্ডিত। |
দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক রাস্তার পাশের গাছে ধাক্কা মারলে ২ তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালবাজার থানার নিউ মাল এলাকায়। ঘটনায় আরও এক তরুণ জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম ড্যানিয়েল মিনজ (২০) ও বিশাল ওরাঁও (১৮)। ড্যানিয়েলের বাড়ি নিউ গ্ল্যাঙ্কো চা বাগানে। বিশালের বাড়ি ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা যায়, বিশাল মালবাজারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি দুই তরুণকে সঙ্গে নিয়ে মোটরবাইক চালাচ্ছিলেন। |
মা’কে খুন, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে নিজের মাকেই খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলিতে নাগেশ্বরী চা বাগানে। পুলিশ জানায়, নিহতের নাম মীনা মুণ্ডা (৫০)। চা বাগানের তাঁতি লাইনে তাঁর বাড়ি। এদিন দুপুরে বাড়ির মধ্যেই মৃত অবস্থায় মায়ের দেহ মেলে। পাশেই ছেলে রাজু মুণ্ডা হাতে অস্ত্র নিয়ে বসেছিল। মীনা দেবীর স্বামী সেই সময়ে চা বাগানে পাতা তোলার কাজে গিয়েছিলেন। মালবাজারের মহকুমা পুলিস অধিকারিক অরিন্দম সরকার জানান, বাবাই ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। পুলিশ ওই যুবককে ধরে। ধৃত ভারসাম্যহীন কি না খতিয়ে দেখছে পুলিশ। |
কারাদণ্ড |
খুনের দায়ে ময়নাগুড়ির মাধবডাঙার এক বাসিন্দাকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। বুধবার জেলা আদালতের ফাস্ট ট্র্যাক (তৃতীয় কোর্ট) আদালতের বিচারক সঞ্চিতা সরকার ওই নির্দেশ দিয়েছেন। ২০০৬ সালে মাধবডাঙার বাসিন্দা অমল রায়ের বিরুদ্ধে প্রতিবেশী সুখেন রায়কে খুনের অভিযোগ ওঠে। সরকারি আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, “অভিযোগ প্রমাণ হয়েছে।” |
লুঠ |
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে টাকা কাড়ার অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ১ ব্লকে তপসিখাতায়। বুধবার মহকুমা হাসপাতালে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেয় মারধরে জখম বিকাশ সরকার। |
|