টুকরো খবর
কোহলির উপর চাপ দেবেন না, বললেন সচিন
বিরাট কোহলি নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বের অন্যতম উঠতি প্রতিভা। কিন্তু এখনই ওর উপর অযথা চাপ তৈরি করবেন না, ক্রিকেটপ্রেমীদের কাছে আবেদন করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। “কোহলি অসাধারণ ক্রিকেটার। ও খুব ভাল খেলছে। কিন্তু ওর উপর বেশি চাপ তৈরি করা উচিত নয়। ওকে নিজের মতো খেলতে দিন,” এ দিন ঢাকা থেকে মুম্বই ফিরে বলেছেন সচিন। এশিয়া কাপ থেকে ভারতের ছিটকে যাওয়া নিয়ে সচিন বলছেন, “আমরা চাই প্রতিটা ম্যাচ জিততে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। কোনও কোনও দিন বিপক্ষ দল আমাদের চেয়ে ভাল খেলে। এ বার সেটাই হয়েছে। বাংলাদেশের কৃতিত্বকে ছোট করতে চাই না। ওরা খুব ভাল খেলেছে।” পাকিস্তানের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১৭২ রানের জুটিতে থাকা রোহিত শর্মারও প্রশংসা করেছেন সচিন। “রোহিত খুব ভাল ব্যাট করেছে। ক্রিজে ওকে বেশ থিতু দেখাচ্ছিল। বিরাটের সঙ্গে যে ভাবে জুটি গড়ল, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।” শততম সেঞ্চুরি করে অবসর নেওয়ার যাবতীয় জল্পনা উড়িয়ে সচিন জানিয়ে দিয়েছেন, পরের আন্তর্জাতিক মরসুমে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

বার্সায় মেসির ইতিহাস
ইতিহাস ছোঁয়ার জন্য দরকার ছিল একটা গোল। নতুন ইতিহাস তৈরির জন্য দুটো গোল। মঙ্গলবার গ্রানাদা-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড করে ফেললেন লিওনেল মেসি। কাতালান ক্লাবের জার্সি গায়ে তাঁর গোল সংখ্যা এখন ২৩৪। এর আগে রেকর্ড ছিল ২৩১ গোলের মালিক সিজার রডরিগেজের। মঙ্গলবারের ৫-৩ জয়ে লা লিগা-র শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান কমে হল পাঁচ পয়েন্ট। মেসি ছাড়া মঙ্গলবার গোল করেন জাভি এবং ক্রিশ্চিয়ান তেলো। “মেসিকে অভিবাদন। মাত্র ২৪ বছর বয়সে এতগুলো গোল করেছে। মেসি কখনও সাধারণ গোল করে না। ওর সব ক’টা গোল অসাধারণ। আশা করি আমাদের হয়ে মেসি আরও গোল করবে,” ম্যাচের পরে বলেছেন বার্সা কোচ পেপ গুয়ার্দিওলা। লা লিগায় চলতি মরসুমে ৩৪টা গোল মেসির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে দুটো গোল বেশি।

দ্রাবিড়ের আশা, আমের ফিরবেন
স্পট-ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত মহম্মদ আমেরের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় ব্যাটসম্যান জানালেন, পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে আমের ক্রিকেটে ফিরতে পারলে সেটা দুর্দান্ত ব্যাপার হবে। “আমের অসাধারণ ক্রিকেটার। নির্বাসন শেষ হলে আশা করব ও খেলায় ফিরতে পারবে। এত দিন মাঠের বাইরে থাকার পর ফিরে আসা সহজ নয়,” এ দিন বলেছেন দ্রাবিড়। এ দিকে, দ্রাবিড়কে ২৭ মার্চ মুম্বইয়ে একটি অনুষ্ঠানে সংবর্ধনা দিতে চলেছে ভারতীয় বোর্ড।

অনির্বাণের কৃতিত্ব
সেল ওপেন জয়ী অনির্বাণ লাহিড়ী ব্রিটিশ ওপেনে নামার যোগ্যতা অর্জন করতে পেরে অভিভূত। আজ দিল্লিতে প্যানাসনিক ওপেন খেলতে এসে বললেন, “গত মাসে তাইল্যান্ডে কোয়ালিফাইং রাউন্ড জিতে মেন রাউন্ডে নামার যোগ্যতা পেয়েছি। ছোট বেলা থেকেই ব্রিটিশ ওপেনে খেলার স্বপ্ন দেখতাম। আমি অভিভূত।” ভারতীয় গল্ফারদের মধ্যে জীব মিলখা সিংহ ও জ্যোতি রনধাওয়া ব্রিটিশ ওপেনে খেলেছেন। সাত বছর আগে কলকাতা ছেড়ে সপরিবারে বেঙ্গালুরু চলে যাওয়া অনির্বাণ বলছিলেন, “জীব বা জ্যোতির মতো টুর্নামেন্টের মাত্র ১০ দিন আগে যাব না। কোচ বিজয় দ্বিবেচা ও বাবাকে নিয়ে মাস দেড়েক আগেই লন্ডন পৌঁছে যাব। যাতে ওখানকার আবহাওয়ার সঙ্গে সড়গড় হয়ে উঠে নিজের সেরাটা দিতে পারি।” অনির্বাণের কাছে ব্রিটিশ ওপেন হল ‘‘গল্ফের উইম্বলডন’’। প্রস্তুতির জন্য তিন মাস সময় পাচ্ছেন। বলছিলেন, “সেটাকে ভালভাবে কাজে লাগাতে হবে।”

মহমেডানের হার, হাতাহাতি
আই লিগের দ্বিতীয় ডিভিশনে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বুধবারের
ম্যাচে রয়্যাল ওয়াহিংদো ও মহামেডানের খেলা। ছবি: বিশ্বরূপ বসাক।
কাঞ্চনজঙ্খায় তুলকালাম। কার্লটন চ্যাপম্যানের রয়্যাল ওয়াহিংদোর কাছে অপ্রত্যাশিত ১-৩ গোলে হারার পরে তুমুল ঝামেলা মহমেডানে। ম্যাচের পরে টিমবাসের সামনে ঝামেলায় জড়িয়ে পড়লেন ফুটবলার ও সমর্থকরা। সমর্থকদের সঙ্গে হাতাহাতি হল সহকারী কোচ নাসির আমেদের। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। সাত মিনিটে মণিরুল মণ্ডলের গোলে এগিয়েও হারল মহমেডান। সমর্থকরা উত্তেজিত। কোচ অলক মুখোপাধ্যায়ও অসন্তুষ্ট। বলেন, “ডিফেন্ডাররা হতশ্রী ফুটবল খেলায় হারতে হল। ফরোয়ার্ডরা ব্যর্থ হয়েছে।” হারের ফলে সুবিধা হল এক নম্বর দল ইউনাইটেড সিকিমের। কালীঘাট মিলন সঙ্ঘ এবং ও এন জি সি-র গোলশূন্য ম্যাচ আরও সুবিধা করল তাদের। সিকিম (৪ ম্যাচে ১২), মহমেডান (৫ ম্যাচে ৯), ও এন জি সি ( ৬ ম্যাচে ৮), রয়াল (৫ ম্যাচে ৭) এখন লড়াইয়ে।

আবার টাই
এক দিনের ক্রিকেটে আবার নাটকীয় টাই। এ বার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। মঙ্গলবার এখানে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছিল ক্রিকেটের কথা মাথায় রেখে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২২০। সর্বোচ্চ রান মাইক হাসির (৬৭)। রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় তাদের স্কোর ছিল ১১৭-৬। সেখান থেকে দলকে টানেন আন্দ্রে রাসেল (৩৭), কার্লটন বহ (৩৩)। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৭ রান। হাতে এক উইকেট। শেষ তিন বলে মাত্র ১ রান। কিন্তু চতুর্থ বলে ডারেন সামি পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান। ম্যাচও টাই হয়ে যায়। ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন মাইক হাসি। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের এক দিনের খেলায় এই নিয়ে তিন বার কোনও ম্যাচ টাই হল। সিরিজ আপাতত ১-১।

ইস্টবেঙ্গলের ৪০০
সিএবি ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ম্যাচে ইস্টার্ন রেলের বিরুদ্ধে ৪০৫-৬ তুলল ইস্টবেঙ্গল। বড় রান পেয়েছেন অরিন্দম দাস (৮৬) এবং ঋতম পোড়েল (৮২)। হাফসেঞ্চুরি করেছেন অমিতাভ চক্রবর্তী (৫৭) এবং বিদ্যুৎ অধিকারী (৫৩)। প্লে-অফের অন্য ম্যাচে পাইকপাড়ার বিরুদ্ধে ৩৬৮-৭ তুলল বিএনআর। ৮৪ করেছেন গৌরব কুমার।

খেলতে খেলতে মৃত্যু
খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন বেঙ্গালুরুর মার্স ক্লাবের ফুটবলার বেঙ্কটেশ (৩৪)। দক্ষিণ-পশ্চিম রেলের বিরুদ্ধে খেলছিলেন। এ দিকে ইংল্যান্ডে টটেনহ্যাম ম্যাচে মাঠে হৃদরোগে আক্রান্ত বোল্টন ওয়ান্ডারার্সের ফুটবলার ফাব্রিস মুয়াম্বা সুস্থ হওয়ার পথে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত ৭৮ মিনিট “কার্যত মৃত” ছিলেন মুয়াম্বা।

মিশন লন্ডন
নিজস্ব চিত্র
২০১২ অলিম্পিকের টিকিট পাওয়ার সাফল্যে ভারতীয় হকি দলকে সংবর্ধনা দিল সহারা। টিম স্পনসরের অনুষ্ঠানে জাতীয় হকি দলের তারকারা সহারা কর্ণধার সুব্রত রায়ের সঙ্গে। দুই তারকা সন্দীপ সিংহ ও সর্দার সিংহকে এগারো লাখ টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হল। পুরো দল পেল ১.২৯ কোটি। বুধবার লখনউয়ে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.