টুকরো খবর |
মায়ের আদর...
দিন কয়েক আগেই পৃথিবীর আলো দেখেছে এই বাঘের ছানাটি।
গুয়াহাটি চিড়িয়াখানায় উজ্জ্বল দেবের তোলা ছবি। |
|
পবিতরা, ওরাং অভয়ারণ্যে বেড়েছে গন্ডারের সংখ্যা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গত তিন বছরে পবিতরায় ১৭টি গন্ডার বেড়েছে। গত কাল মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যে গন্ডার সুমারি হয়। ২০০৯ সালে এখানে ৮৪টি গন্ডার ছিল। গত কালের সুমারি শেষে সংখ্যাটি দাঁড়ায় ৯৩। পবিতরা থেকে ৮টি গন্ডার মানস জাতীয় উদ্যানে পাঠানোর পর এই অভয়ারণ্যে মোট গন্ডারের সংখ্যা হয়েছে ১০১টি। রেঞ্জার মুকুল তামুলি জানান, এই অভয়ারণ্যে গন্ডারের চারণভূমি মাত্র ১৬ বর্গ কিলোমিটার এলাকা। এই এলাকায় বিজ্ঞানসম্মতভাবে কত গন্ডার রাখা উচিত তা নিয়ে বন দফতরকে সমীক্ষার অনুরোধ জানানো হয়েছে। তামুলির মতে, আর গোটা বিশেক গন্ডারের জায়গা পবিতরায় হতে পারে। ১৬ মার্চ ওরাং জাতীয় উদ্যানে গন্ডার সুমারি হয়। সেখানে গন্ডারের সংখ্যা ১০০। ২৬ ও ২৭ মার্চ কাজিরাঙায় গন্ডার গণনা হবে।
|
দূষিত গন্ধেশ্বরীতে খাবারের খোঁজ।
বাঁকুড়ায় ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ। |
|
|