সমুদ্রসীমা প্রশ্নে অনড়ই ঢাকা |
ভারত-বাংলাদেশ সমুদ্রসীমা-বিতর্কে এখনও কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি দুই দেশ। বিরোধের সমাধান আন্তর্জাতিক আদালতের পরিবর্তে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হতে পারে বলে আগ্রহ দেখিয়েছে ভারত। কিন্তু আলোচনার মাধ্যমে এর সমাধান না হওয়ায় তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছে বলেই জানিয়েছে বাংলাদেশ। তবে, এ নিয়ে আলোচনা চলতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনি। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সম্প্রতি মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিবাদে আন্তর্জাতিক সমুদ্রসীমা কমিশনের রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় এখন আলোচনার মাধ্যমেই এর মীমাংসা চাইছে ভারত। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বাতলানোর আর্জি জানিয়ে সম্প্রতি বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ সারন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেছিলেন। আজ সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনি জানান, সমুদ্রসীমা বিতর্কে নয়াদিল্লির তরফে নতুন কোনও রফা-সূত্র দেওয়া হয়নি। তাই আপাতত সালিশি আদালতের মাধ্যমেই বিবাদের নিষ্পত্তি চাইছে ঢাকা।
|
সালেমের প্রত্যর্পণ খারিজ স্থগিত |
মাফিয়া ডন আবু সালেমের প্রত্যর্পণ খারিজের আদেশ স্থগিত রাখল পর্তুগালের সাংবিধানিক আদালত। জানুয়ারি মাসে সালেমের প্রত্যর্পণ বাতিল করে দিয়েছিল সে দেশের সুপ্রিম কোর্ট। অন্য কোনও দেশে মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে সে দেশে প্রত্যর্পণের অনুমতি দেয় না পর্তুগিজ সরকার। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত সালেমের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনও অভিযোগ আনা হবে না বলে প্রত্যর্পণের সময়ে পর্তুগালকে আশ্বাস দিয়েছিল ভারত। পরে সালেমের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হতে পারে এমন কিছু অভিযোগ করা হয়। ফলে, প্রত্যর্পণের শর্ত ভাঙা হয়েছে বলে পর্তুগালের সুপ্রিম কোর্টে আবেদন করেন সালেমের আইনজীবীরা। |