|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির সূচনা। সম্পত্তির ক্রয়বিক্রয়
কিছু দিন স্থগিত রাখাই ভাল। জ্যোতিষ ও রহস্যবিদ্যার চর্চায় ব্যুৎপত্তি। |
|
 |
 |
বৃষ: অংশীদারের কলকাঠিতে ব্যবসা ঘিরে সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিনের
কোনও আশা পূরণের সম্ভাবনা। সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য ও স্বীকৃতি। |
|
 |
 |
মিথুন: কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও কৃতিত্ব দেখিয়ে প্রশংসা পেতে পারেন।
ঋণশোধের পরিকল্পনায় হঠাৎ ব্যাঘাত। সন্তানের মতিগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। |
|
 |
 |
কর্কট: ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় আকস্মিক বাধা। সম্পত্তি নিয়ে
বিরোধে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। অস্থিপীড়ায় ক্লেশ। |
|
 |
 |
সিংহ: উদ্যমের অভাবে শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না।
আত্মম্ভরিতায় সুনাম ক্ষুণ্ণ হতে পারে। হাইড্রোসিল জাতীয় রোগের প্রকোপে দুর্ভোগ। |
|
 |
 |
কন্যা: কর্মকৌশলে অভিনবত্বের স্বীকৃতি ও পদোন্নতির সম্ভাবনা। সম্পত্তি ক্রয়ে
জ্ঞাতি-পড়শির বাধা। সংক্রমণজনিত জ্বর ও শিরঃপীড়ায় দুর্ভোগ। |
|
 |
 |
তুলা: নিজস্ব পরিকল্পনায় ভাগ্যোদয়ের সূচনা। কল্যাণমূলক কাজের সুবাদে
সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। রক্তচাপজনিত দুর্বলতায় কাজকর্মে ব্যাঘাত। |
|
 |
 |
বৃশ্চিক: উচ্চশিক্ষা ও গবেষণায় কৃতিত্বের সূত্রে নামী সংস্থায় কাজের সুযোগ।
সাংসারিক সমস্যায় বাইরের লোক নাক গলানোয় বিড়ম্বনা। আগুন থেকে বিপদের আশঙ্কা। |
|
 |
 |
ধনু: সময়োচিত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যামুক্তি। মিষ্ট কথায়
পরিস্থিতির বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধার। পাদপীড়ায় ক্লেশ। |
|
 |
 |
মকর: কোনও বিষয়ে গোপনতার জেরে দাম্পত্য জটিলতা। বৃত্তিগত
প্রশিক্ষণে
সাফল্যের সূত্রে নতুন কর্মসংস্থান। বন্ধুর গৃহে সামাজিক অনুষ্ঠানে বাগ্বিতণ্ডায় ছন্দপতন। |
|
 |
 |
কুম্ভ: পিঠ ও বুকের ব্যথায় ভোগান্তি। মানসিক অস্থিরতার জন্য কোনও
পরিকল্পনা ভেস্তে যেতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। |
|
 |
 |
মীন: ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনায় বাধা।
স্বজনবর্গের বিরূপতায় সংসারে অশান্তি বৃদ্ধি। জমিজমা ক্রয়ের যোগ। |
|
|
|
 |
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|