বাম জমানার অবসানের পরে রাজ্যের মানুষ আবার ‘স্বৈরাচার’ দেখতে চান না বলে মন্তব্য করলেন তৃণমূলের প্রাক্তন জোটসঙ্গী, পিডিএসের রাজ্য সভাপতি সৈফুদ্দিন চৌধুরী। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এক কেন্দ্রীয় সাধারণ সভায় সৈফুদ্দিন বলেন, “সুস্থ গণতন্ত্রের স্বার্থেই মানুষ ভোট দিয়েছিলেন। এখন যেটা হচ্ছে, সে সব তো স্বৈরাচার। মানুষ কী এ জিনিস দেখতে চান? ”এই সূত্রেই পার্ক স্ট্রিটের ঘটনা এবং তার জেরে দুই পুলিশ-কর্তাকে মহাকরণে নিয়ে গিয়ে ‘সাফাই’ দেওয়ার ঘটনা উল্লেখ করেন সৈফুদ্দিন। তাঁর কথায়, “পুলিশ-কর্তা বললেন, মুখ্যমন্ত্রী তদন্তে হস্তক্ষেপ করেননি। কেউ তো বলেনি, তিনি হস্তক্ষেপ করেছিলেন! আসলে মুখ্যমন্ত্রী জিহ্বাক্ষেপ করেছিলেন ঘটনাটিকে সাজানো বলে মন্তব্য করে!” পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড বলেন, নতুন সরকারের কার্যকলাপ মানুষের প্রত্যাশার সঙ্গে মিলছে না। আবার প্রধান বিরোধী দল সিপিএম যা বলছে, তা এখনও মানুষের কাছে ‘বিশ্বাসযোগ্য’ হচ্ছে না। এই অবস্থায় পিডিএসের মতো ছোট দলগুলির রাজ্য রাজনীতিতে ‘গুরুত্ব’ বাড়ছে।
|
‘দমদম দাওয়াইয়ের’ জনক প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-প্রধান মতিলাল মৈত্র মারা গেলেন। বাম রাজনীতিতে তাঁর পরিচিতি ছিল ‘দমদম দাওয়াই’-এর স্রষ্টা হিসাবেই। মতিবাবুর বাড়ি দমদমেই। রাজ্যে ১৯৬৫-৬৬ সালে খাদ্য আন্দোলনের সময় কালোবাজারিদের ‘শিক্ষা’ দেওয়ার জন্য ‘দমদম দাওয়াই’-এর সূচনা করেছিলেন তিনি। যা সেই সময় আন্দোলনের রূপ নিয়েছিল। বাংলাদেশের রংপুর জেলার আদিবাসিন্দা মতিবাবু উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় ফ ব-র ভিত্তি তৈরি করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আমৃত্যু তিনি নেতাজি জয়ন্তী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে মঙ্গলবার প্রয়াত নেতার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়, আরএসপি-র মনোজ ভট্টাচার্য প্রমুখ। ছিলেন বরুণ মুখোপাধ্যায়, হাফিজ আলম সৈরানি, নরেন দে, নরেন চট্টোপাধ্যায়ের মতো ফ ব নেতারাও। |