খেলার টুকরো খবর |
দুবরাজপুরে ফুটবল |
|
বিবেকমেলা উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি দুবরাজপুর পুরসভার উদ্যোগে স্থানীয় নায়কপাড়া স্পোর্টস ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা। ১৬টি দল যোগ দেয়। ফাইনালে স্থানীয় মিস্টার একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় দরবেশপাড়া একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দরবেশপাড়ার বঙ্কু বাউড়ি। খেলায় হাজির ছিলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে, নায়কপাড়া স্পোর্টস ক্লাবের সম্পাদক রামরেণু নায়ক।
|
রামপুরহাটে ক্রিকেট |
রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির বীরভূম জেলা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি রামপুরহাট ক্রীড়া সংস্থার মাঠে হল বিদ্যুৎকর্মীদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। দলগুলি ছিল সিউড়ি সিজলার্স, রামপুরহাট রেঞ্জার্স এবং বীরভূম ব্লাস্টার্স। সিউড়ি সিজলার্স ৮ উইকেটে ১৩৫ রান করে। জবাবে রামপুরহাট রেঞ্জার্স ১৩৬ রান তুলে নেয়। দ্বিতীয় পর্বে রামপুরহাট রেঞ্জার্স ১৬ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে। বীরভূম ব্লাস্টার্স ৯ উইকেটে ১০৬ রান করে পরাজিত হয়। চ্যাম্পিয়ন হয় রামপুরহাট রেঞ্জার্স। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন কালীশঙ্কর রায়। খেলায় হাজির ছিলেন জেলা বিদ্যুৎ বণ্টন কোম্পানির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মানিকচন্দ্র পাল।
|
চ্যাম্পিয়ন বাসুদেবপুর |
ময়ূরেশ্বর ২ ব্লক যুবকল্যাণ কেন্দ্র ও ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতি পরিচালিত আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়। ১৯ ফেব্রুয়ারি বিবেকমেলা উপলক্ষে স্থানীয় কোটাসুর স্কুল মাঠে ৮টি স্কুল ওই প্রতিযোগিতা যোগ দেয়। ফাইনালে লোকপাড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয় বাসুদেবপুর। ম্যাচের সেরা হন লোকপাড়ার রাহুল কোনাই।
|
জয়ী নেতাজি ক্লাব |
ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘের পরিচালনায় এবং রামকৃষ্ণ বিদ্যালয়ের সহযোগিতায় স্থানীয় স্কুল মাঠে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল একদিনের ৮ দলের জয়তী চট্টোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতা। ফাইনালে বোলপুরের কবিরাজপুর ভলিবল দলকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হল বোলপুর নেতাজি ক্লাব। ম্যাচের সেরা হন কবিরাজপুরের প্রশান্ত চট্টোপাধ্যায়। নেতাজি ক্লাবের কৃষাণ মেটে ‘ম্যান অফ দ্য সিরিজ’ হন। হাজির ছিলেন ক্রীড়াবিদ বিশ্বরূপ দত্ত, রামকৃষ্ণ বিদ্যালয়ের শিক্ষক রাজকুমার মণ্ডল।
|
সংক্ষেপে |
|
রঘুনাথপুরে আন্তঃকলেজ প্রতিযোগিতা। |
• রঘুনাথপুর কলেজে শুরু হয়েছে জেলার সরকারি অনুমোদনপ্রাপ্ত কলেজগুলির ত্রয়োদশ আন্তঃকলেজ স্বামী বিবেকানন্দ অ্যাথলিট মিট ও ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে কলেজের মাঠে শুরু হওয়া ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছে পুরুলিয়ার ১৩টি কলেজ। উপস্থিত ছিলেন রাজ্যর মন্ত্রী শান্তিরাম মাহাতো, প্রশাসন ও পুলিশের আধিকারিক প্রমুখ। এ দিন দৌড়, হাইজাম্প, লংজাম্প, জ্যাভলিন থ্রোয়িং, ডিসকাস থ্রোয়িং-সহ ১০টি ইভেন্টে অংশ নিয়েছিলেন ২১০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রতিযোগিতায় নজর কেড়েছে শক্তিপদ বাউরি নামের এক প্রতিযোগী। প্রসঙ্গত শক্তিপদ আগে রাজ্যস্তরেও ভাল ফল করেছিল। বুধবার থেকে শুরু হবে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। জেলার ১১টি কলেজ ফুটবল খেলবে।
• পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও নেউল দত্ত স্মৃতি রানার্স কাপ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় খেলায় জয়ী হয়েছে সোনামুখীর রাঙামাটি স্বামীজি সঙ্ঘ। চতুর্থ খেলায় জয়ী হয়েছে সোনামুখী রাইনো। বুধবার পাত্রসায়র ক্রিকেট মাঠে রাঙামাটি স্বামীজি সঙ্ঘ ১৭ রানে হারায় সোনামুখী ক্রিকেট আকাডেমিকে। প্রথমে ব্যাট করতে নেমে রাঙামাটি ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে। জবাবে ১৫ ওভারে ৬৯ রানে অল আউট হয়ে যায় সোনামুখী ক্রিকেট আকাডেমি। অন্য খেলায় রবিবার সোনামুখী রাইনো ৮ উইকেটে হারিয়েছে ইন্দাসের সোমসার ক্রিকেট একাদশকে।
• বড়জোড়ায় দীপাবলি সব পেয়েছির আসরের উদ্যোগে স্থানীয় বালক-বালিকাদের নিয়ে শুক্রবার দু’দিনের শারীর শিক্ষা শিবির হয়ে গেল। আয়োজকদের তরফে প্রণবরঞ্জন বসু জানান, প্রায় ১৫০ জন শিবিরে যোগ দিয়েছিল। বড়জোড়া থানার মাঠে শিবিরটি হয়। শিবিরের সূচনা অনুষ্ঠানে বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান অলোক মুখোপাধ্যায়, বড়জোড়া থানার আইসি শিশির মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। |
|
বিষ্ণুপুরে ভলিবল। |
• এক দিনের ভলিবল টুর্নামেন্টে উইনার্স হল ওন্দার দামোদরবাটি ক্লাব। রানার্স হল বিষ্ণুপুরের আমরা কজন ক্লাব। রবিবার বিষ্ণুপুরে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল আমরা কজন ক্লাব। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৮টি দল যোগ দিয়েছিল। সেরা খেলোয়াড় হন আমরা কজন ক্লাবের আমনদ্বীপ গুপ্ত। ক্লাবের সম্পাদক দেবকৃষ্ণ ভট্টাচার্য জানান, বাংলার হয়ে প্রতিদ্বন্ধিতা করা আমরা কজন ক্লাবের চার সদস্য দেবাশিস হাজরা, ঈশান চট্টোপাধ্যায়, আমনদ্বীপ গুপ্ত ও সৌমিত্র গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান হয়।
|
|
আদ্রায় ক্রিকেট। |
• আদ্রায় শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের ইন্টার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার উদ্বোধন করেন আদ্রার ডিআরএম অমিত কুমার হালদার। প্রতিযোগিতায় যোগ দিয়েছে আদ্রা, রাঁচি, চক্রধরপুর, সিনি ওয়ার্কশপ, খড়গপুর ওয়ার্কশপ, খড়গপুর ওপেন লাইন ডিভিশনের ৬টি দল। উদ্বোধনী খেলায় রাঁচি ডিভিশন কে হারিয়েছে চক্রধরপুর। ২৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা রয়েছে।
|
|
পুরুলিয়ায় স্কুল ক্রিকেট। |
• সিএবি পরিচালিত স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হয়েছে মানভূম ভিক্টোরিয়া হাইস্কুল। মানভূম ক্রীড়া সংস্থার উদ্যোগে গত ৬ ফ্রেব্রুয়ারি পুরুলিয়ার ৬টি দল নিয়ে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। রবিবার ফাইনালে নাড়াগড়িয়া দুর্গাদাসী হাইস্কুলকে হারায় মানভূম ভিক্টোরিয়া স্কুল। প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে নাড়াগড়িয়া করেছিল ১০৭ রান। জবাবে ১৭.৫ ওভারে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় মানভুম স্কুল। তারা রাজ্যস্তরের দাত্তু ফাদকার ট্রফিতে যোগ দেবে।
• শিক্ষার্থীদের বেল্ট প্রদান ও ক্যারাটে প্রদর্শনী হল আদ্রায়। রবিবার আদ্রার পাবলিক স্কুলে ক্যারাটে হয়। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৩০ জন।
• ২০ ফেব্রুয়ারি সিউড়ি পুরসভা আয়োজিত বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতায় সিউড়ি জেলা স্কুলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হল স্থানীয় সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুল। সিউড়ি বেণীমাধব হাইস্কুলে ওই প্রতিযোগিতা হয়।
• ২৬ ফেব্রুয়ারি সাঁইথিয়া রেল ময়দানের পরিচালনায় রেল মাঠে ৮ দলের দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা হবে। যোগ দেবে বর্ধমান একাদশ, বর্ধমান জুনিয়র একাদশ, ইসলামপুর তরুণ সঙ্ঘ, হাওড়া জিআরপি, বোলপুর ইয়ং টাউন ক্লাব, বোলপুর নেতাজি ক্লাব, ভালকুটি হ্যাপি ইলেভেন এবং সিউড়ি রক্ষাকালী ক্লাব। |
|