টুকরো খবর
মহিলা কেন বেশি মাওবাদী স্কোয়াডে, ব্যাখ্যা কেন্দ্রের
মাওবাদীদের স্কোয়াডে বহু কিশোরী ও তরুণীর দেখা পাওয়া যায়। সাম্প্রতিক একটি রিপোর্টে ঘটনার কারণ ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের দাবি, মাওবাদীরা জোর করে কিশোর-কিশোরীদের সংগঠনে সামিল করে। চাপের মুখে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানকেই তাদের হাতে তুলে দেওয়া শ্রেয় বলে মনে করে দরিদ্র আদিবাসী পরিবারগুলি। ফলে মাওবাদী স্কোয়াডে বাড়ছে মহিলার সংখ্যা। ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডের মতো রাজ্যে মাওবাদীদের ‘বাল দস্তা’ নিয়ে উদ্বিগ্ন মন্ত্রক। কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত এই বাহিনীকেই পুলিশ বা আধাসেনার সঙ্গে সংঘর্ষের সময়ে সামনে এগিয়ে দেওয়া হয় বলে রিপোর্টে জানিয়েছে তারা। মাওবাদীদের বিদেশি যোগ নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র। সম্প্রতি অসমে মাওবাদী প্রভাব বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও তাদের মদত দেয় বলে মন্তব্য করেছিলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে জানিয়েছে, মণিপুরের পিএলএ-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে মাওবাদীদের। কাশ্মীরের জঙ্গিদের প্রতিও তারা ‘সহানুভূতিশীল’। তা ছাড়া দক্ষিণ এশিয়ায় মাওবাদী সংগঠনগুলির একটি যৌথ মঞ্চেরও তারা সদস্য।

উত্তর-পূর্বে দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
অসম ও মেঘালয়ে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে তিনজনের। গুরুতর ভাবে জখম চারজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে ডিব্রুগড়ে ৩৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, চাউলখোলা এলাকায় মোটরবাইকে চেপে যাচ্ছিলেন দু’জন। বিপরীত দিক থেকে তীব্র বেগে আসছিল একটি ম্যাটাডর। বাইক ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীরই মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনতা দীর্ঘক্ষণ চাউলখোয়া এলাকায় পথ অবরোধ করেন। অবরোধ হঠাতে পুলিশ লাঠি চালায়। অন্য দুর্ঘটনাটি ঘটেছে কাল বিকালের দিকে মেঘালয়ের শিলংয়ে উমসিরপি সেতুর কাছেই। পুলিশ জানায়, যাত্রিবাহী একটি বাস নোংস্টইন যাচ্ছিল। বহন ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী ওই বাসে তোলা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ল্যাড লুমাউবা এলাকায় সেতুতে ওঠার সময় বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। পাশ দিয়েই যাচ্ছিল একটি মোটরগাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা উল্টে গিয়ে পড়ে গাড়িটির উপরে। ভারী বাসের চাপে পাঁচ আরোহী-সহ চেপ্টে যায় গাড়িটি। অন্যতম যাত্রী ছিলেন বিমানবাহিনীর কর্মী অবনী বোরা। তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর ভাবে জখম হন চালক-সহ বাকি চার আরোহী। মিয়াঁ হুসেন, হাজিদ আলি, মুক্তাম আলি, অজয় রামপিয়ারি নামে তিন যাত্রী ও গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

শাস্তির জেরে আতঙ্ক, মৃত্যু স্কুলছাত্রের
স্কুলশিক্ষকের শাস্তিতে আতঙ্কিত হয়ে ৬ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানালেন তার বাবা-মা। ঘটনাটি ঘটেছে, হরিয়ানার কারনাল জেলার ঘরোন্দা মহকুমার রাজকুল সিনিয়র স্কুলে। পঙ্কজ হোমওয়ার্ক করে না আনায় গত ২৭ ডিসেম্বর তাকে শৌচাগার আটকে রাখেন এক শিক্ষক। পরে তিনি সে কথা ভুলে যান এবং স্কুল ছুটির পর চলেও যান। কিন্তু ছুটির পরেও ভাই স্কুলের বাসে ওঠেনি দেখে খোঁজাখুঁজি শুরু করে পঙ্কজের দাদা সাগর। তার পর বাসচালকের সাহায্য নিয়ে সে ভাইকে উদ্ধার করে। সেই থেকেই মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়ে পঙ্কজ। ৫৫ দিন মারাত্মক আতঙ্কে কাটানোর পর গত ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়েছে। পঙ্কজের বাবা-মা জয়বীর সিংহ ও রিনা’র অভিযোগ, স্কুলশিক্ষকের অমানবিক আচরণই তাদের সন্তানের অকালমৃত্যু ডেকে এনেছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্কুলের ম্যানেজার বাবলু রানা বলেছেন, পঙ্কজ একটি অসুখে ভুগছিল। মৃত্যু হয়েছে সেই কারণেই। বাবা-মার অভিযোগের ভিত্তিতে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কংগ্রেস নেতা খুন, অঘোষিত বন্ধ
ঠিকাদার তথা স্থানীয় কংগ্রেস নেতা নেজার খানের খুনের প্রতিবাদে আজ রাঁচির কাঁটাটোলি এলাকায় অঘোষিত বন্ধ পালিত হয়। খাদগড়া বাসস্ট্যান্ড থেকে এ দিন কোনও বাসও চলাচল করেনি। বন্ধ ছিল বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানপাট। উল্লেখ্য, গত কাল সন্ধ্যায় ওই বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছেন নেজার খান।তারই প্রতিবাদে কাঁটাটোলি-সহ খাদগড়া স্ট্যান্ড এলাকায় আজ সকাল থেকে অঘোষিত বন্ধ শুরু হয়। বাস চলাচল বন্ধ থাকায় দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের। এরই পাশাপাশি, দলীয় কর্মীর হত্যার প্রতিবাদে আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচি শহরে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে রাজ্য কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ বালমুচুর অভিযোগ, অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে রাঁচি। গত ২৪ ঘণ্টায় শহরে দু’টি খুন হয়েছে। কোনও ক্ষেত্রেই আততায়ীর হদিশ মেলেনি। ক’দিন আগে রাঁচি শহরের আপার বাজারে একটি বেসরকারি সংস্থার গাড়ি থেকে ৮০ লক্ষ টাকা লুঠ হয়। এ ছাড়া ছোটখাটো অপরাধ তো লেগেই আছে। কংগ্রেস নেতৃত্বে অভিযোগ, এই ব্যাপারে প্রশাসনের হেলদোল নেই। তবে পুলিশ জানিয়েছে, নেজার খানের খুনে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

আরও ক’দিন হাসপাতালেই অমিতাভ
অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সেরে উঠছেন অমিতাভ বচ্চন। তবে তাঁকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হতে পারে। আজ টুইটারে অমিতাভ লিখেছেন: “মনে হচ্ছে আরও ক’টা দিন। তার পরেই ওরা আমায় ছেড়ে দেবে। তবে পুরোপুরি সুস্থ হতে বাড়িতে আরও কয়েক মাস লাগবে।” মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ১১ ফেব্রুয়ারি তাঁর পেটে অস্ত্রোপচার হয়েছিল। তার পরে দু’এক দিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু পেটে যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালেই রেখে দেওয়া হয় অমিতাভকে। হাসপাতাল-জীবন নিয়ে তিনি টুইটারে আজ লিখেছেন: “আস্তে আস্তে স্বাধীন হচ্ছি। শরীরে কাটা-ছেঁড়া বাঁচিয়ে স্নান করা বেশ কষ্টকর কাজ।”

তিস্তার বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন
সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল গুজরাত সরকার। এই ধরনের মামলা সরকারের সম্মানহানি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিচারপতি আফতাব আলম ও রঞ্জনা প্রকাশ দেশাইয়ের বেঞ্চ। গোধরা-পরবর্তী দাঙ্গা সংক্রান্ত কয়েকটি মামলায় তিস্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নরেন্দ্র মোদী সরকার। তিনি পঞ্চমহল জেলায় দাঙ্গায় নিহতদের দেহ বেআইনি ভাবে কবর থেকে তোলার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন তিস্তা। তিস্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে ওই বেঞ্চ। ২৩ মার্চ মামলার শুনানি হবে।

ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ইম্ফলে
অপহৃতের ক্ষতবিক্ষত দেহ মিলল মণিপুরে। ১৩ ফেব্রুয়ারি, ইম্ফল থেকে অভিষেককে অপহরণ করা হয়েছিল। তাঁর আদি বাড়ি, জৌনপুরে। কাল সন্ধ্যায় ইরিলবুং এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন। মাথা ও মুখে ছিল অস্ত্রাঘাতের চিহ্ন। পরে পুলিশ এসে দেহটি মর্গে নিয়ে যায়। রাতে অভিষেকের পরিবারের সদস্যরা নিহতের পোশাক ও শরীরের অন্যান্য চিহ্ন দেখে দেহটি অভিষেকের বলেই দাবি করেন।

জ্যোতির্ময় দে হত্যায় চার্জশিট সাংবাদিককে
জ্যোতির্ময় দে হত্যায় আজ সাংবাদিক জিগনা ভোরাকে চার্জশিট দিল মুম্বই পুলিশ। জুন মাসে মুম্বইয়ের পওয়াই এলাকায় খুন করা হয় সাংবাদিক জ্যোতির্ময় দে-কে। ফৌজদারি দণ্ডবিধি ছাড়াও মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইনে ভোরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, জ্যোতির্ময় দে-কে খুনের পিছনে হাত রয়েছে মাফিয়া ডন ছোটা রাজনের। রাজনকে দে-র ঠিকানা ও মোটরবাইকের নম্বর সরবরাহ করেছিলেন ভোরা। ভোরা-সহ অন্য অভিযুক্তদের ১২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

উত্তরপত্র নিয়ে বিভ্রান্তি বরাকে
সারা অসমে যখন ২৪ পাতার উত্তরপত্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তখন বরাক উপত্যকার তিন জেলা এবং ডিমা হাসাও ও কার্বি আলং জেলার পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ১৬ পাতার উত্তরপত্র। এ নিয়ে বিভ্রান্ত পরীক্ষার্থীরা। কংগ্রেস সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্য এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এ নিয়ে প্রতিবাদ জানালেও অসম মধ্যশিক্ষা পর্ষদ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ১৬ পাতার উত্তরপত্রেই লিখতে হয় পাঁচ জেলার পরীক্ষার্থীদের। পর্ষদের সচিব এল এন শর্মা আশ্বাস দিয়ে জানান, এ নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। আগামী বছর থেকে সব জেলাতেই ২৪ পাতার উত্তরপত্র পাঠানো হবে।

যাত্রী-সুরক্ষায় এ বার মহিলা আরপিএফ-ও
মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখন থেকে ট্রেনে মহিলা আরপিএফ রাখা হবে বলে জানালেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তবে তাঁর মতে, এ ব্যাপারে রাজ্য পুলিশের সক্রিয় সাহায্যও দরকার। প্রসঙ্গত, ত্রিশুরে গত বছর ট্রেন থেকে এক তরুণীকে ঠেলে ফেলে দেওয়া এবং তার পরে সেই তরুণীর ধর্ষণ হওয়ার ঘটনা যথেষ্ট শোরগোল ফেলেছিল। তার আগে উত্তরপ্রদেশে ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হন রেলের জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিংহ।

অস্বাভাবিক মৃত্যু ইঞ্জিনিয়ারের
এক ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কাটিহার জেলার সদর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে আজ সকালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শোভাকান্ত রজক (৩৫)। তিনি ধানবাদের বাসিন্দা। কর্মসূত্রে কাটিহারে একাই থাকতেন। শোভাকান্তবাবু জেলার ভিডিও কনফারেন্স ইউনিটের প্রধান ছিলেন।

জারোয়া-বিতর্কে ধৃত কনস্টেবল
জারোয়াদের নাচতে বাধ্য করার ঘটনায় এক কনস্টেবলকে গ্রেফতার করল আন্দামান-নিকোবর পুলিশ। ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বিদেশি পর্যটকদের সামনে জারোয়াদের নাচতে ‘নির্দেশ’ দেন এবং নাচের সময় তাদের ছবিও ভিডিও ক্যামেরায় তোলেন। জারোয়া-নাচের ভিডিওয় যে পাঁচ মহিলাকে দেখা গিয়েছিল, তারা ওই কনস্টেবলকে শনাক্ত করেন। এর ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বেটি বি-র নাম অভিলাষা, জল্পনা
অভিষেক-ঐশ্বর্যার মেয়ের নাম কি হতে চলেছে অভিলাষা? এমন জল্পনা উস্কে লেখিকা শোভা দে টুইটে লিখেছেন, “বেটি বি-র নাম রাখা হচ্ছে অভিলাষা? দারুণ! ব্যাপারটা সত্যি হলে বাবা-মাকে অভিনন্দন।” যদিও বচ্চন পরিবার মুখ খোলেনি।

দিনে ডাকাতি
আজ দুপুর ৩টে নাগাদ পটনার বুদ্ধ কলোনি থানার টেলিগ্রাফ কলোনিতে একটি অফিস থেকে ছয় লক্ষ টাকার উপর ডাকাতি করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ তল্লাশি শুরু করেছে। বদ্রীপ্রসাদ জয়সওয়াল নামে এক ব্যবসায়ীর এই অফিসে ১০ জনের মতো তখন কাজ করছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.