বাংলাদেশে ন্যানো আনতে উদ্যোগ |
আগামী মাস থেকেই বাংলাদেশের বাজারে ন্যানো আনতে চান সেখানকার গাড়ি ব্যবসায়ী মহল। এ কথা জানিয়ে বাংলাদেশের নিটোল নিলয় গোষ্ঠীর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ বলেন, চাহিদা বাড়লে এই গোষ্ঠী সেখানে যন্ত্রাংশ জুড়ে ন্যানো তৈরিতেও আগ্রহী। তবে টাটা মোটরস-এর মুখপাত্র জানিয়েছেন, কবে থেকে এবং কী ভাবে বাংলাদেশের বাজারে ন্যানো মিলবে তা নিয়ে সংস্থা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।আহমেদ অবশ্য সংবাদ সংস্থা রয়টার্স ও পিটিআইকে বলেছেন, গোড়ার দিকে তাঁরা ২,০০০ ন্যানো আমদানি করতে চান। পরে চাহিদা বাড়লে আমদানি বাড়বে। সে দেশে একটি ন্যানো-র দাম পঞ্চাশ হাজার বাংলাদেশি টাকার মতো পড়বে বলে তাঁর ইঙ্গিত। তবে তা নির্ভর করছে সরকার কত আমদানি শুল্ক স্থির করে, তার উপর। উল্লেখ্য, বাংলাদেশে ন্যানো বিক্রির পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল টাটা মোটরস। গত অক্টোবর থেকেই তা সে দেশে বিক্রি হওয়ার কথা থাকলেও মূলত দামের বিষয়টি নিশ্চিত না-হওয়ার জন্যই তা পিছিয়ে গিয়েছে।
|
খুচরো দামের ভিত্তিতে মূল্যবৃদ্ধি ৭.৬৫ শতাংশ |
এই প্রথম ক্রেতাদের খুচরো দামের ভিত্তিতে প্রকাশিত হল সার্বিক মূল্যবৃদ্ধির হার। সারা দেশের জন্য হিসাব করা পরিসংখ্যানের ভিত্তিতে এই মূল্যবৃদ্ধি জানুয়ারিতে দাঁড়িয়েছে ৭.৬৫%। পাইকারি মূল্য সূচককে ভিত্তি করে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধি জানুয়ারিতে ৬.৫৫ শতাংশে নামলেও খুচরো দরের হিসাবে তা কিছুটা বেশি। সরকারি সূত্রে খবর, শিল্পপণ্য এবং জ্বালানির চড়া দামের কারণেই এই হার বেশি।বিশেষজ্ঞদের মতে খুচরো সূচকের ভিত্তিতে হিসাব করা হারই দেশে মূল্যবৃদ্ধির বাস্তব চিত্র আরও বেশি করে ফুটিয়ে তুলবে। কারণ পাইকারি সূচকে উৎপাদকদের দৃষ্টিকোণ থেকে মূল্যবৃদ্ধির গতিবিধি স্থির করা হয়। তাই তার ভিত্তিতে নীতি স্থির করলে খুচরো বাজারে দাম কমানোয় তার প্রভাবও পড়ে কিছুটা কম। কিন্তু এখানে খুচরো বাজার দরই হিসাবের ভিত্তি। তাই রিজার্ভ ব্যাঙ্ক এখন থেকে সুদ স্থির করার জন্য এই হারের উপরই জোর দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁদের ধারণা, অন্যান্য সরকারি নীতির ক্ষেত্রেও একই যুক্তি খাটবে। মূল্যবৃদ্ধির সূচকটিতে পরিষেবা ক্ষেত্রকেও অন্তর্গত করা হয়েছে। প্রসঙ্গত, ভারতের জাতীয় আয়ে পরিষেবা ক্ষেত্রের অবদান ৫৫%।
|
বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে রিটার্ন নয় |
চাকরি-জীবীর বার্ষিক আয় ৫ লক্ষ টাকার মধ্যে হলে দাখিল করতে হবে না আয়কর রিটার্ন। ২০১২-’১৩ অর্থবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে এ ক্ষেত্রে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট-সহ অন্যান্য উৎস থেকে আয় হতে হবে ১০ হাজার টাকার মধ্যে। পাশাপাশি, নিয়োগকারী সংস্থার তরফ থেকে কর কাটার প্রমাণ হিসাবে ওই কর্মীর হাতে ফর্ম-১৬ তুলে দিতে হবে। তবে, রিফান্ড দাবি করতে চাইলে অবশ্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে কর্মীকে। এর আগে প্রত্যেক চাকরিজীবীর ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক ছিল।
|
গ্রিসকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা মঙ্গলবার ১৩ হাজার কোটি ইউরোর (৮,৪৫,০০০ কোটি টাকা) ত্রাণ প্রকল্পে সায় দিয়েছেন। এর আগেই গ্রিসের মন্ত্রিসভা ও পার্লামেন্ট এ বিষয়ে একমত হয়। এই ঋণ মেটানোর সমস্যা মোকাবিলায় যে-সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে বিশ্ব বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যদিও, আর্থিক দায় বাড়ার আশঙ্কায় এ দিন ইউরোপের বেশির ভাগ শেয়ার বাজারই পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটা বাজারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। দীর্ঘকালীন ভিত্তিতে এই ব্যবস্থা ইউইরোপের আর্থিক সমস্যা মোকাবিলায় বিশেষ সাহায্য করবে বলেই তাঁদের ধারণা।
|
মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের রাইন্ডা গ্রামে নতুন অণু-শাখা খুলল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের দাবি, সাধারণ পরিষেবার পাশাপাশি, প্রতি বৃহস্পতিবার সকাল ১১.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাঙ্ককর্মীরা এখানে ল্যাপটপের সাহায্যে কোর ব্যাঙ্কিং পরিষেবা দেবেন গ্রাহককে। গ্রামাঞ্চলের মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ইউবিআই।
|
ড্যান দ্য-ক্রিস্টোফার ভারতে বিএমডব্লিউ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর এমডি-সিইও হয়েছেন। |