টুকরো খবর |
ক্ষতি ফলনে |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
|
ছবি রাজা বন্দ্যোপাধ্যায়। |
দেশের অন্যত্র ফলন ভাল হওয়ায় হলদিবাড়ির টমেটোর দাম মরশুমের শুরুতেই কমতে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন হলদিবাড়ির কৃষক এবং ব্যবসায়ীরা। গত দুই সপ্তাহে হলদিবাড়ি পাইকারি বাজারে টমেটো আসা আরম্ভ হয়েছে। প্রতিদিন গড়ে ৭০০ কুইন্ট্যাল টমেটো আসছে। প্রতি কেজি টমেটোর দাম সাড়ে ৩ টাকার বেশি ওঠেনি। বৃহস্পতিবার ওই দাম আরও কমে দাঁড়ায় ৩ টাকায়। গত বছর এই সময় দাম ছিল কেজি পিছু ৮ টাকা। ব্যবসায়ীদের বক্তব্য, “অসম, গুজরাত, উত্তর এবং দক্ষিণ ভারতে টমেটোর ফলন ভাল হয়েছে। এতে হলদিবাড়ির টমেটো পাঠানো যাচ্ছে না। যাঁরা পাঠিয়েছিলেন তাঁরাও ক্ষতির মুখে পড়েছেন।” হলদিবাড়ির পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ দত্ত বলেন, “বাজার না পাওয়ার জন্যে হলদিবাড়ির টমেটোর দাম উঠছে না। উত্তর এবং মধ্য ভারতে গরম পড়ে গেলে হলদিবাড়ির টমেটোর চাহিদা বাড়বে। তখন দাম উঠবে।”
|
চুরি করে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বিধাননগর |
এক বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই সংস্থার ম্যানেজার সহ চার কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বিধাননগর থানার বিধাননগর বাজার এলাকায় ওই চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সংস্থার ওই জনকে গ্রেফতার করেছে। তবে ধৃতদের কাজ থেকে কোনও টাকা পুলিশ জানায়, ধৃতদের মধ্যে একজন বিহারের ও বাকিরা বিধাননগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বছর কয়েক ধরে বিধাননগর বাজার এলাকায় স্থানীয় এক বাসিন্দার একটি বাড়ি ভাড়া করে বাড়ির দোতলায় ওই অর্থলগ্নি সংস্থার অফিস খোলা হয়েছিল। বুধবার সকালে অফিস খুলতে গিয়ে সংস্থার কর্মীরা তালা ভাঙা দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানায়। এরপরেই ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন। পরে সংস্থার কলকাতার প্রধান অফিস থেকে ম্যানেজার সহ কর্মীদের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে হাজির করানোর পর তাদের ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই চুরির ঘটনায় কর্মীদের কথাবার্তার মধ্যে বেশ কিছু সঙ্গতি মিলেছে। সেভাবে চুরি হয়েছে, তার তদন্তে নেমেও বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত হয়। পুলিশের এক কর্তা বলেন, “পুরো বিষয়টি সাজানো বলে আমাদের মনে হচ্ছে। ধৃতরাই জড়িত বলেও মনে হচ্ছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার আরও তদন্ত করা হচ্ছে।”
|
ঠাঁই, কাজও পেলেন বধূ |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আলিপুরদুয়ার মহকুমা প্রশাসনের উদ্যোগে শ্বশুরবাড়িতে নির্যাতিতা গৃহবধূ কবিতা দেবনাথের পুনর্বাসনের ব্যবস্থা হল। আলিপুরদুয়ার-২ ব্লক প্রশাসনের তরফে কবিতা দেবীকে একটি অস্থায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মহকুমা হাসপাতাল থেকে কবিতা দেবী যশোডাঙায় এক ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন। ওই বাড়ির এক মাসের ভাড়া মিটিয়ে দিয়েছে অসমবঙ্গ যোগী সম্মিলনী। সংগঠনের সম্পাদক বিপ্লব বসাক ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্রের ব্যবস্থা করে দেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলিও। সিপিএমের টটপাড়া লোকাল কমিটির সম্পাদক অমল দে আসবাবের ব্যবস্থা করে দেন। কংগ্রেসের ব্লক সম্পাদক বাপি দাস চাল, তেল, সবজি-সহ খাবারের ব্যবস্থা করে দেন। আর্থিক সাহায্য করেন তৃণমূল নেতা কাজল দত্তও। সুপারি পাড়া নিয়ে বিবাদের জেরে সম্প্রতি শ্বশুরবাড়িতে নির্যাততা হন কবিতা দেবী। পুলিশ নির্যাতনের অভিযোগে শ্বশুর, শাশুড়ি, ভাসুর-সহ ৩ জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক। সম্পর্কে কবিতা দেবীর খুড়শ্বশুর সুভাষ দেবনাথ এখন পলাতক। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল এই বিষয়ে বলেন, “পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
|
উদ্ধার হওয়া তরুণী কোর্টে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পল্লিতে ‘বিক্রি হওয়া’ সিকিমের এক তরুণীকে আদালতে হাজির করাল শিলিগুড়ির পুলিশ। বৃহস্পতিবার নাগাল্যান্ডের বাসিন্দা ওই মহিলাকে পুলিশ শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির করায়। ৬ মাস ধরে পতিতাপল্লির একটি বাড়িতে তাঁকে আটকে রাখা হয়েছিল বলে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ওই মহিলাকে শিলিগুড়ি থানায় হাজির করান। মহিলা পুলিশকে জানান, আদতে তিনি সিকিমের গ্যাংটকের বাসিন্দা হলেও দীর্ঘদিন নাগাল্যান্ডে ছিলেন। সেখানে তিনি বিয়েও করেছিলেন। একটি পোশাক তৈরির সংস্থার সেলসম্যানের কাজ করতেন। গত বছর তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যান। অনিল নামে এক যুবক তাঁকে গত বছরের অগস্ট মাসে পতিতাপল্লিতে নিয়ে আসেন।
|
নতুন বিগ্রহ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
|
ছবি: হিমাংশুরঞ্জন দেব। |
বিগ্রহ চুরির সাত মাসের মাথায় কোচবিহারের বানেশ্বরের সিদ্ধেশ্বরী মন্দিরে দেবীর নতুন বিগ্রহ স্থাপন করল দেবত্তর ট্রাস্ট বোর্ড। বৃহস্পতিবার সকালে নবদ্বীপ আনা থেকে ওই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। পরে ওই মন্দিরে কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী, সদর মহকুমাশাসক সুপর্ণ কুমার রায় চৌধুরী পুজো দেন। দেবত্তর বোর্ডের সদস্য মহকুমাশাসক বলেন, “জুলাই মাসে মন্দিরের মূর্তি চুরি হয়েছিল। তার ছবি দেখে নবদ্বীপ থেকে বিগ্রহ আনা হয়।”
|
ছাই ৬ বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
|
বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
অগ্নিকাণ্ডে ছাই হল ৬টি বাড়ি। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন বেংকান্দি গ্রামের বিবেকানন্দ পল্লিতে ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ছাই বাড়িগুলির মধ্যে পাঁচটি তৈরি হয়েছিল ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে।
|
ফাঁসিদেওয়ার তরুণ নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক তরুণ। তাঁর বাড়ি ফাঁসিদেওয়ার চটহাটে। এই ঘটনায় ওই নিখোঁজ তরুণের পরিবার থেকে বুধবার ফাঁসিদেওয়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, ওই নিখোঁজ তরুণের নাম মহম্মদ সাহেদ। বাড়ি স্থানীয় খুদিগছ গ্রামে। চার মাস আগে চোপড়া থানার হাফতিয়াগছ এলাকার বাসিন্দা এক শ্রমিক ঠিকাদারের মাধ্যমে খুদিগছ এলাকার কয়েকজনের সঙ্গে চেন্নাই যান সায়েদ। এক দাদার বিয়ে উপলক্ষে বাড়িতে ফেরার জন্য ২৩ জানুয়ারি তিনি ট্রেনে চাপেন। ২৪ জানুয়ারি তিনি কলকাতা পর্যন্ত পৌঁছে যাওয়ার কথাও জানান।
|
বিপাকে বন্দিরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রায় এক সপ্তাহ ধরে পাম্প বিকল থাকায় বিপাকে শিলিগুড়ি আদালতে বিচারাধীন বন্দিরা। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে পাম্পটি বিকল হয়ে থাকলেও মেরামতি কিংবা বদলের চেষ্টা হয়নি। বিচারাধীন বন্দিরা এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলে লকআপে পাহারার কাজে নিযুক্ত পুলিশ কর্মীরা মহকুমাশাসকের দফতর সংলগ্ন জলাধার থেকে বোতলে জল ভরে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পূর্ত দফতরের এক আধিকারিক জানান, বিকল পাম্প মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। সোমবার তা বদলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
|
বিয়ের দাবি, ধর্না |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
বিয়েতে অস্বীকার করায় প্রেমিকের বাড়িতে ধর্নায় বসল এক তরুণী। রাজগঞ্জের পানিকৌড়ি মগরাডাঙির পয়াচরি গ্রামের ঘটনা। মান্তাদাড়ি এলাকার এক যুবকের সঙ্গে তরুণীর প্রেম ছিল। বিয়ে করতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকাল থেকেই সে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসে।
|
একশো দিনই কাজের দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বছরে একশো দিনই কাজের ব্যবস্থার দাবিতে শিলিগুড়িতে বৃহস্পতিবার ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ইন্ডিয়ার তরফে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন হল। মহিলা জাগৃতি, মজুরি শ্রমিক সমিতি, পশ্চিমবঙ্গ চা বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সহ একাধিক সংগঠনের সম্মিলিত এই সংগঠনের তরফে শিলিগুড়ির মহকুমাশাসক সৌরভ পাহাড়ির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
|
বেলাকোবায় তৃণমূলের সভা |
জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার বেলাকোবাতে একটি সভা হল। জেলা যুব তৃণমূল নেতা রণবীর মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানা ধরণের অপপ্রচার চলছে। তারই প্রতিবাদে বিরুদ্ধে ওই সভার আয়োজন। রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ওই কর্মসূচি করা হবে।”
|
অভিযুক্ত ধৃত |
শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে ফালাকাটা থানার চুয়াখোলা গ্রামের কাছে। আশুতোষ পল্লির চানাচুর কারখানায় কাজ সেরে সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি ফেরার সময়ে রাস্তায় অভিযুক্ত যুবক পথ আটকায়।
|
ধৃত ২ |
বেআইনি ভাবে অসম থেকে আনা মদ বোঝাই গাড়ি-সহ ২ যুবককে ধরল দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটার বলরামপুর রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম নীলকন্ঠ সরকার ও দীপক দাস।
|
জখম ২ বাইক আরোহী |
ছোট গাড়ির ধাক্কায় বাইক আরোহী দুই যুবক জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকালে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ি এলাকায় ক্যানেলের রাস্তায়। জখম দুই যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। |
|