টুকরো খবর |
ঝাড়খণ্ড থেকে ধান কেনার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
চালকল মালিকদের সহায়ক মূল্যে ধান কেনার কথা স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে। মুর্শিদাবাদের নবগ্রামে অবশ্য তাঁরা ধান কিনছেন পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে। এমনই অভিযোগ তুলে নবগ্রামের গোপগ্রামের তৃণমূল সমর্থকেরা বৃহস্পতিবার চালকলে বিক্ষোভ দেখাতে গেলে সিপিএমের কর্মীরা তাঁদের মারধর করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। ওই সংঘর্ষে তিন জন আহতও হন। জখম হয়েছেন তৃণমূলের নারায়ণপুর অঞ্চল সভাপতি আফতাবুদ্দিনও। তিনি বলেন, “গোপগ্রামের একটি চাল কলের মালিক এলাকার চাষিদের বদলে ঝাড়খণ্ড থেকে ধান কিনছেন। তার প্রতিবাদ করতে ওই ধানকলের যেতেই সিপিএমের লোকজন আমাদের মারধর করে।” নবগ্রামের বিধায়ক সিপিএমের কানাই মণ্ডলের পাল্টা দাবি, “চাষিরা ধান বিক্রি করতে গেলে তাঁদের কাছ থেকে তৃণমূলের লোকজন তোলা আদায়ের চেষ্টা করছিল। বাধা দিলে ধস্তাধস্তি হয়।” প্রতিবাদে সিপিএমের পক্ষ থেকে এ দিন বিকেলে নবগ্রামের পলসণ্ডা মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক ঘণ্টা খানেক অবরোধ করা হয়। গোপগ্রামের ওই চালকলের মালিক জয় মারঠি বলেন, “সহায়ক মূল্যে স্থানীয় চাষিদের কাছ থেকে ধান কেনার পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও ধান কিনেছি আমরা। এতে আপত্তির কী আছে!”
|
প্রদীপ সাহার জামিন নামঞ্জুর |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ খুনের অভিযোগে ধৃত সিপিএম নেতা তথা পারুলিয়ার ফুলবাগান হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সাহার জামিন হল না। ৯ জানুয়ারি রাতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় সজল ঘোষকে। তিনি পূর্বস্থলীর অঞ্চল তৃণমূলের সহ সভাপতি ছিলেন। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। দুজনকে গ্রেফতার করা হলেও অন্যতম অভিযুক্ত লোকনাথ দেবনাথ এখনও ফেরার। বৃহস্পতিবার নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অরিজিৎ মুখোপাধ্যায়ের এজলাসে প্রদীপ বাবু এবং আর এক অভিযুক্ত সন্তু ভৌমিককে হাজির করানো হয়। সেখানে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। নবদ্বীপ আদালতের সরকারি কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, “ এ দিন ধৃতদের তরফে জামিনের আবেদন জানানো হয়নি। ইতিমধ্যেই তাঁরা উচ্চতর আদালতে জামিনের আবেদন জানিয়েছেন।”
|
ধর্ষণে ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবদ্বীপের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ওই কিশোরীর বাবা নবদ্বীপ থানায় বাপ্পা সরকার নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেন। এ দিন সন্ধ্যায় কপালিপাড়ার বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আদালতের সরকারি কৌসুলি নবেন্দু মণ্ডল বলেন, “ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা হয়েছে। মেয়েটি জানিয়েছে, মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে তাকে জোর করে স্থানীয় এক হোটেলে ধরে নিয়ে যান ওই যুবক। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।” ধৃতকে নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অরিজিৎ মুখোপাধ্যায়ের এজলাসে পেশ করা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। মৃতের নাম তোহিন শেখ (১২), বাড়ি করিমপুরের গোপালের পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে করিমপুর কৃষ্ণনগর রাজ্যসড়কের উপর বাজিতপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সাইকেলে করিমপুর থেকে ফিরছিল স্থানীয় একটি হাই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র তোহিন। সেইসময় কৃষ্ণনগরগামী একটি বেসরকারি বাস তাকে ধাক্কা মারে। জখম অবস্থায় প্রথমে তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলে দুপুরেই সে মারা যায়। পুলিশ বাসটিকে আটক করেছে।
|
নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
|
নিজস্ব চিত্র। |
জানুয়ারির শুরু থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক মহিলা। ছিপছিপে চেহারার হানুফা বেওয়া (৩৮) নামে ওই মহিলার বাপের বাড়ি ইসলামপুরের কসবাগোয়াস গ্রামে। ১০ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে ওখানেই থাকেন তিনি। আছে দুই ছেলে মেয়ে। ওই মহিলার দিদি দিলরুবা খাতুন বলেন, “মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারালেও ছেলে মেয়েদের দেখাশোনা নিজেই করত। ছেলে মেয়েদেরও মা ই সব। কান্নাকাটি করছে ওরা। আমি ওদের মায়ের খোঁজে বেরোলেই পিছু ধরছে।” ইসলামপুর থানার ওসি বলেন, “৪ জানুয়ারি ডায়েরি হওয়ার পরই বিভিন্ন থানায় খবর দিয়েছে। এখানেও জিজ্ঞাসাবাদ করছি।”
|
ফলতায় গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতি |
নিজস্ব সংবাদদাতা • ফলতা |
ব্যাঙ্কের ভল্ট ভেঙে ৭ লক্ষ ৬৫ হাজার টাকা লুঠ করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ফলতার মল্লিকপুরের বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কে গিয়ে কর্মীরা দেখেন, সব কাগজপত্র ছড়ানো। টাকা চুরি হওয়ার বিষয়টিও বুঝতে পারেন তাঁরা। পুলিশ জানায়, ব্যাঙ্কের পিছনের শৌচাগারের জানলার গ্রিল কেটে ঢুকেছিল দুষ্কৃতীরা। তারপর দেওয়াল ভেঙে ভল্ট নামিয়ে তা কাটে তারা। ডিএসপি (ফলতা) পাপিয়া সুলতানা বলেন, “ওই ব্যাঙ্কের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা রুজু করা হয়েছে।”
|
স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। উপস্থিত ছিলেন শান্তিপুরের উপ পুরপ্রধান আব্দুস সালাম কারিকর, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক স্বপন মঠ, প্রধান শিক্ষক কিংশুক চক্রবর্তী, প্রাক্তন ছাত্র শঙ্করপ্রসাদ মুখোপাধ্যায়, সুব্রত নন্দী প্রমুখ। নাচ, গান, আবৃত্তি ছাড়াও নানা অনুষ্ঠান ছিল। কিংশুকবাবু বলেন, “স্কুলে প্রথাগত শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা হয়েছে।” |
মৃতদেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে বহরমপুরের গোরাবাজারের একটি বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম আলোকিতা বিশ্বাস (৩২)। বাড়ি বীরভূমের বোলপুরে। তিনি বহরমপুরের মাঝেরপাড়া হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা। মাস দশেক আগে জঙ্গিপুরের একটি হাইস্কুলের শিক্ষক দীপক বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ জানায়, ওই শিক্ষিকার ঘর থেকে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।”
|
খুনের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বিয়ের মাস ছ’য়েকের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে জিয়াগঞ্জের বড়নগর এলাকার সরস্বতী হালদার নামের ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ জানায়, তাঁর স্বামী প্রকাশ মণ্ডল পলাতক। মৃতের পিসি রেখা বিশ্বাস বলেন, “মাস ছয়েক আগে প্রকাশের সঙ্গে সরস্বতীর বিয়ে হয়। বিয়ের দিন সাতেক পর প্রকাশ দিল্লিতে দিনমজুরি করতে চলে যায়।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কনক দাস (৬৫) নামে এক মহিলার। বুধবার রাতে সুতির নয়াবাহাদুরপুর গ্রামে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
পঞ্চায়েতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
৭ দফা দাবিতে বৃহস্পতিবার সাগরদিঘির বালিয়া গ্রাম পঞ্চায়েতে ঘণ্টা তিনেক ধরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রধান পিটার হাঁসদা আশ্বাস দিয়েছেন।
|
সভাপতি নির্বাচন |
১৫ ফেব্রুয়ারি সুতি-২ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য হয়েছে। ২৮ সদস্যের ওই পঞ্চায়েতে বাম সদস্য ১৭ জন। ১১ জন কংগ্রেসের। ১৭ জানুয়ারি বামফ্রন্ট নিয়ন্ত্রিত ওই পঞ্চায়েত সমিতিতে সিপিএম প্রধান গীতা সিংহের বিরুদ্ধে অনাস্থা আনেন বাম সদস্যেরাই। ৩০ জানুয়ারি সভা ডাকেন জঙ্গিপুরের এসডিও। তার আগেই সভাপতি পদ থেকে ইস্তফা দেন গীতাদেবী। নয়া সভাপতি নির্বাচিত হবে ১৫ তারিখ। জঙ্গিপুরের এসডিও এনাউর রহমান বলেন, “পঞ্চায়েত বিধি মেনেই নয়া সভাপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।”
|
ভস্মীভূত বাড়ি |
কোতোয়ালির আসাননগরের ঢাকাপাড়ায় বৃহস্পতিবার দু’টি বাড়ি পুড়ে যায়। কোনও হতাহতের খবর নেই। দমকল এসে আগুন নিভিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। |
|