টুকরো খবর |
বেসরকারি সংস্থায় ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বেসরকারি সঞ্চয় ও ঋণদান সংস্থার অফিস আচমকা বন্ধ হয়ে যাওয়ায় ভাঙচুর চালালেন ক্রুদ্ধ গ্রাহকেরা। বৃহস্পতিবার সকালে মেচেদা বাজারে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে ‘শুভাকাঙ্খী মাইক্রোফিনান্স কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড’ নামে বেসরকারি ওই সংস্থার অফিস খোলে মেচেদা বাজারে। এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলছিল সংস্থাটি। কয়েক গুণ অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সংস্থাটি এলাকার বাসিন্দাদের কাছ থেকে অল্প-অল্প করে বেশ কয়েক লক্ষ টাকা আমানত সংগ্রহ করেছিল। বুধবার দুপুরে কয়েক জন গ্রাহক সংস্থার অফিসে গিয়ে দেখেন তা বন্ধ হয়ে গিয়েছে। খবর পেয়ে আরও কিছু গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার সকালে ফের গ্রাহকেরা ওই অফিসের সামনে বিক্ষোভ দেখান। এক সময়ে ক্রুদ্ধ গ্রাহকেরা অফিসটিতে ভাঙচুর করেন। পুলিশ জানিয়েছে, গণ্ডগোল হলেও এই নিয়ে কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।
|
খুনে অভিযুক্ত বাড়িওয়ালা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পরিবহণ কর্মী চন্দন ঘোড়ই খুনের মামলায় দীর্ঘ সাত মাস পরে অন্যতম অভিযুক্ত বাড়িওয়ালা অজিত দাসকে বুধবার গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ। গত বছর ১১ জুন রাতে কাঁথি শহর লাগোয়া বরুণাবেড়িয়া গ্রামে বাড়ির সামনে খুন হন চন্দন। খুনের পিছেনে চন্দনের বাড়িওয়ালা অজিত দাসের হাত রয়েছে বলে সেই সময়ে নিহতের পরিজনেরা অভিযোগ করেন। নানা ভাবে চেষ্টা করেও ভাড়াটিয়া চন্দনকে তুলতে না পেরেই খুন বলে অভিযোগ করা হয়। কিন্তু এত দিন বাড়িওয়ালার খোঁজ পায়নি পুলিশ। বুধবার গ্রেফতারের পরে সে দিনই অজিতবাবুকে হাজির করা হয় কাঁথি আদালতে। বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন।
|
দু’বছর পর ফের মানিকপাড়া মেলা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বুধবার থেকে শুরু হয়েছে ১৬ তম ‘মানিকপাড়া লোকসংস্কৃতি ও গ্রামীণ মেলা’। স্থানীয় নেতাজি ক্লাব ময়দানেই আট দিন ধরে চলবে মেলা। বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন আর এক প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, ঝাড়গ্রামের সাংসদ পুলিনবিহারী বাস্কে, মানিকপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী ভবানন্দ প্রমুখ। মেলা উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা কমিটির সম্পাদক দেবাশিস মাহাতো বলেন, “২০০৯ সালে ১৫ তম বর্ষের মেলাটি হয়েছিল। তারপর জঙ্গলমহলে অশান্তির কারণে গত দু’বছর মেলা করা সম্ভব হয়নি। এ বার মেলাকে ঘিরে ফের বিপুল জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।”
|
নন্দীগ্রাম-চার্জশিটে ভুলের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের চার্জশিটে সিআইডি-র পেশ করা ‘ফেরার’ সিপিএম নেতা-কর্মীদের তালিকার অন্তত দু’টি নাম ঘিরে প্রশ্ন উঠল। ওই তালিকার ২১ নম্বরে নাম থাকা সাউদখালির চন্দন হাজরা দাবি করেছেন, ২০০৭-এর নভেম্বরে নন্দীগ্রামের ঘটনার পরেই তাঁকে পুলিশ ধরেছিল। নিখোঁজ-কাণ্ডেই তাঁকে জেল খাটতে হয়েছে। পরে আদালত জামিন মঞ্জুর করে। তার পরেও কেন তাঁকে ‘ফেরার’ দেখানো হল, সে নিয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার হলদিয়া আদালতে আসেন চন্দন। এই মামলায় অভিযুক্তপক্ষের অন্যতম আইনজীবী বিমল মাজি আবার এ দিনই আদালতে পিটিশন দাখিল করে দাবি করেন, ফেরার হিসাবে ২ নম্বরে নাম থাকা সাতেঙ্গাবাড়ির সন্তোষ বর্মন আগেই মারা গিয়েছেন।
|
কেশপুরে দুর্ঘটনায় মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। জখম হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কেশপুরের বারোমাইলের কাছে মেদিনীপুর-কেশপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ হাসিবুল (২৭)। স্থানীয় দোগাছিয়া গ্রামে তাঁর বাড়ি। জখম জামাল খান ও শেখ আইদুলের বাড়ি পঞ্চমীতে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁদের ভর্তি করানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামাল ও আইদুল মোটর সাইকেলে চেপে কেশপুর থেকে পঞ্চমীর দিকে যাচ্ছিলেন। পথে মেদিনীপুর থেকে কেশপুরগামী একটি লরি তাঁদের ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি আবার ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শেখ হাসিবুলকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসিবুলের।
|
মাদক-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হেরোইন-সহ এক মহিলাকে বৃহস্পতিবার খড়্গপুরের পাঁচবেড়িয়া থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের নাম গুড়িয়া খাতুন। তিনি মাদক-দ্রব্য কেনাবেচায় যুক্ত বলে দাবি পুলিশের। খড়্গপুর শহর ও তার আশপাশের এলাকায় মাদক-দ্রব্য কেনাবেচা চলে বলেই অভিযোগ। এ জন্য পুলিশ নিয়মিত তল্লাশিও চালায়। এ দিন খবর পেয়ে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পঞ্চায়েতে শিবির করে সরকারি সহায়কমূল্যে ধান কেনা ও সারের দাম কমানোর দাবিতে বৃহস্পতিবার তমলুকে জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখালেন কৃষক ও খেতমজুর সংগঠনের সমর্থকেরা। পরে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দেন। সংগঠনের জেলা সম্পাদক নন্দ পাত্রের অভিযোগ, জেলায় সহায়কমূল্যে ধান কেনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
|
স্মারকলিপি |
বেশ কয়েক দফা দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর দ্বারস্থ হল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপিও তুলে দেন সংগঠনের নেতা-কর্মীরা। তথ্য জানার অধিকারে ছাত্রছাত্রীরা তথ্য জানার আবেদন জানালে তা কম খরচে দেওয়া, অন্তর্বর্তী নম্বর মার্কশিটে উল্লেখ করা, নিয়ম মেনে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ব্যবস্থা-সহ আরও দাবি জানানো হয়।
|
ভাঙা হল নির্মাণ |
অনুমতি ছাড়াই পাঁচতলা নির্মাণের অভিযোগে নিউ দিঘার দুটি হোটেলের বেআইনি অংশ ভেঙে দিল রামনগর-১পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাসের উপস্থিতিতে ওই দুই হোটেলে বেআইনি নির্মাণ ভাঙার কাজ হয়। |
|