সমাবর্তনে আসছেন না হাসিনা
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানের শেষে এ কথা জানান রাজ্যপাল তথা আচার্য এম কে নারায়ণন। গত নভেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সমাবর্তন-বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁকে সাম্মানিক ডিগ্রি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “উনি সমাবর্তনে আসছেন না।” পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসও এ কথা জানিয়ে বলেন, “বাংলাদেশ সরকারের তরফে আচার্যের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, ব্যস্ততার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন না। তবে পরে কোনও সময়ে এসে সাম্মানিক ডিগ্রি গ্রহণ করবেন।” সুরঞ্জনবাবু জানান, আচার্যের সম্মতি পেলে মার্চে সমাবর্তনের আয়োজন করা হবে।
|
এসি ট্রেন পঙ্গু, তিন ঘণ্টা ভোগাল মেট্রো |
অফিস থেকে ফেরার বেলায় মেট্রো-বিভ্রাটের জেরে কাজের দিনে ফের নাজেহাল হল কলকাতা। ঘণ্টা তিনেক ধরে ব্যাহত হল মেট্রো চলাচল। ভিলেন সেই এসি রেক। বৃহস্পতিবার বিকেলে দমদম থেকে কবি সুভাষগামী ডাউন ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত রেকে গোলমালের জেরে এই সমস্যা দেখা যায়। তখন বিকেল ৪টে ৩৩ মিনিট। রবীন্দ্র সদন স্টেশনে হঠাৎ বৈদ্যুতিক গোলযোগে থমকে যায় ডাউন লাইনের এসি রেক। ঘণ্টা দুয়েকেরও বেশি রেকটি ডাউন লাইন থেকে সরানো যায়নি। ফলে সামগ্রিক ভাবে মেট্রো চলাচলেই এই বিভ্রাটের প্রভাব পড়েছে। মেট্রো রেলের মুখপাত্র প্রত্যুষ ঘোষ জানান, মেট্রো-বিভ্রাটের কিছু পরে আপ লাইনে কবি সুভাষ এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়। ডাউন লাইনে মেট্রোর দৌড় আটকে যায় দমদম থেকে ময়দান স্টেশনের মধ্যে। সন্ধ্যা ৭টার পরে ফের পুরো পথে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
|
তপসিয়ার এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করানো হয় খুশবুন্নেসা (২২) নামে ওই তরুণীকে। বৃহস্পতিবার তিনি মারা যান। মৃতার পরিজনেরা পুলিশে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকেরা খুশবুন্নেসার গায়ে আগুন লাগান। তার ভিত্তিতে শ্বশুর নান্নে খানকে গ্রেফতার করা হয়। স্বামী নৌশাদ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় গ্রেফতার করা যায়নি। শাশুড়ি ও ননদ পলাতক। মৃতার পরিজনের অভিযোগ, বিয়েতে প্রচুর পণ নিয়েও নৌশাদের পরিবার খুশবুন্নেসার উপরে অত্যাচার চালাতেন।
|
শহরের বিভিন্ন খাল সংস্কারের জন্য দখলদার উচ্ছেদ হবে। বৃহস্পতিবার এ কথা জানান সেচ প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল। কোথায়, ক’জন দখলদার নিয়ে সমস্যা, চিহ্নিত করতে দফতরের অফিসারদের নির্দেশ দিয়ে তিনি বলেন, টালিনালা সংস্কারে ১০ কোটি টাকা বরাদ্দ হবে। এ দিন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আদিগঙ্গার পরিস্থিতি দেখতে যান। পরিবর্ত ফ্ল্যাট হলেও দখলদার সরছে না। শ্যামলবাবু বলেন, “দেড় মাস আগে ওদের সরতে বলেছি। কিছুদিন দেখব। গত সপ্তাহে কিছু জায়গা ঘুরেছি। দক্ষিণ শহরতলীর নানা জায়গা বৃষ্টির জলে ডুবে থাকছে নিকাশি সমস্যার জন্য।”
|
এই প্রকল্পের কাজ রেলের হাতে তুলে দিতে কোনও আপত্তি নেই বলে আগেই জানিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। সেই মতো রেলের তরফে একটি কমিটি তৈরি করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফের এই হস্তান্তরে সায় দেয় রাজ্য সরকার। শুক্রবার সেই সায়েই সীলমোহর দেবে মন্ত্রিসভা।
|
বাড়ির চারতলা থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হল। বৃহস্পতিবার, তিলজলা থানার সাপগাছি লেনে। মৃতার নাম নেহা খাতুন (১৬)। পুলিশ জানায়, কাপড় মেলতে বারান্দায় আসে নেহা। গ্রিল না থাকায় পা পিছলে পড়ে যায়। ন্যাশনাল মেডিক্যালে তাকে মৃত ঘোষণা করা হয়।
|
রাজ্য মন্ত্রিসভার শুক্রবারের বৈঠকে জোকা ১ এবং ২ পঞ্চায়েতের ১৬টি মৌজাকে কলকাতা পুরসভার আওতায় আনার প্রস্তাবও পেশ করা হচ্ছে। |