লাভ হচ্ছে। তা সত্ত্বেও রুইয়া গোষ্ঠীর সংস্থা জেসপ কেন পুরনো যন্ত্র ও ছাঁট লোহা বিক্রি করে কর্মীদের বেতন দিতে চায়, সেটা যাচাই করতে চায় রাজ্য সরকার। সেই জন্য সেখানকার যন্ত্রপাতি দেখতে পরিদর্শক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বৃহস্পতিবার মহাকরণে জানান। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য জেসপের পুরনো যন্ত্র ও ছাঁট লোহা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। সেই জন্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ারও কথা হয়। এই নিয়ে বৃহস্পতিবার জেসপের শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন শ্রমমন্ত্রী। পূর্ণেন্দুবাবু পরে বলেন, “জেসপ লাভজনক সংস্থা। তা সত্ত্বেও কেন ছাঁট লোহা ও যন্ত্র বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ভাবা হয়েছিল, কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছি। সরকারকে না-জানিয়ে যে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে পারেন না।” মন্ত্রী জানান, শ্রম দফতরের এক অধিকর্তার নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের একটি দল ওই সংস্থায় যাবে। তারা দেখবে, সেখানে বিভিন্ন যন্ত্রপাতি কী অবস্থায় রয়েছে। তার পরে সেগুলি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত হবে। জেসপের পুনরুজ্জীবনের জন্য শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে কমিটি গড়া হবে বলেও জানান তিনি। ওই সংস্থার কর্তৃপক্ষ ও কর্মী ইউনিয়নগুলি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওই গোষ্ঠীরই অন্য সংস্থা ডানলপ বন্ধ। শ্রমমন্ত্রী জানান, শিল্প দফতর ওই সংস্থা খোলার বিষয়টি দেখছে। আইনি পরামর্শও নেওয়া হচ্ছে। পূর্ণেন্দুবাবু বলেন, “ডানলপের কাছ থেকে বিদ্যুৎ বণ্টন, জল সরবরাহ, পুরসভা ইত্যাদি সরকারি সংস্থা ৭২ কোটি টাকা পায়। এই সব দিকও যাচাই করা হচ্ছে।”
|
ইতিহাসে নজির গড়ল ফেসবুক। শেয়ার ছেড়ে ৫০০ কোটি ডলার (২৫ হাজার কোটি টাকা) বাজার থেকে তোলার লক্ষ্যে আবেদনপত্র দাখিল করল তারা। যা ওয়েব দুনিয়ায় সবচেয়ে বড় মাপের ইস্যু। আমেরিকার বাজারে শেয়ার ছাড়তে সামাজিক সংযোগ বা সোস্যাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে বৃহস্পতিবারই আবেদনপত্র জমা দিয়েছে। তবে পিটিআইয়ের খবর: সংস্থাটি ৫০০ কোটি ডলার তোলার পরিকল্পনা করলেও ফেসবুকের মতো জনপ্রিয় সংস্থার শেয়ার কেনার জন্য তার দ্বিগুণেরও বেশি ডলারের আবেদনপত্র জমা পড়বে বলে বিদেশে শেয়ার বাজার মহলের ধারণা। শেয়ার ছাড়ার জন্য ফেসবুক বাজার নিয়ন্ত্রকের কাছে জানিয়েছে তার জনপ্রিয়তার বহরও। ২০১১ সালে ফেসবুকের মোট আয় ৩৭১ কোটি ডলার। যা আগের বছরের থেকে ৮৮% বেশি। ৮৫% এসেছে বিজ্ঞাপন থেকে। বর্তমানে সারা বিশ্বে ফেসবুক ব্যবহার করছেন ৮৪ কোটি ৫০ লক্ষ মানুষ। তাঁরা প্রতিদিন ২৫ কোটি ফটো ফেসবুকে ‘আপলোড’ করছেন। এ দিকে ভারতে বৃহস্পতিবারও সেনসেক্স ১৩১.২৭ পয়েন্ট বেড়ে থামে ১৭,৪৩১.৮৫ অঙ্কে। এ দিন পুরনো টেলিযোগায়োগ সংস্থাগুলির বেশ কয়েকটির দর বেড়ে গিয়েছে। যেমন ভারতী এয়ারটেলের শেয়ার দর বেড়েছে ৬.৮৮% এবং আইডিয়ার ২.৬৮%। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ফের ফিরেছে ভারতের বাজারে। বিশেষ করে ওই সব সংস্থার শেয়ার কেনার জেরেই সূচক উঠেছে।
|
কর্মীদের বেতন ২৫% বাড়াতে কর্মী ইউনিয়নগুলির সঙ্গে চূড়ান্ত চুক্তি করলেন কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ। ২০১১-র ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য তা কার্যকর হবে। এর ফলে বছরে সংস্থার বাড়তি খরচ হবে প্রায় ৬,৫০০ কোটি টাকা। উপকৃত হবেন ৩.৬৩ লক্ষ কর্মী। আগামী তিন মাসে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের (স্ত্রী বা স্বামী-সহ) চিকিৎসা খরচ দেওয়ার প্রকল্পটিও চূড়ান্ত করে ফেলা হবে বলে জানিয়েছে সংস্থা। |
বিদেশে ব্যবসা আরও বাড়াতে চায় এলাহাবাদ ব্যাঙ্ক। তাই ঢাকা, চিন, সিঙ্গাপুর, হংকঙে নতুন ৪টি শাখা খুলছে তারা। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে ব্যাঙ্কের মুনাফা ২৫.৮৩% বেড়ে ১,৪৬৬.৫৭ কোটি টাকা হয়েছে। অন্য দিকে, তৃতীয় ত্রৈমাসিকে ইউনাইটেড ব্যাঙ্কের নিট মুনাফা ৩৮.৫% বেড়ে হয়েছে ২২৬.২ কোটি টাকা। আর ইউকো ব্যাঙ্কের নিট মুনাফা ৪৪% বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩ কোটি। |
বিয়ের মরসুমে আর চৌধুরী অ্যান্ড সন্স বৌবাজার শোরুমে আনল ‘সোনার বসন্ত-১৪১৮’। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে তৈরি গয়নার মজুরিতে মিলবে ২৫% ছাড়। আগাম দাম দিলে ছাড় গয়না তৈরিতেও। ৩০ হাজার টাকার বেশি ক্রয়ে আছে উপহার।
|
এখন থেকে প্রতি বৃহস্পতিবার খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সাপ্তাহিক হার আর প্রকাশ করবে না কেন্দ্র। তবে মাসে একবার সার্বিক মূল্যবৃদ্ধির পরিসংখ্যান এখনকার মতোই প্রকাশ করে যাবে তারা। যেখানে অন্য সামগ্রীর পাশাপাশি থাকবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও। |