গ্রাহক সংখ্যা ২০ হাজার। কর্মী সংখ্যা চার। ডুয়ার্সের শামুকতলায় একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ছবি এখন এটাই। গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে। বহু বার বলেও সমাধান না হওয়ায় আরও একটি ব্যাঙ্ক স্থাপনের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। আন্দোলনে নেমেছে শামুকতলা অঞ্চল কংগ্রেস কমিটিও। এরই মধ্যে কংগ্রেস অঞ্চল কমিটির পক্ষ থেকে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে দাবিপত্র পাঠানো হয়েছে। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আলিপুরদুয়ার ২ ব্লক কংগ্রেস কমিটি। ওই কমিটির সাধারণ সম্পাদক রতন শর্মা জানান, শামুকতলায় একটি মাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর নির্ভরশীল ৫টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২ লক্ষ মানুষ। স্বনির্ভর গোষ্ঠী, পেনশনভোগীরাও নির্ভরশীল এই ব্যাঙ্কের উপর। ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, “৯ টি চা বাগান আছে। শামুকতলা থানা এলাকার মধ্যে আরও একটি ব্যাঙ্ক স্থাপন হলে ৭টি পঞ্চায়েয়েতের ৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। আরও একটি ব্যাঙ্কের দাবিতে ১১ হাজার স্বাক্ষর সংবলিত স্মারকলিপি অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।” মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকারের নেতৃত্বে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক আধিকারিকের কাছে দরবার করা হয়েছে।
|
বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আগুন |
আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে বিন্নাগুড়ি ছেনা ছাউনি এলাকায়। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। ধুপগুড়ি থেকে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। এ ছাড়াও সেনাবাহিনীর ৩টি ইঞ্জিনও আগুন নেভানোর চেষ্টা করছে। সেনা ছাউনি সংলগ্ন একটি শ্রমিক বস্তি রয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, সেনা ছাউনি এলাকায় খড় ও ঘাস মজুত রয়েছে। সেগুলিতেই আগুন লাগে।
|
রাজস্ব আদায়ে রাস্তায় নামল আলিপুরদুয়ার মহকুমা প্রশাসন। রবিবার সকাল থেকে ফালাকাটা, মাদারিহাট, সাতপুকুরিয়া, বীরপাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ভূমি রাজস্ব দফতর। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায়ও কয়েক জায়গায় অভিযানে সামিল হন। তিনি জানান, ছোট বড় মিলিয়ে প্রায় ১৪টি গাড়ি আটক করা হয়েছে। ১৬টি ইট-ভাটার মালিককে নিয়মিত রাজস্ব দেওয়ার ব্যপারে সতর্ক করা হয়। এদিন আনুমানিক এক লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
|
পূবালী সেনগুপ্ত স্মৃতি সঙ্ঘের উদ্যোগে রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা। মোট সাতটি বিভাগে উত্তরবঙ্গের ১২৮টি স্কুলের ১৯১৩ জন অংশ নেয়। অংশ নেন বেশ কয়েকজন প্রতিবন্ধীও। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতী সেনগুপ্ত। বক্তব্য রাখেন স্বামী শিবাত্মানন্দ, সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও বিপ্লব সেনগুপ্ত। সংস্থার মুখপত্র ‘পূবালী’ প্রকাশ করেন বিমলকৃষ্ণ দাস।
|
ডুয়ার্সের তুরতুরি চা বাগানের অচলাবস্থা কাটাতে আগামী ২ ফেব্রুয়ারি শিলিগুড়ি জেলা শ্রম আধিকারিকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। গত ২২ ডিসেম্বর রাতে শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে যান। ৫৫০ জন শ্রমিক অসহায় হয়ে পড়েন। আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানিয়েছেন, তুরতুরি চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আশা করছি বাগান খোলার ব্যপারে সবাই সহমত হবেন।
|
দার্জিলিংয়ে জোড়া খুনের ৪৮ ঘন্টা পরেও দুষ্কৃতীদের হদিশ বের করতে পারল না পুলিশ। শনিবার সকালে গাঁধী রোডের একটি হোটেলের বন্ধ ঘর থেকে থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার ও অপরজন ওয়েটার ছিলেন। ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়ে তাঁদের। দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “তদন্ত হচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা যাবে বলে আশা করছি।”
|
বাসিন্দাদের জন্য বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ফালাকাটা। রবিবার ভোরে শহরের পুরনো চৌপথিতে একটি তিনতলা ভবনের নীচতলায় খাবারের দোকানে আগুন লাগে। সেই সময় দোকানটি বন্ধ ছিল। আগুন ছড়িয়ে পড়ায় ভবনের দোতলায় ওঠার একমাত্র সিঁড়ি দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে। দোকানের মালিক ও অপর একজন কর্মচারী দোতলায় আটকে পড়েন। কয়েকজন বাসিন্দা বাঁশের সাহায্যে দুইজনকে উদ্ধার করেন। বাসিন্দারা সাঁটার ভেঙে দোকানে ঢুকে জল দেওয়া শুরু করেন। টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, রেফ্রিজারেটর থেকে আগুন ছড়িয়ে পড়ে।
|
দীর্ঘদিন ভুগতে থাকায় আত্মঘাতী হলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে আমবাড়ি ফাঁড়ির বন্ধুনগরের সীতাগুড়ি গ্রামে। এ দিন সকালে রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আত্মঘাতী ওই যুবকের নাম কাজিমুল হক (২০)। |