|
|
|
|
গাড়ি আটকে চাঁদা তোলার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রাস্তা আটকে চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনিতে। অভিযোগ, মোহিতনগরের একটি পিকনিক দলের গাড়ি আটকে চাঁদা দাবি করে পাতকাটার কিছু যুবক। চাঁদা দিতে অস্বীকার করায় পিকনিক দলের ২ জন সদস্যকে মারধর করা হয়। এক ব্যাক্তির মাথা ফেঁটে গিয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। প্রশাসন সূত্রের খবর, জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১(ডি) জাতীয় সড়কের ওপরে তিস্তা সেতুতে মেরামতির কাজ চলছে। জেলা প্রশাসনের তরফে পাতকাটা-রঙধামালি রাস্তা দিয়ে বিকল্প পথে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। এর পরেই ওই রাস্তায় যান চলাচল বেড়ে যায়। স্থানীয় কিছু যুবক সেই সুযোগে চাঁদার জুলম শুরু করেছে বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা আটকে চাঁদা তোলার ঘটনা বরদাস্ত করা হবে না।” রবিবার সকালে মোহিতনগর এলাকার কিছু বাসিন্দা দুটি গাড়িতে করে গজলডোবা এলাকায় পিকনিকে করতে রওনা দেন। পাতকাটার রাস্তায় পিকনিকের গাড়িটিকে আটকে সরস্বতী পুজোর জন্য চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করতেই গাড়ির চালককে নামিয়ে এনে স্থানীয় যুবকেরা মারধর শুরু করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় পিকনিক দলের সদস্যদের ওপরেও সেই যুবকরা চড়াও হয়। অভিযোগ, মাসখানেক ধরেই পাতকাটা-রঙধামালির রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলার ঘটনা চলছে। কখনও বিচিত্রা অনুষ্ঠান, কখনও সরস্বতী পুজোর নাম করে একাংশ স্থানীয় যুবক চাঁদা তুলতে শুরু করেছেন। পাতকাটা এলাকার এক বাসিন্দা পেশায় শিক্ষক বলেন, “কিছু দিন ধরে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বেড়ে গিয়েছে। সে কারণেই এলাকারই কিছু যুবক চাঁদা আদায়ে নেমেছে। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া উচিত। ” |
|
|
|
|
|