টুকরো খবর
আটক ২১০ বস্তা চাল
পিকআপ ভ্যান বোঝাই ২১০ বস্তা চাল আটক করল পুলিশ। চাল পাচারের অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ছাতনা থানার অড়কোষা সেতুর উপরে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা ওই পিকআপ ভ্যানটি আটক করে। খবর পেয়ে পুলিশ যায়। পুলিশ জানিয়েছে, ২১০ বস্তা চাল আটক করা হয়েছে। চালগুলি অঙ্গনওয়াড়ি প্রকল্পের বলে মনে করা হচ্ছে। চাল পরিবহনের বৈধ কাগজপত্রও ছিল না। চালক পালিয়েছে। ধৃত স্বপন দত্তের বাড়ি ছাতনা থানার ঝাঁটিপাহাড়িতে। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় এক রেশন ডিলার চাল পাচার করছিলেন। পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “কোথায় পাচার করা হচ্ছিল এবং কারা যুক্ত খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

অবরোধ
কারখানা খোলা এবং বকেয়া বেতনের দাবিতে প্রায় সাত ঘণ্টা অবরোধ হয়েছে মধুকুণ্ডা-বাঁকুড়া সড়কে, সাঁতুড়ি থানার পোড়াডিহা গ্রামের কাছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টে পর্যন্ত অবরোধ করেন ওই স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের জেরে প্রায় দু’মাস ধরে সাঁতুড়ির ওই কারখানা বন্ধ আছে। শ্রমিক কাজল মুখোপাধ্যায়, কৃষ্ণা বাউরি, সনাতন টুডু, হরি মাণ্ডিদের অভিযোগ, “আমাদের প্রায় দু’মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্তাদের জানিয়েও সুরাহা হয়নি। তার উপরে কারখানা কর্তৃপক্ষ নোটিস দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।” পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান সাঁতুড়ির বিডিও ইন্দ্রনীল ভট্টাচার্য। তিনি বলেন, “সমস্যা সমাধানের জন্য আগামী ২৫ জানুয়ারি শ্রমিক, মালিক পক্ষকে নিয়ে বৈঠকে বসব।” এই আশ্বাস পাওয়ার পরে অবরোধ উঠে যায়।

নিখোঁজ প্রৌঢ়
হাসপাতালে আত্মীয়কে দেখতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক প্রৌঢ়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই প্রৌঢ় বছর পঞ্চান্নর সোমনাথ সোরেনের বাড়ি কাশীপুর থানার আসনবনি গ্রামে। গত ১৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ। তাঁর মার্শাল সোরেন বলেন, “আমার এক আত্মীয় আদ্রা রেলওয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁকে দেখতে ১৫ জানুয়ারি বেলা ১১টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বাবা আদ্রায় যাচ্ছিলেন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ শুরু করি। আদ্রা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি, বাবা ওখান থেকে বিকেল ৩টে নাগাদ বেরিয়ে এসেছেন। তার পরে আত্মীয়দের বাড়িতে খোঁজ করে কোথাও না পেয়ে ২১ জানুয়ারি কাশীপুর থানায় নিখোঁজ ডায়েরি করি।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

রসুলপুর উৎসব
শুরু হল ‘রসুলপুর উৎসব -২০১২’। রবিবার পাত্রসায়রের রসুলপুর গ্রামে পথ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) সুশান্ত চক্রবর্তী, ইন্দাসের বিডিও চয়নকুমার সাহা, পাত্রসায়রের যুগ্ম বিডিও সমীরণকৃষ্ণ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। উৎসব মঞ্চে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এই উৎসব শেষ হবে বুধবার।

উচ্চ মাধ্যমিকে উন্নীত
মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হল রাইপুর ব্লকের ঢেঙ্গান হাইস্কুল। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। স্কুলের প্রধান শিক্ষক গৌতমকুমার মহান্তি জানান, ১৯৫৪ সালে স্কুলটির প্রতিষ্ঠা করেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুরেন্দ্রনাথ মাণ্ডি। স্কুল প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়। তা উন্মোচন করেন মন্ত্রী।

স্কুলে অনুষ্ঠান
জেলা প্রশাসনের উদ্যোগে আজ, সোমবার পুরুলিয়া শহরের নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন, কর্মকাণ্ডের উপরে তথ্য চিত্র দেখানো হবে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি জানিয়েছেন, নেতাজির জন্মদিনে এক ঘণ্টার এই তথ্য চিত্র তিনটি ‘শো’তে দেখানো হবে।

গাড়িতে আগুন পুরুলিয়ায়
নিজস্ব চিত্র।
তেল ভরে পাম্প থেকে বেরনোর মুখে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল নিতুড়িয়া থানার সরবড়ি মোড়ে একটি পেট্রোল পাম্পের কাছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেল ভরার পরে গাড়িটি চালু হচ্ছিল না। ঠেলে গাড়ি চালু করার চেষ্টা করতে গেলে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়রা গাড়িটিকে ঠেলে সরিয়ে দেন। তাঁরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

শিক্ষিকার অপমৃত্যু
ছাত্রীনিবাসে মিলল শিক্ষিকার ঝুলন্ত দেহ। বাঁকুড়ার বিষ্ণুপুরের শিবদাস বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীনিবাস থেকে শুক্রবার রাতে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অঞ্জলি হাজরা (৫৭)। তিনি ইংরেজি পড়াতেন। বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষিকা ছাত্রীনিবাসেই থাকতেন। রাতের ছাত্রীনিবাসের কর্মীরা তাঁরা সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

শিক্ষা কনভেনশন
তৃণমূল শিক্ষা সেলের বিষ্ণুপুর মহকুমা শাখার প্রথম শিক্ষা কনভেনশন হল রবিবার পাত্রসায়র কলেজে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.