রবিবার থেকে মানবাজারে শুরু হয়েছে রাঙ্গামাটি মানভূম মিলন মেলা। চলবে বৃহস্পতিবার অবধি। এ দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মেলার শুরুতে রণপা-সহ মিছিল হয়। বিভিন্ন ক্লাবের কচিকাঁচারা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শহর পরিক্রমা করে। মেলা কমিটির সভাপতি তথা মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু বলেন, “এলাকার সাংস্কৃতিক বিকাশ ও চর্চার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।” |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উচ্চশিক্ষা সংসদের সহসচিব গুরুপদ সরেন, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো প্রমুখ।
এত দিন সিপিএমের বিধায়ক ও স্থানীয় সিপিএম নেতৃত্বের তত্ত্ববধানে মানভূম মেলা হত। তৃণমূল এ বার বিধানসভা নির্বাচনে জেতায় দাবি করেছিল, তাঁদের বিধায়ককে মেলার বিশেষ দায়িত্ব দিতে হবে। স্থানীয় সিপিএম নেতৃত্ব তা মানতে না চাওয়ায় তৃণমূল আলাদা ভাবে মেলা করার সিদ্ধান্ত নেয়। তারা মেলার নাম ঠিক করে ‘রাঙ্গামাটি মানভূম মিলন মেলা’। মানভূম মেলা অনুষ্ঠানে হাজির থাকা পরিবহন ও ক্রীড়ামন্ত্রী বলেন, “এই মেলা অনুষ্ঠিত হোক সিপিএম তা চায়নি। আগামী দিনেও মেলা করা হবে। আমি সব রকমের সহযোগিতা করব।” |