|
|
|
|
|
|
|
নিউট্রিশন কোথায় পড়ব? |
মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং পড়ছি। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করতে চাই। কোথায় পড়ব? ভর্তির শর্ত কী?
রূপারেখা সরকার, নদিয়া
আমেরিকায় এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পড়া যায়। এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (http://www.me.berkeley.edu/new/academics2.html), জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনলজি (http://www.catalog.gatech.edu/colleges/coe/me/grad/msme.php), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (http://meche.mit.edu/accademic/graduate/), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনলজি (http://www.me.cattech.edu/academies/admissions.html) ইউনিভার্সিটি অব মিশিগান অ্যান আর্বার (http://me.engin.umich.edu/students/admissions.shtml.)। ভর্তির শর্ত: ভাল স্নাতক ডিগ্রি, জি আর ই এবং টোয়েফল পরীক্ষার ভাল স্কোর।
|
|
টেক্সটাইল ডিজাইন নিয়ে ব্রিটেনে কোথায় এম এ, পি এইচ ডি করা যায়? ভর্তি হতে গেলে কী করতে হয়?
তরুণ মাইতি, মেদিনীপুর
ব্রিটেনে লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডিজাইনে ‘এম এসসি ইন অ্যাডভান্সড টেক্সটাইল অ্যান্ড পারফর্মান্স ক্লোদিং’ করা যেতে পারে। এডিনবরার হ্যারিয়ট-ওয়াট ইউনিভার্সিটির ‘স্কুল অব টেক্সটাইলস অ্যান্ড ডিজাইন’ চারটি পোস্টগ্র্যাজুয়েট কোর্স করায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নটিংহ্যাম ট্রেন্ট, লন্ডন মেট্রোপলিটান, হার্টফোর্ডশায়ার, বার্মিংহ্যাম সিটি, হাডার্সফিল্ড, রয়াল কলেজ অব আর্ট প্রভৃতি। সাধারণত প্রতিষ্ঠানগুলি ভর্তির শর্ত হিসেবে টেক্সটাইল ডিজাইনে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং আই ই এল টি এস পরীক্ষার স্কোর দাবি করে।
স্নাতক স্তরে নিউট্রিশন নিয়ে পড়তে চাই। আমেরিকায় কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে? স্কলারশিপের সুযোগ আছে?
পূলক সেন, বরাহনগর
আমেরিকায় বেশ কিছু প্রতিষ্ঠানে নিউট্রিশন এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে স্নাতকস্তরে পড়া যায়। যেমন, ওহায়ো স্টেট ইউনিভার্সিটিতে (www.osu.edu/academics) নিউট্রিশন, হিউম্যান নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ শিক্ষার্থীদের বার্ষিক ৫০ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। ফুড সায়েন্স, ডায়েটিটিক্স-এ স্নাতক ডিগ্রি পড়া যেতে পারে। কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে (http://www.kent.edu/) ‘নিউট্রিশন অ্যান্ড ফুড’ নিয়ে স্নাতক স্তরে পড়া যায়। কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে নিউট্রিশন, নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম নিয়ে ব্যাচেলর অব আর্টস/ সায়েন্স পড়ার ব্যবস্থা রয়েছে। স্কলারশিপের সুযোগ পাওয়া যাবে। ওয়েবসাইট www.case.edu/ined/nutrition/ps.html।
|
|
|
|
|
|