আর্থিক বিশ্লেষণই যখন চাকরি
খন কোন শেয়ার বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে, কখন কোন কোম্পানির অবস্থা ভাল, কোন সংস্থার শেয়ার কিনলে আগামী দিনে মুনাফা হতে পারে শেয়ার বাজারের এই সব বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা গবেষণা করে থাকেন তাঁদের বলা হয় সিকিয়োরিটিজ অ্যানালিস্ট। বলতে গেলে সিকিয়োরিটিজ অ্যানালিস্টদের গবেষণার তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্ট করে রাখাটা এই পেশার ক্ষেত্রে বাঞ্ছনীয়। তবে আর্থিক সংস্থা বা সংখ্যাতাত্ত্বিক গবেষণাগারে কিছু বছর কাজের অভিজ্ঞতা এই কর্মক্ষেত্রে খুবই উপযোগী হয়ে দাঁড়ায়।
বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেট তথা আর্থিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কোর্স করা যায়। যেমন, নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটস-এ (www.utiicm.com) সিকিয়োরিটিজ ম্যার্কেট -এ এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করায়। ইন্টারন্যাশনাল কলেজ অব ফিনানশিয়াল প্ল্যানিং-এ (www.icofp.org) ফিনানশিয়াল অ্যানালিসিস-এ এমবিএ-এর সঙ্গে সিকিয়োরিটিজ অ্যানালিসিস অ্যান্ড ট্রেডিং-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হয়। এ ছাড়া, মুম্বই স্টক এক্সচেঞ্জ ইনস্টিটিউট লিমিটেড-এ (www.bseindia.com/training/about.asp#) ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট, ডিবেঞ্চারজ-এর মতো নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

• কমার্স,অর্থনীতি, সংখ্যাতত্ত্ব ছাড়াও ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনলজি, ফার্মাসিতে স্নাতক বা স্নাতকোত্তর করে এই লাইন বেছে নেওয়া যায়।
• বিভিন্ন ব্রোকারেজ সংস্থা, বিনিয়োগকারী ব্যাঙ্ক তথা আর্থিক সংস্থায় সিকিয়োরিটিজ অ্যানালিস্টদের প্রচুর চাহিদ রয়েছে।
• ম্যানেজমেন্ট করে রাখাটা এই ধরনের পেশার ক্ষেত্রে বাঞ্ছনীয়।

ফোকাস


শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়

সৌমেন রানা, আরামবাগ

রিমোট সেন্সিং এবং জি আই এস পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে এবং পাস কোর্সে অঙ্ক থাকলে ভাল হয়। তবে, অঙ্ক না থাকলেও কিছু প্রতিষ্ঠানে এই কোর্সগুলি করা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জি আই এস এবং রিমোট সেন্সিং-এ ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স আছে। এটি সান্ধ্য কোর্স। যোগ্যতা: বি ই, বি টেক, বি এসসি, এম এসসি অথবা বি এ, এম এ (ভূগোলে)। প্রতি সেমেস্টারে সাধারণ প্রাথীর্দের ক্ষেত্রে কোর্স ফি ২৫ হাজার টাকা এবং স্পনসর্ড ছাত্রদের ক্ষেত্রে ফি ৩০ হাজার টাকা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (www.buruniv.ac.in) দূর-শিক্ষার মাধ্যমে এই বিষয়ে দু ’বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (www.vidyasagar.ac.in) জি আই এস এবং রিমোট সেন্সিং-এ ২ বছরের পুরো সময়ের এম এসসি কোর্স আছে। ভূগোলে স্নাতকোত্তর করা থাকলে আবেদন করা যায়। ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন (কলকাতা, ফোন: ২৩৩৪-৬৩৪১)-এ রিমোট সেন্সিং অ্যান্ড জি আই এস-এর কোর্স আছে। ইনস্টিটিউট অব জিয়োইনফরমেটিক্স অ্যান্ড রিমোট সেন্সিং (ফোন: ২৪৬০-২৫০১)-এ একটি দু’মাসের এবং আর একটি ছ’মাসের সার্টিফিকেট কোর্স আছে। দু’মাসের কোসর্টির জন্য লাগে সাড়ে চার হাজার টাকা আর ছ’মাসের কোর্সটির খরচ প্রায় ১৭ হাজার টাকা।
রাজ্যের বাইরে, দেরাদুনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এ (www.iirs.gov.in) এই বিষয়ে দশ মাসের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করা যায়। আন্না বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এ (http://www.annauniv.edu/RemoteSensing/courses.html) রিমোট সেন্সিং-এ এম টেক এবং পিএইচ ডি করা যাবে। এ ছাড়া, ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট (http://www.npti.in/) রিমোট সেন্সিং ও জিআইএস-এ এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স রয়েছে। বর্তমানে আবহাওয়া সংক্রান্ত কাজে, ভূগোল অথবা পরিবেশবিদ্যায় রিমোট সেন্সিং এবং জি আই এস-এর প্রয়োজনীয়তা যথেষ্ট। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ও সরকারি বেসরকারি স্তরে কাজের সুযোগ আছে।


মহাশ্বেতা সরকার, কলকাতা
এ রাজ্যে এক মাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ স্নাতকোত্তর পড়ানো হয়। ভারতে খুব কম সংখ্যক বিশ্ববিদ্যালয়েই বিষয়টি পড়ানো হয়। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (www.jnu.ac.in), পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় (www.pondiuni.edu.in), কেরালার মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয় (www.mgu.ac.in), অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়া যায়।
তবে, এই বিষয়ে মাস্টার্স পড়তে চাইলে অবশ্যই পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হতে হবে। অন্য কোন শাখা থেকে স্নাতক পাশ করে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ মাস্টার্স করা যাবে না। কিন্তু অন্য কোনও বিষয়ে মাস্টার্স করা থাকলে এই বিষয়ে গবেষণা করা যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এম ফিল ও পিএইচ ডি করতে পারবে ছাত্রছাত্রীরা। তবে তার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।


ঈপ্সিতা পাল, কৃষ্ণনগর

সংস্কৃত নিয়ে অনার্স পড়ার পর লিঙ্গুইস্টিক্স, জার্নালিজম, পালি, কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ অ্যান্ড লিটারেচার-এ এম এ পড়া যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তেমনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এম এ পড়া যাবে কম্পারেটিভ লিটারেচার ও ফিল্ম স্টাডিজে। কাজের ক্ষেত্রে এস এস সি দিয়ে স্কুলে চাকরি পাওয়া যায়, তা ছাড়া ‘নেট’ দিয়ে গবেষণা এবং অধ্যাপনা করা যায়। সুযোগ আছে নানান ভাষাশিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষকতার এবং অনুবাদের। এ ছাড়া, ডব্লু বি সি এস, আই এ এস, ব্যাঙ্ক, ইনশিয়োরেন্স ইত্যাদি কাজও করা যায়। সংস্কৃত গবেষণার ধারা বর্তমানে বেশ কিছুটা অন্য খাতে বইছে। কাব্য, ছন্দ ইত্যাদির পাশাপাশি ভারতীয় স্থাপত্য-সহ কনফুসিয়াসের দর্শনের সঙ্গে বিদুর, বশিষ্ঠ প্রমুখের বক্তব্যের তুলনামূলক আলোচনা করা হচ্ছে। আধুনিক সংস্কৃত লেখা, অর্থাৎ উনিশ-বিশ শতকের সংস্কৃতটাও উঠে আসছে আলোচনা স্তরে।
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.