|
|
|
|
বেলপাহাড়ি |
স্কুলের উন্নয়নে দেড় কোটি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নয়নে দেড় কোটি টাকা দিল পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। ওই টাকায় স্কুলে নতুন হস্টেল, শৌচাগার নির্মাণের পাশপাশি বিভিন্ন সংস্কারকাজ হবে।
পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা বলেন, “স্কুলটির অবস্থা সত্যিই খারাপ। স্কুল সংস্কারের জন্য সরকার ব্যবস্থা নেয়নি দীর্ঘ দিন। তাই আমার কাছে উন্নয়নের জন্য অর্থ চেয়ে আবেদন জানিয়েছিলেন কর্তৃপক্ষ। আমি দ্রুত মঞ্জুর করে দিয়েছি।”
তফসিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রীদের জন্য বেলপাহাড়িতে অবস্থিত এই সরকারি আবাসিক স্কুলটি দীর্ঘ দিন ধরেই নানা সমস্যায় ভুগছে। স্কুলের প্রধানশিক্ষিকার বদলির দাবিতে আন্দোলন করেছিল পড়ুয়ারা। পরে অবশ্য প্রধানশিক্ষিকার বদলিও হয়। সেই সময়ই স্কুলের উন্নয়নের দাবিতেও সোচ্চার হয়েছিল পড়ুয়ারা। এই আবাসিক স্কুলে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, রাজ্যের বিভিন্ন এলাকার তফসিলি উপজাতির ছাত্রীরা পড়াশোনা করেন। কিন্তু পরিকাঠামোর বড় অভাব। রান্নাঘরের অবস্থা খারাপ, খাওয়ার জন্য ঘর নেই। কয়েকশো ছাত্রী থাকে হস্টেলে। প্রয়োজনীয় শৌচাগার নেই। সংস্কারের অভাবে বেশিরভাগ শৌচাগারই নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। তারই সঙ্গে স্কুলের ভবন, হস্টেলসর্বত্রই নানা সমস্যা রয়েছে। দীর্ঘ আন্দোলনের পর রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর কিছু দিন আগে ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করে। ওই অর্থে স্কুলে উন্নয়নের কাজ শুরু হয়েছে। কিন্তু ওই টাকায় সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেই স্কুল কর্তৃপক্ষের দাবি। এই কারণে স্কুল কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের দ্বারস্থ হন। সেই মতো পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর আরও দেড় কোটি টাকা বরাদ্দ করেছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর তিনটি খাতে এই টাকা বরাদ্দ করেছে। নতুন দোতলা হস্টেল নির্মাণ করার জন্য প্রায় সাড়ে ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ‘টয়লেট ব্লক’ তৈরি করতে ১২ লক্ষ টাকা ও ভবনের ভগ্নপ্রায় অংশ সংস্কারে প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মন্ত্রী বলেন, “স্কুলের সার্বিক উন্নয়নের জন্যই ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। স্কুলের পরিকাঠামো ভাল হলে ছাত্রীরা পড়াশোনায় আরও ভাল ফল করবে।” |
|
|
|
|
|