ডেম্পো শীর্ষে, অভ্র অপরাজিত দশ ম্যাচে
ব্বিশ ঘণ্টাও লিগ শীর্ষে থাকতে পারল না ইস্টবেঙ্গল। হারতে হারতেও শেষ দু’মিনিটে জোড়া গোল করে ডেম্পো জিতে যাওয়ায় ট্রেভর মর্গ্যানের দলকে ফের নেমে যেতে হল দু’নম্বরেই। রবিবার দেশের তিন শহরের তিনটি ম্যাচের পর ওলট পালট হয়ে গেল আই লিগের পুরো টেবিল। মারগাওয়ে গোয়া ডার্বিতে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন সালগাওকর চলে এল এক ধাক্কায় অনেক উপরে। চার নম্বরে। কলকাতার দু’টো দল প্রয়াগ ও মোহনবাগানকেও টপকে গেল করিম বেঞ্চারিফার টিম। প্রয়াগ ইউনাইটেডের কাছে হেরে মোহনবাগান নামল সাতে। ইউনাইটেড থাকল পাঁচে। তবে মুম্বইতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ড্র করে পুণে এফ সি চলে এল ছয়ে। ডেম্পো জিতল ২-১ গোলে লাজংয়ের বিরুদ্ধে। পুণে এফ সি-এয়ার ইন্ডিয়া ম্যাচ ড্র হল ২-২ গোলে।
লিগ টেবিল ওলট-পালট হওয়ার পাশাপাশি আরও দুটি চমকপ্রদ ঘটনা ঘটল রবিবার। জোড়া গোল করে দলকে জিতিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে অনেক এগিয়ে গেলেন র্যান্টি মার্টিন্স। তাঁর গোল সংখ্যা হল ১৯। এর পরই রয়েছেন ওডাফা ওকোলি। মোহনবাগান স্ট্রাইকারের গোলসংখ্যা ১৪। র্যান্টির মতোই চমকে দিলেন অভ্র মণ্ডল। পুণে এফ সি-র গোল দাঁড়িয়ে টানা দশটি ম্যাচ অপরাজিত থাকলেন ইস্টবেঙ্গলের বাতিল অধিনায়ক। পুণেতে ফোনে ধরা হলে অভ্র বললেন, “রিজার্ভ বেঞ্চে বসে থাকতে থাকতে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলাম। সেটা ফিরে পেয়েছি এখানে এসে। আমাদের টিমও দারুণ খেলছে। আজও তো ৬৫ মিনিট পর্যন্ত দু’গোলে পিছিয়ে থেকে ড্র করেছি। আমি আসার পর পুণে কোনও ম্যাচ হারেনি। এটা ভাল লাগছে।”
শিলংয়ে ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে পর্যন্ত পিছিয়ে ছিল ডেম্পো। শিলং লাজংয়ের টুবোইয়ের গোলে ১-০ গোলে। ৮৮ মিনিটে র্যান্টি মার্টিন্স স্বমূর্তি ধরলেন। নাইজিরিয়ার স্ট্রাইকার ম্যাচ ১-১ করলেন ৮৮ মিনিটে। শেষ মিনিটে ফের গোল করেন র্যান্টিই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.