মেঘালয়কে হারিয়ে মূলপর্বে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুশ্চিন্তা কাটিয়ে মেঘালয়কে হারিয়ে বিসি রায় ট্রফির মূলপর্বে পৌঁছল বাংলা। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১-০ গোলে মেঘালয়কে হারাতে পেরেছে তারা। এ দিন ওই ম্যাচের ১৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান বাংলার রাজীব ঘোড়ুই। এর পর থেকে শেষপর্যন্ত দশ জনকে নিয়ে খেলতে হয়েছে বাংলার। ৭৫ মিনিটের মাথায় বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন অভিজিৎ বর্মন। সেই সুবাদেই মূলপর্ব রাউন্ড রবিন লিগে উঠল দীপক মণ্ডলরা। এদিন ম্যাচ জিততে কষ্ট হলেও খুশি কোচ প্রশান্ত চক্রবর্তী। তিনি বলেন, “শেষপর্যন্ত আমরা মূলপর্বে উঠতে পেরেছি। যদিও খেলায় বেশি গোলে জিতলে খুশি হতাম। এখন মূলপর্বের খেলাগুলিতে জেতাই আমাদের লক্ষ্য।” খেলার শেষে জার্সি নম্বর নিয়ে গোলমালের জেরে বাংলার কোচ প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে স্থানীয় আয়োজকদের এক কর্মকর্তার তর্ক হয়। বাংলার খেলোয়াড়দের একজনের জার্সি নম্বর ভুল লেখা রয়েছে বলে এক কর্মকর্তা কোচকে জানালে বিষয়টি তিনি ম্যানেজারকে জানাতে বলেন। তা নিয়েই তর্ক শুরু হয়। সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছে বলে আয়োজক সংস্থার কর্মকর্তারা দাবি করেন। এদিন খেলার শুরু থেকেই প্রচণ্ড চাপে ছিল বাংলা। |
মেঘালয়ের গোলে বাংলার হানা। রবিবার ছবিটি তুলেছেন সন্দীপ পাল। |
লিগের মূলপর্বে পৌঁছতে হলে এদিন জয় ছিনিয়ে নেওয়া ছাড়া অন্য কোনও রাস্তা ছিল না বাংলার। সেখানে মেঘালয় ম্যাচ ড্র করতে পারলেই মূলপর্বে পৌঁছনোর ছাড়পত্র পেয়ে যাবে, এরকম একটি পরিস্থিতিতে খেলার ১৫ মিনিটের মাথায় বাংলার এক ফুটবলার লাল কার্ড দেখে বাইরে চলে যায়। ১০ জন নিয়েই লড়াই চালিয়ে যায় বাংলা। খেলার ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকায় বাংলার আশা ক্ষীণ হয়ে আসে। শেষপর্যন্ত অভিজিৎ বর্মনের গোলে মূলপর্বে পৌঁছে যায় বাংলা। এদিন খেলায় দুই পক্ষের খেলোয়াড়রা কয়েক দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিসি রায় ট্রফি জুনিয়র জাতীয় ফুটবলে গ্রুপ লিগে ১৬টি দল ৪টি ক্লাস্টারে ভাগ করে খেলা চলছে। গ্রুপ লিগে থেকে প্রতি ক্লাস্টারের একটি করে দল উঠে আসবে। সি ক্লাস্টার থেকে এদিন হারিয়ে বাংলা মূলপর্বে পৌঁছয়। তাদের নিয়ে ২৫, ২৭ এবং ২৯ জানুয়ারি মূলপর্বের খেলাগুলি হবে। অপর একটি ম্যাচে এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পাঞ্জাব-মহারাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে দেয়। রানিডাঙ্গা মাঠে ঝাড়খন্ড ১-০ গোলে হারিয়েছে তামিলনাড়ুকে। তাতে গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে এ ক্লাস্টার থেকে মূলপর্বে উঠল ঝাড়খন্ড। রানিডাঙ্গা মাঠে অপর খেলায় মধ্যপ্রদেশ ৪-১ হারিয়েছে চণ্ডীগড়কে। |