অস্ট্রেলীয় ওপেনের এই ক’দিনের খেলা দেখে একটা ছবি পরিষ্কার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতে কোনও অসুবিধাই হবে না পাঁচ তারকার। এরা হল জকোভিচ, সঙ্গা মারে, নাদাল আর ফেডেরার। শেষ দু’জন ইতিমধ্যেই আমার কথা সত্যি করে তুলেছে। বাকিদের মধ্যে সঙ্গা আর মারের দিকে বিশেষ নজর রাখুন। যদিও জকোভিচ টুর্নামেন্টটা শুরু করেছে আদর্শ শীর্ষ বাছাইয়ের মতোই। মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে শেষ করছে। ঠোঁটে লেগে থাকছে ওর ট্রেডমার্ক স্মিত হাসি।
কোর্টে নামতেই অদ্ভুত ভাবে পাল্টে গেছে তারকাদের চেহারা। কোথায় গেল রজারের পিঠের চোট, ক’দিন আগেই দোহায় যেটা ওকে ভুগিয়েছিল? নাদালকে মন্থর করে দেওয়া ক্লান্তিটাও উধাও। গত সপ্তাহে জকোভিচও তো নাকি অতি পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল! এটাই গ্র্যান্ড স্লামের ম্যাজিক। নিজেদের শক্তি বাঁচিয়ে রাখে সবাই। এটাই চায় যে, সর্বোচ্চ মঞ্চে নিজেকে যাতে পুরোপুরি উজাড় করতে পারে।
মেয়েদের সিঙ্গলসে অবশ্য সামান্থা স্তোসুরের বিদায় স্থানীয় দর্শকদের পক্ষে হতাশাজনক। আমার মনে হচ্ছে,ও বছরের প্রথম গ্র্যান্ড স্লামের জন্য ঠিক তৈরি ছিল না। তবে মেয়েদের ড্র-টা ঠিক মতো হয়নি। যার পনেরো দিন ভাল কাটবে সেই চ্যাম্পিয়ন হবে এটা দর্শকদের জন্য খুব ভাল নয়। ওরা গ্যালারিতে আসে কোর্টে কাউকে রাজত্ব করতে দেখতে। একটু বেশি বয়সিদের মধ্যে সেরেনা আর ক্লিস্টার্স দারুণ ভাল করছে। এখন দেখার, ওরা নিজেদের ফিটনেস কতটা ধরে রাখতে পারে। যখন ওদের বিরুদ্ধে আরও কঠিন প্রতিপক্ষ হাজির হবে। |