অস্ট্রেলীয় ওপেনে প্রথম রবিবারটা ভারতীয়দের ভাল-খারাপে কাটল। পুরুষ ডাবলসে অবাছাই ইন্দো-চেক জুটি লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক কোয়ার্টার ফাইনালে উঠলেন। কিন্তু হেরে গেল মহেশ ভূপতি এবং রোহন বোপান্না-র নতুন ইন্ডিয়ান এক্সপ্রেস। পেজরা ৭-৫, ৭-৬ স্ট্রেট সেটে তৃতীয় বাছাই মাইকেল লোদরা এবং নেনাদ জিমোনজিককে হারিয়ে চমকে দিলেন। ২০০৪-এর পর ফের স্টেপানেককে নিয়ে খেলছেন পেজ। দুই বর্ষীয়ান ডাবলস বিশেষজ্ঞের টিম বছরের প্রথম টুর্নামেন্টেই অসাধারণ বোঝাপড়া কোর্টে দেখিয়ে বিশ্বের তৃতীয় সেরা জুটিকে বধ করল। তবে অন্য প্রি-কোয়ার্টারে চতুর্থ বাছাই ভূপতি-বোপান্না স্ট্রেট সেটে ৬-৭, ২-৬ মার্কিন জুড়ি স্কট লিপস্কি-রাজীব রামের কাছে হেরে বোঝালেন, চেন্নাইয়ের মতো মেলবোর্নেও দুই ভারতীয়ের মধ্যে এখনও তালমিল গড়ে ওঠেনি।
সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে ওঠার পথে রজার ফেডেরার নিজের পুরনো ছন্দ দেখিয়ে ৬-৪, ৬-২, ৬-২ হারালেন অস্ট্রেলিয়ার উনিশ বছর বয়সি প্রতিভা বার্নার্ড টমিচকে। এ বার সামনে প্রাক্তন গ্র্যান্ড স্লাম জয়ী দেল পোত্রো। চেনা ছন্দে ফিরছেন রাফায়েল নাদাল-ও। শেষ আটে বার্ডিচের মুখোমুখি হওয়ার পথে চতুর্থ রাউন্ডে নাদাল ৬-৪, ৬-৪, ৬-২ হারালেন স্পেনেরই ফেলিসিয়ানো লোপেজকে।
মেয়েদের সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন ক্লিস্টার্স অসাধারণ প্রত্যাবর্তনের লড়াই দেখিয়ে চিনের লি না-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রথম সেটেই বাঁ গোড়ালি মচকে যায় ক্লিস্টার্সের। রীতিমতো খোঁড়াচ্ছিলেন। মনে হচ্ছিল, ম্যাচই ছেড়ে দেবেন। দ্বিতীয় সেটের টাইব্রেকে চারটে ম্যাচ পয়েন্ট পেয়েছিলেন লি। কিন্তু সেই অবস্থা থেকে অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে গোড়ালির যন্ত্রণাকে জয় করে শেষ পর্যন্ত ম্যাচও জেতেন কন্যার জননী, তিরিশোর্ধ ক্লিস্টার্স ৪-৬, ৭-৬, ৬-৪। এবং বলেন, “অবশ্যই এটা আমার সেরা প্রত্যাবর্তন ম্যাচ।” শেষ আটে ক্লিস্টার্সের সামনে শীর্ষ বাছাই ওজনিয়াকি। |