বাউন্সভরা সবুজ পিচে ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে যখন ঠাট্টা-তামাশা চলছে অস্ট্রেলিয়া জুড়ে, তখন তার পাল্টা এল ধোনিদের শিবির থেকে। তবে ব্যাটে নয়, মুখে।
গৌতম গম্ভীর দেখতে চান, ভারতের ঘূর্ণি উইকেটে কতটা কাঠিন্য দেখাতে পারে ক্লার্কের অস্ট্রেলিয়া! দেখতে চান, ভারতকে ৩-০ উড়িয়ে দেওয়ার অস্ট্রেলীয়দের এই ‘টেম্পারামেন্ট’ তখন কোথায় থাকে! বলছেন, “প্রত্যেকটা টেস্ট আলাদা। স্পেশ্যাল। ভাল খেলার তাগিদটা সব সময় ধরে রাখতে হয়। আমাদের সেটা আছে। আর এই তাগিদটা না থাকলে ক্রিকেট খেলাই উচিত নয়।” সঙ্গে যোগ করেছেন, “প্রত্যেক দেশই নিজের শক্তি অনুযায়ী প্রস্তুতি নেয়। ঘরের মাঠে খেললে আমরাও আমাদের শক্তি অনুযায়ী প্রস্তুতি নেব। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এলে আমরাও ঘূর্ণি পিচ বানাব। তার পর দেখব ওদের টেকনিক আর টেম্পারামেন্ট কেমন থাকে!”
এখানেই কথাবার্তায় দাঁড়ি টানেননি গম্ভীর। ভারতীয় ওপেনার আরও জানিয়েছেন, ঘূর্ণি পিচ তৈরি করতে কোনও রকম দ্বিধা থাকা উচিত নয়। বলেছেন, “অস্ট্রেলিয়ার উইকেটে প্রচুর ঘাস থাকছে। যা কিনা সিমারদের সাহায্য করছে। তাই আমাদেরও ঘূর্ণি উইকেট তৈরি করতে ভয় পাওয়া উচিত নয়। তা হলেই আমরা জানতে পারব ওরা সত্যিই মানসিক ভাবে এতটা শক্তপোক্ত কি না। তখনই দেখা যাবে ওরা আমাদের টেকনিক নিয়ে আর কথাবার্তা চালাতে পারে কি না?” আর সচিনের শততম? গম্ভীরের কাছে সচিনের কীর্তির চেয়েও অনেক বেশি আকর্ষণীয় হবে দেশের জয়। বলেছেন, “সচিনের শততমের বদলে ভারত যদি টেস্ট জেতে, তা হলে আমার কাছে সেটা বেশি তৃপ্তির হবে।”
অন্য দিকে, অ্যাডিলেডে পাঁচ দিনের ম্যাচের আশা করছেন মাইকেল হাসি। ৩-০ এগিয়ে, ৪-০ হোয়াইটওয়াশের হাতছানি থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে একেবারেই ছোট করে দেখছেন না বাঁ-হাতি অস্ট্রেলীয় ব্যাটসম্যান। |