টুকরো খবর
আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই
স্থানীয় ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই। কোথাও সিএবি-র নির্বাসন ভেঙে ফেরা আম্পায়ার খারাপ আম্পায়ারিং করে আবার বিতর্কে জড়াচ্ছেন। কোথাও আম্পায়ারদের মারধরও খেতে হচ্ছে! নিয়মবিরুদ্ধ ভাবে পিচ কভার ব্যবহার করার জন্য দিন কয়েক আগেই নির্বাসিত হয়েছিলেন আম্পায়ার শান্তনু দে। ফিরে আসতেই তাঁর বিরুদ্ধে খারাপ আম্পায়ারিংয়ের অভিযোগ উঠল লিগের ভবানীপুর-ডালহৌসি ম্যাচে। ৩ উইকেটে ম্যাচ জেতে ডালহৌসি। ভবানীপুরের অভিযোগ, তাঁদের পক্ষে চারটি ক্ষেত্রে নিশ্চিত আউট দেননি আম্পায়ার। কুমোরটুলি (২৪৭) বনাম এরিয়ান (২৫১-৫) ম্যাচেও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ। কুমোরটুলি ক্ষুব্ধ, যে ভাবে শুরুতেই অনুপ চৌবের (১০৩ ন:আ:) কট বিহাইন্ড নাকচ করেন আম্পায়ার। দ্বিতীয় ডিভিশনে মোহনলাল-কাশীপুর ম্যাচে কর্তাদের ধাক্কাও খেতে হয়েছে আম্পায়ারদের। এ দিন জিতল কালীঘাট, আনন্দবাজার ও শ্যামবাজার।

দুই ম্যাঞ্চেস্টারের নাটকীয় জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাঞ্চেস্টারের যুদ্ধ তুঙ্গে। ইনজুরি টাইমের শেষ মিনিটে বালোতেল্লির পেনাল্টি গোলে টটেনহ্যামকে ৩-২ হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটি শীর্ষে রইল। ০-২ পিছিয়েও টটেনহ্যাম ২-২ করে। শেষ রক্ষা হয়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর এক বড় ম্যাচে ২-১ হারাল আর্সেনালকে। ২২ ম্যাচে সিটি (৫৪), ইউনাইটেড (৫১), টটেনহ্যাম (৪৬)। আর্সেনাল (৩৬) অনেক পিছনেই।

ফের রঞ্জি জয়ের মুখে রাজস্থান
টানা দু’বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মুখে রাজস্থান। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। কারণ বছর দু’য়েক আগেও প্লেটে খেলতে হয়েছিল রাজস্থানকে। সেখান থেকে এই উত্থান। প্রথম ইনিংসে রাজস্থানের তোলা বিশাল ৬২১ রান তাড়া করতে নেমে রবিবার ২৯৫ রান করে তামিলনাড়ু। এ দিন দীনেশ কার্তিক ১৫০ রানের ইনিংসটা না এলে দু’শোও পেরোত না তামিলনাড়ু। ফলো-অন না করিয়ে রাজস্থান দ্বিতীয় ইনিংসে ২১-০। সোমবার শেষ দিন।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে ৩১ রানে বীরভূমকে হারিয়ে জোন চ্যাম্পিয়ন হল বর্ধমান। প্রথমে ব্যাট করে বর্ধমান করে ৪৫ ওভারে ১৬৯-৭। দলের অভিষেক তামাং করে ৫৬, অভিজিৎ ভকত ৩৩ রান করেন। বীরভূমের শুভ মুখোপাধ্যায় ২৬ রানে তিন উইকেট দখল করে। পরে বীরভূম করে ৪৫ ওভারে ১৩৮-৮। পর্ণিক ঘোষ ৪১, মহম্মদ আসিফ ২২ রানে দুই ও দেবজ্যোতি মিশ্র ১০ রানে ২ উইকেট দখল করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবল টেনিস
সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় টিটিতে মেয়েদের বিভাগে রানার্স হয়েছে বর্ধমান। ছেলেরা পেয়েছে তৃতীয় স্থান। মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মেয়েদের ফাইনালে বর্ধমান চেন্নাইয়ের কাছে হারে ১-৩ সেটে। বর্ধমানের একমাত্র সেটটি এসেছে গার্গী নাগের দৌলতে। সেমি ফাইনালে বর্ধমান ৩-২ সেটে কলকাতাকে হারিয়েছে। ছেলেরা সেমি ফাইনালে চেন্নাই এসআরএন বিশ্ববিদ্যালয়ের কাছে ২-৩ সেটে হারলেও তৃতীয় স্থানের খেলায় ৩-০ সেটে হারায় রাজস্থানকে।

দুর্গাপুরে জাতীয় জুনিয়র ভলিবল
সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে ৩৮তম জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হল রবিবার বিকেলে। প্রতিযোগিতার আয়োজক তানসেন অ্যাথলেটিক ক্লাব। প্রতিযোগিতা চলবে সাত দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসপির সিইও পি কে বাজাজ, স্থানীয় সাংসদ সইদুল হক, মেয়র রথীন রায়। আয়োজকেরা জানান, সারা দেশ থেকে মহিলাদের ২৩টি এবং পুরুষদের ২৭টি দল যোগ দিয়েছে। প্রতিযোগীর সংখ্যা ৬৮৫ জন। সন্ধ্যায় স্টেডিয়ামে যান রাজ্যের ক্রীড়া মন্ত্রী মদন মিত্র।

অন্য খেলায়
অনূর্ধ্ব ১৪ টি-টোয়েন্টি সাব জুনিয়র ক্রিকেটে ফণীভূষণ সামন্ত অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভিডিওকন স্কুল অব ক্রিকেট। হাওড়ার বিডিএফসি মাঠে। পরিচালনায় উত্তর ব্যাঁটরা বালক সঙ্ঘ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.