নতুন বছরে স্বস্তি ফিরছে বাজারে
গোড়া থেকেই আশার আলো দেখাচ্ছে ২০১২। আবার যেন একটু একটু করে ফিরছে ভাল লাগার পরিবেশ। অভিশপ্ত এগারোকে পিছনে ফেলতে পেরে সবাই খুশি।
• প্রথমত, অনেক দিন প্রবল প্রতাপ দেখানোর পর শক্তি হারাচ্ছে অর্থনীতি ও শেয়ার বাজারের বড় শত্রু মূল্যবৃদ্ধি। এক বছর ৯ শতাংশের উপর থাকার পর গত ডিসেম্বরে তা নেমে এসেছে ৭.৪৭ শতাংশে। তলিয়ে গিয়েছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও।
• দ্বিতীয় সুখবর, ইউরোপে মন্দা চলা সত্ত্বেও ডিসেম্বরে ভারতের রফতানি বেড়েছে ৬.৭%। আর্থিক বছরের প্রথম ৯ মাসে বৃদ্ধির হার ২৫.৮%। বাণিজ্য মন্ত্রকের আশা, গোটা বছরে রফতানির পরিমাণ পৌঁছতে পারে ৩০,০০০ কোটি ডলারে।
• তৃতীয় সুখবর, ভারতীয় টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমা। কয়েক সপ্তাহ অতি দ্রুত বেড়ে ওঠার পর গত শুক্রবার ডলারের দাম নেমে এসেছে ৫০.৩২ টাকায়। ফলে স্বস্তি ফিরেছে আমদানি-নির্ভর শিল্পে। চাপ কমবে রাজকোষের উপরও।
কোম্পানি নিট লাভ

ডিসেম্বর ২০১১ ডিসেম্বর ২০১০
এইচডিএফসি ব্যাঙ্ক ১৪২৯ ১০৯০
হিরো মোটোকর্প ৬১৩ ৪২৯
বজাজ অটো ৭৯৫ ৬৬৮
উইপ্রো ১৪৫৬ ১৩১৯
অ্যাক্সিস ব্যাঙ্ক ১১০২ ৮৯১
জেএসডব্লিউ স্টিল ১৬৮ ৩৮২
জেট এয়ারওয়েজ -১০১ ১১৮
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ৪৪৪০ ৫১৩৬
টিসিএস (একত্রিত) ২৮০৩ ২২৭৯
এইচসিএল টেক ৫৭৩ ৪০১
কোটি টাকায়

• চতুর্থ সুখবর, এখনও পর্যন্ত প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিক কোম্পানি ফলাফল মোটের উপর ভাল। এই সব সুখবরে ভর করে গত ৩ সপ্তাহে সেনসেক্স বেড়েছে ৮%।
• পঞ্চম সুখবরের জন্য নজর মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির দিকে। মূল্যবৃদ্ধি কমায় রেপো রেট এখনই কমানো না-হলেও নগদ জমার অনুপাত বা সিআরআর হয়তো এক ধাপ কমবে। তা হলে বাড়বে টাকার জোগান, যা বাজারের পক্ষে সদর্থক।অন্য দিকে সুদ এবং সিআরআর কোনওটাই যদি সামান্যও কমানো না-হয়, তবে হতাশ হতে পারে শেয়ার বাজার।
আসা যাক তৃতীয় ত্রৈমাসিক কোম্পানি ফলাফলের কথায়। ইনফোসিস-এর ফলাফল এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাসে বাজার কিছুটা হতাশ হলেও লগ্নিকারীদের খুশি করেছে টিসিএস, উইপ্রো এবং এইচসিএল টেকনো-র ফলাফল। খারাপ ফলের প্রভাব রুখতে শেয়ার পুনঃক্রয় বা বাইব্যাক-এর টোপ দিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ভাল ফলাফলের তালিকায় আছে রুই-কাতলাদের অনেকেই: এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি, টিসিএস, উইপ্রো, হিরো, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক ইত্যাদি।
এখন সেনসেক্সের অবস্থান ১৬,৭৩৯ অঙ্কে। তার প্রাথমিক লক্ষ্য, আবার ১৭ হাজার অতিক্রম করা। যা অনেকটাই নির্ভর করবে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক কী ঘোষণা করে, তার উপর। তবে লাভে ফিরতে হলে আরও অনেকটাই উঠতে হবে বাজারকে। সবাই এখন তারই অপেক্ষায়। ওঠার পথে হোঁচট খেতে হতে পারে ইউরোপ থেকে কোনও খারাপ খবর এলে। এ ছাড়া সূচক ঊর্ধ্বমুখী হলে সংশোধনেরও সম্ভাবনা থাকবে। শেয়ার দর কিছুটা বেড়ে ওঠায় ন্যাভ-ও বাড়তে শুরু করেছে ইক্যুইটি-নির্ভর মিউচুয়াল ফান্ড ইউনিটের। খুশি না হলেও, স্বস্তি ফিরে পেয়েছেন অনেকেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.