টুকরো খবর
হলদিয়ায় পর্যটন-প্রসারে পিপিপি মডেলের ভাবনা
শিল্পশহর হলদিয়ায় পর্যটনের প্রসারে উদ্যোগী হচ্ছে হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)। সে কারণে শহরের সৌন্দর্যায়নের পরিকল্পনা তৈরি হচ্ছে। এ ক্ষেত্রেও নতুন সরকার পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ভরসা রাখছে। যে কারণে শিল্পসংস্থাগুলির কাছেও সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়ণে এগিয়ে আসার আহ্বান জানানো হবে। শনিবার হলদিয়া ভবনে এইচডিএ-এর বোর্ড-মিটিংয়ের শেষে এ কথাই জানালেন রাজ্যের নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন। বোর্ড-মিটিংয়ে উপস্থিত ছিলেন এইচডিএ-র চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, সিইও পি উলগানাথন, বিধায়ক শিউলি সাহা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা প্রমুখ। দেবাশিসবাবু বলেন, “নাগরিক-জীবনের মানোন্নয়ন চাইছি আমরা। শিল্পসংস্থাগুলির নিজস্ব চত্বর যাতে সংস্থাগুলি নিজেরাই সাজিয়ে নেন, সে জন্য আবেদন করা হচ্ছে।” বৈঠকে শিল্পশহর সংলগ্ন বালুঘাটা, কুকড়াহাটি ও গেঁওখালিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে এইচডিএ সূত্রে জানা গিয়েছে। প্রস্তাবিত পর্যটন কেন্দ্রগুলিও এ দিন দেবাশিসবাবু ঘুরে দেখেন। বিধায়ক শিউলি সাহা জানান, কুকড়াহাটি থেকে ফেরি-সার্ভিসের পাশাপাশি সাগরের মতো বার্জ তৈরি করে গাড়ি চলাচলের পরিকল্পনাও মঞ্জুর হয়েছে।

কৃষিজাত শিল্প পুনরুজ্জীবনে দায়িত্ব রাজীবকে
বাম জমানায় প্রায় ‘অকেজো’ হয়ে পড়া পশ্চিমবঙ্গ কৃষিজাত শিল্পোন্নয়ন নিগমকে চাঙ্গা করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যেই তিনি ওই নিগমটির চেয়ারম্যান করলেন তৃণমূলের তরুণ বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রথাগত শিল্পের বিকাশের পাশাপাশি জলসম্পদ উন্নয়ন নিগমের আওতাধীন ওই নিগমের মাধ্যমে কৃষিজাত শিল্পেরও পুনরুজ্জীবন ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পরে রাজীববাবু রবিবার বলেন, “সেচ-সহ নানা উপায় কাজে লাগিয়ে কৃষির বিকাশ ঘটানোর সঙ্গে সঙ্গেই কৃষিজাত সামগ্রী ব্যবহার করে শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব। এই ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর অর্পিত দায়িত্ব গ্রহণ করে এই সম্ভাবনাগুলিরই বাস্তবায়নের চেষ্টা করব।” পাশাপাশিই, বিদ্যুৎ তথা শক্তি দফতরের অধীনে ওয়েবরেডা-র পরিচালন কমিটির সদস্য করা হয়েছে রাজীববাবুকে। তিনিই ওই কমিটিতে একমাত্র বিধায়ক।

পর্যটনে এগিয়ে গুজরাত, দাবি অমিতাভের
পর্যটনে কেন্দ্রীয় সরকারকে হারিয়ে দিয়েছে গুজরাত সরকার। আজ ট্যুইটারে অনেকটা এ রকমই দাবি করেছেন অমিতাভ বচ্চন। গুজরাত পর্যটন মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অমিতাভ। ট্যুইটারে অমিতাভ লিখেছেন, “রাজ্যের এই সাফল্যে পর্যটনের সঙ্গে যুক্ত আমরা সবাই খুশি।” দেশে পর্যটন ব্যবসার উন্নতিতে কেন্দ্র কয়েক বছর আগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রকল্প চালু করেছে। গুজরাতে পর্যটন ব্যবসার শ্রীবৃদ্ধি কেন্দ্রের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-কেও ছাপিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন অমিতাভ। তিনি গুজরাত পর্যটন মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ায় অনেকেই নানা মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে অমিতাভ লিখেছেন, “আমার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা নানা মন্তব্য করেছিলেন এ বার তাঁদের চুপ করা উচিত।” পর্যটন নিয়ে কাল থেকেই দ্বিতীয় দফর প্রচার শুরু হবে। সেই উপলক্ষে গত কালই গুজরাতে পৌঁছে গিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.