একশো দিনের কাজের প্রকল্পে নিকাশি নালা সংস্কারের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে না। এই অভিযোগ তুলে অবিলম্বে পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে শো-কজ এবং সাসপেন্ড করার দাবি জানাল বিজেপি। এই দাবিতে শনিবার রামপুরহাট থানার খরবোনা গ্রামে দলীয় পতাকা পুঁতে নিকাশি নালার কাজ বন্ধ করে দেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের সঙ্গে গ্রামবাসীদের একাংশও ছিলেন। এলাকার বাসিন্দা তথা বিজেপির জেলা সম্পাদক স্বরূপ রতন সিংহ, দলের জেলা সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী, গ্রামবাসী বাবলু সাহা, বিকাশ চট্টোপাধ্যায়দের অভিযোগ, “গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যখন কাজ শুরু হয়েছিল, তখন থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ, নিকাশি নালা সংস্কারের জন্য গ্রামের একমাত্র চলাচলকারী রাস্তা কেটে দেওয়া হয়েছে।” তাঁরা জানান, এ ব্যাপারে বিডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই কাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম নিম্নমানের বলে তাঁরা অভিযোগ করেছেন। বিডিও শান্তিরাম গড়াই বলেন, “চালু করা কাজ এ ভাবে বন্ধ করা যায় না। নিকাশি নালা করার জন্য রাস্তার যে অংশ কাটা হয়েছে সেই অংশে সিমেন্টের স্ল্যাব দেওয়া হবে।” তবে নিম্নামানের অভিযোগ ঠিক নয় বলে দাবি বিডিও-র। যদিও অভিযোগকারীদের পাল্টা দাবি, বিডিও-র কাছে অভিযোগ জানানোর পরে পঞ্চায়েত থেকে নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হয়েছে। খরবোনা গ্রামটি রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির বনহাট পঞ্চায়েতের অন্তর্গত। পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অনিমেষ নন্দন বলেন, “গ্রাম উন্নয়ন সমিতি কাজটি দেখাশোনা করছে। আমার পক্ষে সব জায়গায় কাজ দেখাশোনা করা সম্ভব নয়। গ্রামবাসীদের একাংশ যে কাজটি বন্ধ করে দিয়েছেন তা আমার জানা নেই।” বিডিও বলেন, “কাজ যে বন্ধ করে দেওয়া হয়েছে, তা পঞ্চায়েত থেকে জানানো হয়নি। জানালে পঞ্চায়েত থেকে যেমন তথ্য আসবে সে রকম নির্দেশ দেওয়া হবে।” |