টুকরো খবর
মাওবাদী স্কোয়াড সদস্যের জেল হাজত
পরিশীলা মুর্মু। ছবি: দয়াল সেনগুপ্ত।
মাওবাদী স্কোয়াড সদস্য হিসেবে ধৃত পরিশীলা মুর্মুকে দুবরাজপুর আদালতে তোলা হল। তার বিরুদ্ধে খয়রাশোলে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ছিল। আদালত তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। ফের ৩ ফেব্রুয়ারি তাকে দুবরাজপুর আদালতে তুলতে নির্দেশ দেওয়া হয়। জেলাপুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “২০১০ সালে খয়রাশোলের ধাসুনিয়া পুলিশ ক্যাম্পের কাছে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় হয়েছিল। সে সময় কোন মাওবাদী সদস্য ধরা পরেনি। তবে কিছু কাগজপত্র ও রাইফেল উদ্ধার হয়েছিল। প্রাপ্ত কাগজপত্রের সূত্র ধরে পরিশীলা মুর্মুর নাম পাওয়া গিয়েছিল।” পরে রামপুরহাটে চিকিৎসা করাতে এসে গিরিডি পুলিশের হাতে ধরা পড়ে যায় এই মাওবাদী সদস্য। খয়রাশোলের ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের পুলিশ গিরিডির পুলিশের কাছে তাকে দুবরাজপুর আদালতে হাজির করানোর আবেদন জানিয়েছিল।

বেতনের দাবিতে অবরোধ
কারখানা খোলা এবং বকেয়া বেতনের দাবিতে প্রায় সাত ঘণ্টা অবরোধ হয়েছে মধুকুণ্ডা-বাঁকুড়া সড়কে, পুরুলিয়ার সাঁতুড়ি থানার পোড়াডিহা গ্রামের কাছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টে পর্যন্ত অবরোধ করেন ওই স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের জেরে প্রায় দু’মাস ধরে সাঁতুড়ির ওই কারখানা বন্ধ আছে। শ্রমিক কাজল মুখোপাধ্যায়, কৃষ্ণা বাউরি, সনাতন টুডু, হরি মাণ্ডিদের অভিযোগ, “আমাদের প্রায় দু’মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্তাদের জানিয়েও সুরাহা হয়নি। তার উপরে কারখানা কর্তৃপক্ষ নোটিস দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।” পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান সাঁতুড়ির বিডিও ইন্দ্রনীল ভট্টাচার্য। তিনি বলেন, “সমস্যা সমাধানের জন্য আগামী ২৫ জানুয়ারি শ্রমিক, মালিক পক্ষকে নিয়ে বৈঠকে বসব।” এই আশ্বাস পাওয়ার পরে অবরোধ উঠে যায়।

নিখোঁজের দেহ উদ্ধার
চারদিন ধরে নিখোঁজ থাকা এক বিএসএনএল কর্মীর মৃত দেহ মিলল। ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধারের পশ্চিমপ্রান্তে রবিবার দেহটি দেখতে পাওয়া যায়। মহম্মদবাজার থানার পুলিশ পরে গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃকের নাম মানিকচন্দ্র বাগদি (৫৯)। তিনি মাড়গ্রাম থানার বিএসএনএলের বিষ্ণুপুর অফিসের কর্মী ছিলেন। সিউড়ি থানার হোসনাবাদে তাঁর বাড়ি। বাইরে থেকে গেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বুধবার তিনি অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেননি। খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সিউড়ি থানায় তাঁর পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছিল। মৃত্যুর কারণ জানার জন্য দেহের ময়নাতদন্ত করা হবে।

ডিকি ভেঙে টাকা চুরি
এক ধান ব্যবসায়ীর মোটরবাইকের ডিকি ‘ভেঙে’ টাকা চুরি করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার ময়ূরেশ্বরের কোট গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে ধানের আড়তদার সামসুরজ্জোহা স্থানীয় একটি চালকল এবং ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাইকে করে বাড়ি ফেরেন। আড়তের সামনে বাইকে রেখে বাড়ি যান আড়তের চাবি আনতে। তিনি এসে দেখেন ডিকি ভাঙা, টাকা নিয়ে পালাচ্ছে মহম্মদবাজারের ঝালডাঙা গ্রামের দুই দুষ্কৃতী। তাঁর দাবি, “পিছু ধাওয়া করে ওই গ্রামে পৌঁছতে গ্রামবাসীরা বলেন, ‘সন্ধ্যা হয়ে গিয়েছে। শনিবার আসুন কিছু একটা করা যাবে।’ সেই মতো শনিবার ওই গ্রামে গিয়ে দুষ্কৃতীদের শনাক্ত করার পরে বাসিন্দারা বোমাবাজি করে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেন। ওই দিন ময়ূরেশ্বর থানায় অভিযোগ করেছি।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। ওই দুই দুষ্কৃতীদের খোঁজ চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম বলা যাবে না।

আলোচনাচক্র
বি আর অম্বেডকর-এর উপরে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হল খয়রাশোলের শৈলজা ফাল্গুনী স্মুৃতি মহাবিদ্যালয়ে। শনি ও রবি- দু’দিনের এই আলোচনা চক্রের উদ্যোগ নিয়েছিল যৌথভাবে খয়রাশোলের কলেজ ও বিশ্বভারতীর উইমেন স্টাডিজ বিভাগ। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দ মুখোপাধ্যায়। আলোচনাচক্রে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক।

সম্মেলন
রাজ্য বিদ্যুৎ পর্ষদের সিটু অনুমোদিত ওয়াকর্স মেন ইউনিয়নের ২৩তম জেলা সম্মেলন হল সিউড়িতে। রবিবার এই সেখানে ৩১জনের কমিটি গঠন হয়। সম্পাদক নির্বাচিত হন নির্মল দাস এবং সভাপতি হন শ্যামল মুখোপাধ্যায়।

পাট্টা বিলি
এলাকার ভূমিহীনদের পাট্টা বিলি করা হল। রবিবার বোলপুর মহকুমা শাসকের দফতরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিব রামদাস মিনা। বোলপুরের মহকুমা শাসক প্রবালকান্তি মাইতি, বিএলএলআরও আশিস চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.