|
|
|
|
|
|
|
কোন সব্জির কব্জিতে জোর বেশি |
ভোট হয়েছিল, সব্জিদের মধ্যে সেরা কে? জিনিয়াসরা ভারী সংখ্যায় ভোট দিয়েছে।
পড়েই দেখুন না, কে পেল গোল্ড আর কে ঘুঁটে... |
|
হিট |
ফ্লপ |
১ বেগুন
২ ফুলকপি
৩ বাঁধাকপি
৪ শিম |
১ ওলকপি
২ ক্যাপসিকাম
৩ বুড়ো মটরশুঁটি
৪ বিনস |
অঙ্কিতা দাস। নবম শ্রেণি, বর্ধমান পুর উচ্চ বালিকা বিদ্যালয় |
অঙ্কিতা, বুড়ো ছেড়ে ইয়াং মটরশুঁটি খাও, বলছি খারাপ লাগবে না। জানিও কিন্তু...
|
|
|
হিট |
ফ্লপ |
১ ফুলকপি
২ বাঁধাকপি
৩ এঁচোড়
৪ ডুমুর |
১ ক্যাপসিকাম
২ ওলকপি
৩ পুঁই মেটুলি
৪ হিংঞ্চে শাক |
অদ্রিজা বিশ্বাস। চতুর্থ শ্রেণি, হরিয়ানা বিদ্যামন্দির, সল্ট লেক |
ডুমুর, পুঁই মেটুলি, হিংঞ্চে, নামগুলো নিয়েই তো তুমি চমকে দিলে গো!
শুধু তোমার লিস্টেই পেলাম এ সব। বাঃ...
|
|
|
হিট |
ফ্লপ |
১ টুকটুকে টমেটো
২ মটরশুঁটি ছোট ছোট
৩ ক্যাপসিকাম গোলগাল
৪ গাজর কমলা-লাল |
১ চিড়েচ্যাপ্টা শিম
২ লিকপিকে বিনস
৩ পোকা ধরা ফুলকপি
৪ বিচ্ছিরি ওলকপি |
সহিফা মল্লিক। তৃতীয় শ্রেণি, গুরুনানক পাবলিক স্কুল, আন্দুল, হাওড়া |
আচ্ছা সহিফা, পোকা ধরা ফুলকপি তো ফ্লপ হবেই,
তুমি পোকা ছাড়া
কপি খেয়ে দেখো তো, ভাল লাগে কি না?
|
|
|
হিট |
ফ্লপ |
১ উচ্ছে
২ ফুলকপি
৩ আলু
৪ শাক |
১ বাঁধাকপি
২ গাজর
৩ পেঁয়াজ
৪ মুলো |
অভিথা নন্দী। দ্বিতীয় শ্রেণি, লরেটো ডে স্কুল |
এই তুমি তো দারুণ গো, উচ্ছে খেতে ভাল লাগে, তবে পেঁয়াজ ফ্লপ কেন?
|
|
|
হিট |
ফ্লপ |
১ ফুলমার্কস ফুলকপি
২ আদুরে আলু
৩ গুডবয় গাজর
৪ ঝক্কাস ঝিঙে |
১ উরিবাব্বা উচ্ছে
২ বিচ্ছিরি বেগুন
৩ মর্কট মুলো
৪ বিদঘুটে বিনস |
অনুস্মিতা বসু। ষষ্ঠ শ্রেণি, হুগলি গার্লস হাই স্কুল |
বোঝো কাণ্ড! বাঁ দিকে উচ্ছের জয় আর এ দিকে উচ্ছেকে ভয়??
|
|
|
হিট |
ফ্লপ |
১ গাজর (রংটা সুন্দর, খেতে ভাল)
২ ফুলকপি (এর ফুল খেতে বেশ)
৩ টমেটো (চাটনি দারুণ)
৪ মটরশুঁটি (যে কোনও সব্জির
সঙ্গে খেতে ভাল) |
১ বাঁধাকপি (বাঁধা থাকে, খেতে ভাল নয়)
২ মুলো (খেতে বিচ্ছিরি, বমি আসে)
৩ শিম (তেতো মনে হয়)
৪ বিট (খাবার বানালে টকটকে,
অখাদ্য রং হয়) |
প্রজ্ঞা ভট্টাচার্য। তৃতীয় শ্রেণি, আলোকতীর্থ কিন্ডারগার্টেন, তুফানগঞ্জ, কোচবিহার |
হায় রে! মুলোকে শেষে এই অপমান করলে
তুমি প্রজ্ঞা?
আর তুমি রং দেখে খাও নাকি গো?
|
|
|
|
|
|
সমস্ত ভোট মিলিয়ে
মেগা-চ্যাম্পিয়ন ফুলকপি |
আহা রে, ভোটের বিচারে
পেছন থেকে ফার্স্ট মুলো |
|
|
তোমাদের সব অ্যানুয়াল পরীক্ষা চলে এল তো। কিন্তু তা বলে সব সময় বইয়ে মুখ গুঁজে থাকবে?
মোটেই নয়। ভেবে নাও তোমরাই পরীক্ষা নিচ্ছ। কার কার পরীক্ষা তোমরা নেবে
আর কী
প্রশ্নই
বা
তাঁদের করবে? প্রশ্ন করতে পারো টিচারকে, মা-বাবাকে,
প্রিয় কুকুরকে,
ভগবানকে, যা ইচ্ছে।
লিখে পাঠিয়ে দাও ১১ ফেব্রুয়ারির মধ্যে। খামের উপর লেখো: ফেব্রুয়ারির জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১
|
|
|
|
|
|
|