|
মগজ মিটার |
কে জানে? |
|
কাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ‘তুমি আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব’
তাঁর এই উক্তি অনেক মানুষকে উদ্বুদ্ধ করে
ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে। |
|
|
১. নেতাজি কোন কলেজ থেকে দর্শনে স্নাতক হন?
২. আজাদ হিন্দ ফৌজ প্রথম কোন ভারতীয় শহরে তেরঙা পতাকা উত্তোলন করে?
৩. নেতাজি কোন গাড়িতে চেপে তাঁর এলগিন রোডের বাড়ি থেকে পালান?
৪. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক নেতাজিকে উৎসর্গ করেন? |
গত সপ্তাহের উত্তর |
১. দু’জন (কে এম কারিয়াপ্পা, শ্যাম ম্যাকেনশ) |
২. শংকর রায়চৌধুরী |
৩. কপিল দেব |
৪. বাংলাদেশ মুক্তিযুদ্ধ |
|
|
|
|
বর্ণচোরা |
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে।
|
প |
ই |
রূ |
নু |
পা |
র |
তু |
ত |
রা |
ণ |
য় |
উ |
ক |
র |
মা |
পা |
|
গত সপ্তাহের উত্তর: যথেচ্ছাচার,
ব্যঙ্গরচনা, শৈলশহর, গেরুয়াধারী। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
গত সপ্তাহের উত্তর: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো-র
প্রধানমন্ত্রী কমলাপ্রসাদ বিশ্বেশ্বর |
|
|
শুধু মানুষের হেডলাইন, আমাদের নিয়ে কোনও টেললাইন নেই!
ছবি: রামতাড়ু |
|
|