টুকরো খবর
সংরক্ষণের অভাব, বিপাকে চাষি
হিমঘরে জায়গা নেই। উৎপাদিত আলুর সিকি ভাগও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দক্ষিণ দিনাজপুরের চাষিদের মাথায় হাত পড়েছে। কৃষি দফতর সূত্রের খবর, এবার জেলায় প্রায় ৩ লক্ষ টন আলুর ফলন হয়েছে। হিমঘর রয়েছে মাত্র ৩টি। বালুরঘাটের মালঞ্চা এলাকার হিমঘরে ২০ হাজার টন, গঙ্গারামপুরের হিমঘরে ১৫ হাজার টন এবং কুশমন্ডি ব্লকের হিমঘরে প্রায় ১০ হাজার টন মিলিয়ে ৪৫ টন আলু সংরক্ষণ করা সম্ভব। তার উপরে বৃষ্টিতে আলু নষ্ট হতে বসেছে। এই পরিস্থিতিতে কার্যত জলের দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। বালুরঘাটের পতিরামের চাষি সামসুদ্দিন মন্ডল, জলঘর অঞ্চলের চাষি উপেন বর্মন আক্ষেপের সুরে বলেন, “আলু সংরক্ষণের ব্যবস্থা নেই। তার উপর দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় ২ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছি। রাতের ঘুম উড়ে গিয়েছে।” উদ্বিগ্ন জেলা কৃষি অধিকর্তা প্রণব বেরাও। তিনি বলেন, “জেলার আটটি ব্লকে গড়ে তিন লক্ষ টন আলু উৎপাদন হয়। এ বছরেও প্রচুর আলু উৎপাদন হয়েছে। সেই আলু সংরক্ষণে প্রয়োজনীয় হিমঘর নেই। বৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে। জেলায় অন্ততপক্ষে ৭/৮টি হিমঘরের প্রয়োজন।” তা না হলে আলু চাষিদের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব নয় বলে স্বীকার করে নিয়েছেন জেলার কৃষি অধিকর্তা। চাষিদের বক্তব্য, “এক বিঘা জমিতে আলু উৎপাদন করে ১৮-২০ হাজার টাকা আয় হত। এখন ৮ থেকে ১০ হাজার টাকার বেশি আসছে না। আর বিঘা প্রতি খরচই রয়েছে ১০ হাজার টাকার মত। এই টাকা দিয়ে ঋণ শোধ করে কী ভাবে সংসার চলবে জানি না।” জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “কৃষি দফতরের আলোচনা হয়েছে। জেলায় আরও ৮টি হিমঘর তৈরির প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”

রেলপথে অবরোধ
লেভেল ক্রসিংয়ের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার ইসলামপুর থানার গুঞ্জরিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা প্রায় ৩ ঘন্টা ট্রেন অবরোধ করে রাখে। এর ফলে আটকে পড়ে আপ ক্যাপিটাল এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে আটকে পরে কামাখ্যাগুড়ি-পুণে এক্সপ্রেসও। আটকে পড়েন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার কেশবচন্দ্রও। আলুয়াবাড়ি স্টেশন পরিদর্শনের পরে বারসই যাওয়ার পথে তিনি আটকে পড়েন। বাসিন্দারা তাঁর সঙ্গে কথা বলার পরে অবরোধ তুলে নেন। ওই এলাকার বাসিন্দা মহম্মদ আজমল বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা ওই এলাকায় লেভেল ক্রসিংয়ের দাবি করে আসছিলাম। আজ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাই।” উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বলেন, “কাটিহার ডিভিশনের আওতায় ৬০টির মতো লেভেল ক্রসিংয়ের কাজ হচ্ছে। এলাকাবাসীকে একটু অপেক্ষা করতেই হবে। আলুয়াবাড়ি স্টেশনে ১৩টি এক্সপ্রেস ও ৪টি প্যাসেঞ্জার ট্রেনের স্টপ রয়েছে। নতুন করে ট্রেন দাঁড় করানোর ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করতে হবে।”

আদালতে বিড়ি কারখানার মালিকের ২৩ লক্ষের দাবি
গৌড় এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামরা থেকে উদ্ধার হওয়া ২৩ লক্ষ টাকার দাবি জানালেন মুর্শিদাবাদের এক বিড়ি কারখানার মালিক শাহজাহান বিশ্বাস। শুক্রবার ওই বিড়ি সংস্থার টাকার দাবি জানিয়ে মালদহ আদালতের দ্বারস্থ হয়েছেন। গত বৃহস্পতিবার সাফাই করতে গিয়ে শীততাপ কামরা থেকে সাফাই কর্মী সীমা রাই ওই টাকা উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেন। শাহজাহান বিশ্বাস বলেন, “ওই মহিলার জন্য টাকা ফেরৎ পেতে চলেছি। আদালতে আবেদন জানিয়েছি। টাকা ফেরত পেলে ওই মহিলাকে একটি পাকা ঘর তৈরি করে দেব।” রেল পুলিশের মালদহ টাউন স্টেশনের আইসি সুজিত ঘোষ বলেন, “এক বিড়ি কোম্পানীর মালিক ট্রেন থেকে উদ্ধার হওয়া ২৩ লক্ষ টাকা নিজের বলে দাবি করেছেন। উনি আদালতে আবেদন করেছেন। আমরা আদালতে রিপোর্ট জমা দেব। আদালতের নির্দেশে কাজ করা হবে।” বিড়ি সংস্থার মালিক বলেন, “জমি কেনার জন্য এক ভাইপোকে দিয়ে গত বুধবার গৌড় এক্সপ্রেসে টাকা পাঠিয়েছিলাম। বিকেলে ভাইপোর কাছে টাকা চাইতে গেলে সে টাকার ব্যাগ ট্রেনে ফেলে এসেছে বলে জানায়। বিষয়টি ইংরেজবাজারের বিধায়ক তথা বন্ধু কৃষ্ণেন্দু চৌধুরীকেও জানিয়েছি। এদিন রেল পুলিশের কাছেও গিয়েছিলাম।” তবে আধুনিক ব্যাঙ্কিংয়ের যুগে কেন এই বিপুল পরির্মানের টাকা ব্যাগে করে পাঠানো হচ্ছিল তা রেল পুলিশ খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া টাকা কোন ব্যাঙ্ক থেকে কবে তোলা হয়েছিল তা অবশ্য ঠিকঠাকভাবে ওই বিড়ি কোম্পানির মালিক পুলিশকে জানাতে পারেনি বলে রেল পুলিশের দাবি।

হলদিবাড়িতে পুরসভা ঘেরাও
স্থায়ী রিকশা স্ট্যান্ড এবং নতুন লাইসেন্স বিলি-সহ ৫ দফা দাবি নিয়ে হলদিবাড়ি পুর অফিস ঘেরাও করল আইএনটিইউসির সমর্থক চালকেরা। শুক্রবার ওই স্মারকলিপি দেওয়া হয়। রিকশা ও ভ্যান চালকেরা পূর্ত দফতর এবং পুরসভার জায়গা যারা দখল করে আছে তাদের হঠানো, ফুটপাত দখলমুক্ত করা, মিষ্টির দোকানের বর্জ্য রাস্তায় ফেলা বন্ধ করার দাবি জানানো হয়। আইএনটিইউসির ব্লক সভাপতি অভিজিৎ সিংহ বলেন, “দাবি না মানা হলে আরও বড় আকারের আন্দোলন করা হবে।” পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “স্থায়ী রিকশা স্ট্যান্ডের জন্য জায়গা খোঁজা হচ্ছে। তা পেয়ে গেলে স্ট্যান্ড তৈরির কার শুরু হবে।”

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার মিলনপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় দত্ত (৩০)। বাড়ি ইসলামপুর থানার ব্লক পাড়া এলাকায়। রাতে ইসলামপুর থানার মিলনপল্লি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

শিবির
জাল নোট ও ভুয়ো আমানত সংগ্রহকারী চেনানো এবং ঋণদান করা সংস্থাগুলির সম্পর্কে স্কুল ছাত্রছাত্রী ও বাসিন্দাদের সচেতন করতে শিবির চালু করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার হলদিবাড়ি গার্লস হাই স্কুলে একটি শিবির করা হয়। এই সংস্থার তরফে জানানো হয়, হলদিবাড়ি হাই স্কুল, সবজি হাট এবং বইমেলায় শিবির হবে। হলদিবাড়ি বইমেলায় রিজার্ভ ব্যাঙ্কের স্টল হয়েছে।

যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার
নিষিদ্ধপল্লি থেকে তরুণীকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে কোচবিহার কোতোয়ালির প্রিয়গঞ্জ কলোনি এলাকায় ওই ঘটনা ঘটেছে। শিলিগুড়ি থেকে এক তরুণীকে এনে জবরদস্তি আটকে রাখা হয়েছে বলে একটি সংস্থা অভিযোগ জানায়।

জন্মদিন পালন
প্রয়াত প্রাক্তন মন্ত্রী কমল গুহের ৮৪ তম জন্মদিন পালিত হল দিনহাটায়। শুক্রবার স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধা জানান, কোচবিহারের ফরওয়ার্ড ব্লক সাংসদ নৃপেন রায়, পুত্র বিধায়ক উদয়ন গুহ, অক্ষয় ঠাকুর প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.