উত্তর দিনাজপুর জেলায় রেল পরিষেবার উন্নয়নের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিল ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। শুক্রবার বিকালে সংগঠনের একটি প্রতিনিধি দল ডালখোলা স্টেশনে গিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার কেশব চন্দ্রের সঙ্গে দেখা করে জেলার রেল পরিষেবার উন্নয়নের দাবিতে স্মারকলিপি জমা দেয়। জেনারেল ম্যনেজার এদিন সরকারি কাজে ওই স্টেশনে গিয়েছিলেন। অবিলম্বে দাবি পূরণ না-হলে জেলা জুড়ে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সংগঠনের তরফে জেনারেল ম্যানেজারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। স্মারকলিপিতে রায়গঞ্জে রেক পয়েন্ট তৈরি করা, রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন চালু, কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের যাতায়াতের সময় ২ ঘন্টা করে পিছিয়ে ২টি স্লিপার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়াও, ডালখোলা ও আলুয়াবাড়ি স্টেশনে বিভিন্ন দুরপাল্লার ট্রেনের স্টপ দেওয়ার পাশাপাশি রাধিকাপুর দিল্লিগামী দৈনিক সীমাঞ্চল এক্সপ্রেস চালু করার দাবিও জানানো হয়। জেনারেল ম্যানেজার জানান, ব্যবসায়ীদের দাবি খতিয়ে দেখে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের অভিযোগ, রায়গঞ্জে রেকপয়েন্ট না থাকায় ব্যবসায়ীদের ডালখোলা রেকপয়েন্ট থেকে বিভিন্ন পণ্যসামগ্রী সংগ্রহ করে তা ট্রাকে চাপিয়ে জেলার বিভিন্ন বাজারে নিয়ে যেতে হয়। রাধিকাপুর নিউ জলপাইগুড়ি ট্রেন চালু না হওয়ায় রায়গঞ্জ মহকুমার বাসিন্দাদের বাসে চড়ে শিলিগুড়ি যাতায়াত করতে হয়। ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত সোম বলেন, “উত্তর দিনাজপুর জেলা বরাবরই রেল পরিষেবার দিক থেকে পিছিয়ে পড়েছে। ব্যবসায়ীরা গত প্রায় ২ বছর ধরে রাস্তায় নেমে আন্দোলন করার পর বহু বার স্মারকলিপি পাঠালেও কোনও লাভ হয়নি।” ব্যবসায়ীদের ওই সংগঠন ছাড়া এদিন একই দাবিতে রায়গঞ্জ নাগরিক সমিতির তরফেও জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সমিতির সম্পাদক তপনকুমার চৌধুরী জানান, দাবিপূরণ না হলে তাঁরাও টানা আন্দোলনে নামবেন বলে এদিন জেনারেল ম্যনেজারকে জানিয়ে দিয়েছেন। |