টুকরো খবর |
বন্ধ দলমোড় বাগান খুলছে |
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
টানা চার মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে ডুয়ার্সের দলমোড় চা বাগান। শুক্রবার বীরপাড়ার সহকারী শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকের পর ১০০ দিনের প্রকল্পের কাজ দেওয়ার শর্তে বাগান খোলার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। আগামী সোমবার সকাল থেকে ফের বাগানটি চালু করার কথা জানিয়েছেন মালিকপক্ষ। সহকারী শ্রম আধিকারিক অমিয় দাস বলেন, “তিন বছর ধরে ১০০ দিনের কাজ দেবে জেলা প্রশাসন। প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে সপ্তাহে ছয় দিন শ্রমিকরা কাজ পাবেন।” গত বছর ২৭ সেপ্টেম্বর কাজে শৃঙ্খলা না থাকার অভিযোগে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে চলে যান মালিকপক্ষ। মালিক বাগান ছাড়ায় বিপাকে পড়েন ১২৩০ জন শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন। ইতিমধ্যে বাগানের শ্রমিকদের জমানো টাকা শেষ হয়ে ঘরে চরম অভাব দেখা দিচ্ছিল। এনইউপিডব্লিউ নেতা মণি ডারনাল ও আর এস পি চা শ্রমিক নেতা গোপাল প্রধান জানান, টানা চার মাস বাগান বন্ধ থাকার ফলে শ্রমিকদের ঘরে অভাব দেখা দেয়। মালিক বাগানটি পুনরায় চালু করার সিদ্ধান্তে শ্রমিকরা খুশি। ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সচিব প্রবীর ভট্টাচার্য বলেন, “কয়েক বছর আগে বাগানটিতে বছরে ১০ হাজার কেজি চা উপাদন হত। শেষে তা নেমে দাড়ায় আড়াই হাজার কিলোয়। জমি ও শ্রমিকের আনুপাতিক হার অত্যন্ত বেশি। তবে প্রশাসন ১০০ দিনের প্রকল্পের কাজ দিতে রাজি হওয়ায় কর্তৃপক্ষ বাগানটি চালু করতে রাজি হয়েছেন।”
|
বিয়ের দাবি, ধর্নায় তরুণী |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
|
ছবি তুলেছেন রাজকুমার মোদক। |
টানা ১০ বছর ধরে সম্পর্ক রাখলেও বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক তরুণী। শুক্রবার সকাল থেকে ধূপগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে ওই তরুণী ধর্নায় বসায় এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। ধূপগুড়ি থানার আইসি সুভাষ প্রধান বলেন, “প্রেমিক কেন বিয়ে করল না তা নিয়ে পুলিশের কিছু করার নেই। সে কথা ওই তরুণীকে জানিয়েছি। এ ঘটনা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।” ওই তরুণীর বাড়ি ব্লকের মাগুরমারী গ্রামে। ১৪ নম্বর ওয়ার্ডের গৃহশিক্ষক তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখলেও কিছু আগে অন্য এক মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই তরুণী জানতে পারেন। এর পরে বিয়ের দাবিতে সকালবেলায় ধর্নায় বসেন তিনি। ঘটনার পরে পালিয়েছেন যুবক ও তাঁর বাবা, মা।
|
বিজেপি’র স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অষ্টম পর্যন্ত পাশ ফেল তোলা প্রত্যাহার, পঞ্চায়েত স্তরে কাজ ও সহায়ক মূল্যে সর্বত্র ধান কেনার দাবি জানিয়ে শুক্রবার বিজেপি’র দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যপালের কাছে স্মারকলিপি পাঠানো হল। শিলিগুড়ির অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি পাঠানো হয়। বিজেপি’র অভিযোগ, ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে পাশ-ফেল তোলা না হলেও রাজ্য সরকার বাংলা মাধ্যমের স্কুল থেকে পাশ ফেল তুলে দিতে চাইছে। এর ফলে অসাম্য আরও বাড়বে। তাদের আরও অভিযোগ, নয়া সরকার আসার পরে গ্রামে কাজ কমছে। ধানের সহায়ক মূল্য না মেলায় কৃষকদের আত্মহত্যার ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না-হলে আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক নন্দন দাস বলেন, “রাজ্যপাল হস্তক্ষেপ না করলে জেলা জুড়ে আন্দোলন হবে।”
|
প্রতারণার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
সোনার ব্যবসায় বিনিয়োগ করে এক লক্ষ টাকা পিছু ২০ হাজার টাকা সুদ দেওয়ার প্রলোভন দিয়ে এলাকার ব্যবসায়ীদের একাংশের ৬৪ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের শামুকতলা থানা এলাকার মধ্য পারোকাটা গ্রামে। প্রতারিত ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই দম্পতি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সোনার ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি নিয়মিত সুদের টাকা ফিরিয়ে দিচ্ছিলেন। তাতেই উৎসাহিত ব্যবসায়ীরা বিনিয়োগের পরিমাণ বাড়িতে দেন। তার পরে গত ৪ জানুয়ারি থেকে ওই দম্পতি সুদ ও আসল ফেরত দেওয়া বন্ধ করেন বলে অভিযোগ। প্রতারিত ব্যবসায়ীরা এই ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করার পরে ততদন্ত শুরু হয়েছে। স্থানীয় বিডিও এবং মহকুমাশাসকের কাছেও ব্যবসায়ীরা অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, গত বুধবার ওই ব্যবসায়ীরা টাকা ফেরত চাইতে গিয়ে ওই দম্পতির বাড়িতে গিয়ে মারধর ও হামলা করেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। অভিযুক্ত দম্পতি শান্তা ও বিনয় দাসের বক্তব্য, এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে তাঁরা সোনার ব্যবসায় টাকা বিনিয়োগ করতেন।” ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, “আমি ওই দম্পতির কাছ থেকে টাকা নিইনি। চক্রান্ত করে আমায় ফাঁসানো হচ্ছে।”
|
বৈঠক পণ্ড পানিঘাটার চা বাগানে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মালিকপক্ষ যোগ না দেওয়ায় পানিঘাটা চা বাগান খোলার ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে গিয়েছে। শুক্রবার শিলিগুড়িতে শ্রম দফতরের অফিসে বৈঠক হওয়ার কথা ছিল। বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। কিন্তু মালিকপক্ষের তরফে ওই বৈঠকে কেউ হাজির হননি। অ্যাসিট্যান্ট লেবার কমিশনার রথীন সেন বলেন, “পানিঘাটা চা বাগান কর্তৃপক্ষের তরফে একটি ফ্যাক্স পাঠিয়ে দুই সপ্তাহ সময় চেয়ে পাঠানো হয়েছে। তা শ্রমিক প্রতিনিধিদের জানানো হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।” এদিকে, বাগান খোলার দাবিতে আজ, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন শুরু করবে গোর্খা জনমুক্তি মোর্চা। সংগঠনের পানাঘাটা-লোহাগড় জোনাল কমিটির সভাপতি জিৎমান তামাং জানান, গত ২৬ ডিসেম্বর শ্রমিক অসন্তোষের কথা জানিয়ে চা বাগান বন্ধ করে দেন মালিকপক্ষ। তার ফলে বাগানের ৯৭৫ জন শ্রমিক পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন। তিনি বলেন, “দ্রুত বাগান খোলার দাবিতে বাগানের সামনেই রিলে অনশন চলবে।”
|
কারাদণ্ডের নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
খুনের দায়ে বানারহাটের এক বাসিন্দাকে কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার দুর্গা ভাগোয়ার নামে এক চা শ্রমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁকে ৬ বছরের কারাদণ্ড দেন জেলা আদালতের অতিরিক্ত জেলা জজ (তৃতীয় কোটর্র্) স্বপন দত্ত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে ১৮ অক্টোবর বানারহাট থানার চাপর লাইন এলাকায় চা শ্রমিক রাম কাঁচুয়াকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। দুর্গা ভাগোয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। সরকারি আইনজীবী বিপ্লব দে বলেন, “কারাদন্ডের সঙ্গে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ মাসের কারাদন্ড।
|
নিরাপত্তায় কড়া নজর |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্স উৎসবকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মহকুমাশাসক অমলকান্তি রায় এবং পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়। মহকুমাশাসক উৎসব কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জানান, উৎসবকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এলাকায় ১৫টি ক্লোজ সার্কিট টেলিভিশন বসানো হবে। কমিটি সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি ডুয়ার্স উৎসব শুরু হবে। ২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। মিঠুন চক্রবতী, বাবুল সুপ্রিয়, অভিজিৎ-এর মতো তারকারা যোগ দেবেন। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান তথা উৎসব কমিটির সাধারন সম্পাদক দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “২০১২ ডুয়ার্স উৎসবে প্রচুর ভিড় হবে আশা করছি। প্রথম দিন ৫০০০০ টিকিটের ব্যবস্থা থাকবে।”
|
৪ জনের যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডাইন সন্দেহে চা শ্রমিককে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল চার ব্যক্তির। শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট) অমিত চট্টোপাধ্যায় ওই রায় দিয়েছেন। শাস্তিপ্রাপ্ত চার ব্যক্তির নাম বারতিয়া ওরাঁও, জকরু ওরাঁও, লক্ষ্মণ ওরাঁও এবং গোপাল ওরাঁও। ২০০০ সালে ডুয়ার্সের জয় বীরপাড়া চা বাগানের শ্রমিক জয়তু ওরাঁওকে ডাইন ঘোষণা করে কিছু দুষ্কৃতী স্ত্রী ও ছেলের সামনে খুন করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে এলাকার ৯ জনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে ৫ জন ছিল নাবালক। জুভেনাইল কোর্টে তাঁদের বিচার চলছে।
|
মিটার বক্সে ধোঁয়া স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুলের কর্মীদের তৎপরতায় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল শিলিগুড়ির সেবক রোড এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। এদিন দুপুর ১টা নাগাদ সর্ট সার্কিট থেকে স্কুলের ইলেকট্রিক মিটার বক্স থেকে ধোঁয়া বার হতে শুরু করলে আতঙ্ক সৃষ্টি হয়। খবর দেওয়া হয় দমকলে। তবে সওয়া ১টা নাগাদ দমকল কর্মীরা পৌঁছবার আগেই স্কুলের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে দেন। পরে দমকল কর্মীরা মিটার বক্স পরীক্ষা করে দেখে ফিরে গেলে স্বস্তি ফেরে। দমকল সূত্রে জানা গিয়েছে, সর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটে।
|
অবৈধ পার্কিং নিয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায় বেআইনি পার্কিংয়ের অভিযোগকে কেন্দ্র করে ফের ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। তাঁদের অভিযোগ, বিধান মার্কেটের নানা এলাকায় এলাকায় মোটর বাইক থেকে শুরু করে ছোট বড় গাড়ি সারাদিন দাঁড় করিয়ে রাখায় যানজট হচ্ছে। বিধান মার্কেট লাগোয়া রাজা রামমোহন রায়, সেন্ট্রাল ব্যাঙ্ক লাগোয়া রাস্তা দিনভর যানজটে বন্ধ থাকছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
|
স্মারকলিপি |
অষ্টম পর্যন্ত পাশ ফেল তোলা প্রত্যাহার, পঞ্চায়েত স্তরে কাজ ও সহায়ক মূল্যে সর্বত্র ধান কেনার দাবি জানিয়ে শুক্রবার বিজেপি’র দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যপালের কাছে স্মারকলিপি পাঠানো হল। শিলিগুড়ির অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি পাঠানো হয়। তাদের আরও অভিযোগ, নয়া সরকার আসার পরে গ্রামে কাজ কমছে। ধানের সহায়ক মূল্য না মেলায় কৃষকদের আত্মহত্যার ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না-হলে আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক নন্দন দাস বলেন, “রাজ্যপাল হস্তক্ষেপ না করলে জেলা জুড়ে আন্দোলন হবে।”
|
ওয়ার্ড উৎসব শুরু কাল |
রবিবার শিলিগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে বার্ষিক ওয়ার্ড উৎসব ছন্দ। ওয়ার্ডের কাউন্সিলর মুকুল সেনগুপ্ত জানান, মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হবে। উৎসব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
|
শাস্তির দাবি |
গৃহবধূ কবিতা দেবনাথের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করে সভা করল সন্তান দল। বৃস্পতিবার শামুকতলার তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার নূরপুর গ্রামে সভা করে তারা। সম্প্রতি ওই গ্রামের গৃহবধূর উপর তার শ্বশুরবাড়ির সদস্যরা অত্যচার চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
১৭ দফা দাবি |
প্রধান শিক্ষকের শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের দাবি-সহ ১৭ দফা দাবিতে জলপাইগুড়ির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিকে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের জেলা কমিটির তরফে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, “বিভিন্ন বিষয়েই দাবি জানানো হয়েছে।” |
|