২১ ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে কথকতা আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছিল। ছড়া ছাড়া, ছন্দযুদ্ধ, ভোরাই, পুজোর ছুটি, ভূত নয় সে ভূতের মতো, আমরা নতুন, আমরা কুঁড়ি, ছেলেবেলা এবং প্রাণের ঠাকুর রবি ঠাকুর শিরোনামে মোট ৮টি পর্বে অনুষ্ঠান। সবই সমবেত আবৃত্তি। অংশগ্রহণ করেন সংযুক্তা চক্রবর্তী, পূর্বাশা দাস, আয়ূষী ঘোষ, রক্তিম রায়, পৌষালী হালদার সহ অনেকেই। পরিচালনায় কর্ণধার অমিতাভ ঘোষ। অতনু চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রনাথের উৎসর্গ এবং স্বামী বিবেকানন্দের ইংরেজি রচনার বাংলা রূপান্তরের আবৃত্তি ছিল শ্রুতিমধুর। প্রশংসা পেয়েছে পার্থপ্রতিম পানের আবৃত্তি। কবিতার নৃত্যায়নে অমিতাভ ঘোষের আবৃত্তি ও গৌরাঙ্গ মণ্ডলের নৃত্য ভাবনা সুন্দর। ছিলেন মুক্তি ছন্দ, সুমিতা দত্ত, অঘোর ভট্টাচার্য, শোভনা দে, শুভায়ন দাস।
|
শুক্রবার হলদিবাড়ি বইমেলার অনুষ্ঠান মঞ্চে ‘হলদিবাড়ির সাংস্কৃতিক জগৎ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নামক একটি আলোচনা সভা হয়েছে। এতে অংশ নেন পরিতোষ রায়, সমরেন্দ্র নারায়ন দে, চন্দন রায় ও অশোক রায়প্রধান। নাটক তো বটেই সংস্কৃতির নতুন-পুরানো মিলিয়ে বিভিন্ন দিক বক্তারা সভায় তুলে ধরেন। এদিন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শান্তিনগর ইউনিক ক্লাব এবং ক্ষুদিরাম পল্লির চতুরঙ্গ ক্লাব।
|
গত ১৮ ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ির বলাকা নাট্যগোষ্ঠী ‘রিয়্যালিটি শো’ এবং ‘শালবনীর শ্যামা’ নাটক দুটি মঞ্চস্থ করে। ছিলেন বিমান দাশগুপ্ত, কল্যাণ দাশগুপ্ত, অনুজকুমার নন্দী, অলোকা বড়াল, কঙ্কনা চৌধুরী, পার্থ ধর, যূথিকা নন্দী, জয়দীপ বড়াল, উত্তম দাস সহ অনেকেই। সহযোগী শিশুশিল্পী আম্রপালী বড়াল। এ ছাড়া রূপসজ্জায় কালীদাস চট্টোপাধ্যায় এবং শক্তিপদ আইচ, আবহে রূপক দে সরকার, আলোয় বিমান দাশগুপ্ত ও কণ্ঠশিল্পী অভিষেক পাল। কল্যাণ দাশগুপ্তের পরিচালনায় নাটক দুটি প্রশংসা পায়।
|
সম্প্রতি প্রকাশিত হল ‘একলব্য’ ত্রৈমাসিক পত্রিকার নববর্ষ সংখ্যা, এ বার ৩০ বছরে পড়ল। পত্রিকা সম্পাদক প্রকাশ শাসমল জানান, নবীন লেখক-লেখিকাদের অন্বেষণই এই পত্রিকার উদ্দেশ্য। অনেক নবীন প্রতিভা এই পত্রিকার মাধ্যমে আত্মপ্রকাশ করতে পেরেছে। পাশাপাশি, উত্তরবঙ্গের প্রবীণ সাহিত্যিকদের লেখাও এই প্রত্রিকায় প্রকাশিত হয়।
|