মায়ের ইচ্ছা পূরণে দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় বই তুলে দিল মেয়ে। গত ১৭ মে মৃত্যু হয় বসিরহাটের সুজয় চক্রবর্তীর স্ত্রী নূপুরদেবীর। অসুস্থতা কেড়ে নিয়েছিল পদার্থ বিজ্ঞানের এই কৃতী ছাত্রী তথা নাট্যকর্মীর জীবন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বাবা, মেয়ের উদ্যোগে সম্প্রতি স্থানীয় টাউন ক্লাবের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ফুটবলার মিহির বসু, বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ। সুজয়বাবু জানান, স্ত্রী সুযোগ পেলেই অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। ইচ্ছা ছিল দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। সেই ইচ্ছা পূরণেই এই উদ্যোগ। বসিরহাটের ১০টি স্কুলের ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণির ১৩০ জন ছাত্রছাত্রীদের হাতে বই-খাতা তুলে দেওয়া হয়। অন্যদিকে, বাদুড়িয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অনুষ্ঠানে স্থানীয় ৬টি স্কুলের প্রায় ১২শো ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয়।
|
ধর্ষণ করে খুনের দায়ে যাবজ্জীবন |
এক কিশোরীকে ধর্ষণ করে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ডায়মন্ড হারবার আদালত। শুক্রবার ওই আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক সুবোধকুমার বটব্যাল রায়দিঘির গায়েনপাড়ার বাসিন্দা সন্দীপ পুরকাইতকে ওই সাজা শোনান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালের ২৩ মে রাতে গায়েনপাড়ার বছর ষোলোর সোনালি মণ্ডল তার মামিমার সঙ্গে গ্রামেই একটি গানের অনুষ্ঠান শুনতে গিয়েছিল। প্রতিবেশী সন্দীপ ওই অনুষ্ঠান থেকে সোনালিকে ডেকে নিয়ে যায়। কিন্তু সোনালি আর বাড়ি ফেরেনি। পর দিন সকালে সোনালির বাড়ির লোকজন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেন। পরে গ্রামেরই একটি পুকুর থেকে সোনালির দেহ মেলে। সোনালির মামা সন্ন্যাসী গায়েন ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। এ দিন রায় বেরনোর পরে সন্দীপের আইনজীবী সুব্রত নারায়ণ নাগ বলেন, “আমরা উচ্চ আদালতে যাব।” |