একের পর এক চুরি ডাকাতির ঘটনার পর এবার বড়সড় ছিনতাইয়ের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাবরায়।
শুক্রবার দুপুরে হাবরা প্ল্যাটফর্ম থেকে এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দিলীপ কুমার পাল। বাড়ি নদিয়ার শান্তিপুরের চৌগাছা পাড়া এলাকায়। বনগাঁ জিআরপিতে দিলীপবাবুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তদন্তে সাহায্য করছে হাবরা থানার পুলিশও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই ব্যবসায়ী ট্রেনে করে বনগাঁ আসেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় শিয়ালদহ লোকালে উঠে তিনি হাবরা যাচ্ছিলেন। সাড়ে ১২টা নাগাদ হাবরা স্টেশন থেকে নামার সময়ে তাঁকে কয়েকজন ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি পড়ে যান। চশমাটিও ছিটকে যায়। ভিড়ের মধ্যে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি দুষ্কৃতীরা ছিনিয়ে পালায়। চিৎকার করেও কোনও লাভ হয়নি। পরে খবর পেয়ে হাবরার ব্যবসায়ীরা ছুটে আসেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর ব্যাগে ৭ লক্ষ ২৮ হাজার টাকা ছিল। হাবরার ব্যবসায়ী নিরঞ্জন সাহার কাছ থেকে চাল, গম কিনবেন বলে তিনি ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে নিয়ে আসছিলেন। তাঁর অভিযোগ প্রথমে জিআরপিকে অভিযোগ জানানো হলেও তারা অভিযোগ নিতে চায়নি। পরে বিভিন্ন মহলে বিষয়টি জাননোর পর বনগাঁ জিআরপিতে অভিযোগ নেওয়া হয়। হাবরা বাজার চাল গম ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল সাহা বলেন, “ এর ফলে আর কেউ চাল গম কিনতে হাবরায় আসবেন না। ব্যবসা উঠে যাবার আশঙ্কা করছি আমরা।” আজ শনিবার পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে এলাকার মানুষ এবং ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের পর যদি দুষ্কৃতীরা গ্রেফতার না হন তবে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গোপালবাবু বলেন, “সম্প্রতি একটি সর্ষের তেলের গোডাউন থেকেও কয়েক লক্ষ টাকা ডাকাতি হয়েছে। তার আগে একটি সিগারেটের গোডাউন থেকে কয়েক লক্ষ টাকার সিগারেট চুরি হয়। দিন কয়েক আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পথে লক্ষাধিক টাকা লুঠ হয় এক ব্যক্তির। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। |