টুকরো খবর
সাফাইকর্মী নেই, জল জমছে নালায়
সাফাইকর্মী না থাকায় বন্ধ হয়ে পড়ে রয়েছে লক্ষাধিক টাকা ব্যায়ে তৈরি ড্রেন। ডোমকল মহকুমা শহরে এক পশলা বৃষ্টিতেই জল জমে যাচ্ছে বাজারের বিভিন্ন রাস্তায়। ফলে দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায়। ডোমকল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এত বড় এলাকার এত ড্রেন পরিস্কার রাখার জন্য সমিতির পক্ষ থেকে সাফাইকর্মী রাখা সম্ভব নয়। অন্যদিকে ডোমকল পুরসভা না হওয়ায় পঞ্চায়েতের পক্ষ থেকেও ওই দায়িত্ব নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। এক যুগ আগে ডোমকল মহকুমা তৈরি হলেও তা পৌরসভা হয়নি এখনোও। লোকসংখ্যা থেকে বাজারের পরিধি সব বাড়লেও পরিকাঠামোই গড়ে ওঠেনি। ফলে রাস্তার আলো থেকে ড্রেন সাফাই সব সমস্যাই রয়েছে। ডোমকল চেম্বার অফ কমাসের্র সভাপতি পাবর্তী শঙ্কর নন্দী বলেন, “এই সমস্যা দীর্ঘ দিনের। বাড়ির আবজর্না, মাটি নানা কিছু ফেলায় জল আটকে যায় বারবার। প্রশাসনকে বলেও কোন সুরাহা হয়নি।” ডোমকলের আজিমগঞ্জগোলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সুজাতা মণ্ডল বলেন, “এত সাফাই কর্মী রাখা ও তাদের মাইনে দেওয়া পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়।”

রাস্তা বেহাল চাপড়ায়
চাপড়ার সুঁটিয়া থেকে সীমান্ত সংলগ্ন ফুলবাড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে যাতায়াত ও যানবাহন চলার পক্ষে অনুপযুক্ত হয়ে পড়েছে। বহু দিন আগে ইট দিয়ে প্রায় তিন কিলোমিটারের এই রাস্তা তৈরি হয়েছিল। রাস্তা এখন এতটাই বেহাল যে রাস্তার পাশ দিয়ে সাইকেল, রিক্সা চালাতে বাধ্য হন গ্রামবাসীরা। হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ঠান্ডু শেখ বলেন, “সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় ওই রাস্তায় পিচ ফেলা হবে। প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে।”

লছিমনের দাপট
তেহট্ট মহকুমা জুড়ে বেআইনি যন্ত্রচালিত ভ্যান বা লছিমনের দাপট ক্রমে বেড়েই চলেছে। বাসকর্মীরা থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষও তার প্রতিবাদ করলেও প্রশাসনের উদাসীনতার জন্যই বেআইনি এই ভ্যানের এত রমরমা। বিপজ্জনক ঝুঁকি নিয়ে এই ভ্যানে চেপেই যাতায়াত করছেন মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। কোথাও আবার স্কুল ভ্যান হিসাবেও এই লছিমনগুলোকেই ব্যবহার করা হচ্ছে। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘অবিলম্বে বেআইনি ভ্যানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

ট্রাকের ধাক্কায় মৃত্যু
নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর গৌরনগরের কাছে একটি নবদ্বীপগামী ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে নাড়ুগোপাল ঘোষ (১৯) নামে এক যুবকের। তাঁর বাড়ি চরব্রক্ষনগরের পূর্বপাড়ায়। গৌরাঙ্গ সেতুর নীচে সাইকেলে করে মেলা দেখে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী জয়ন্তী দেবনাথ। তাঁকে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চাকদহে অস্ত্র-সহ গ্রেফতার যুবক
চাকদহের শিমুরালির ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে রেজাবুল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.