বনভোজনে না গিয়ে সেই টাকায় দুঃস্থ শিশুদের জন্য কম্বল কিনলেন বেহালা অঞ্চলের দশ জন যুবক। এঁদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক -এর সম্পাদক স্বামী সর্বভূতানন্দের অনুপ্রেরণায় ও চিকিৎসক সমরজিৎ নস্করের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে যুবসমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ইন্দ্রকলা গ্রামে ১২৫ জন দুঃস্থ শিশুর হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
|
প্রতি বছরের মতো এ বারও সুভাষগ্রাম পৌর ময়দানে আয়োজন করা হয়েছিল পৌষ মেলার। সাত দিন ধরে এই মেলা চলেছিল। মেলায় ছিল বিভিন্ন শিল্প সামগ্রীর স্টল। মেলা প্রাঙ্গণে প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এ বার এই মেলা তেরো বছরে পা রাখল।
|
শিক্ষাপ্রাঙ্গণ ‘কলুষিত’ হওয়ার বিরুদ্ধে সম্প্রতি গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে গড়িয়াহাট পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। পদযাত্রার আগে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে গান ও কবিতা পাঠ হয়।
|