টুকরো খবর
বনভোজনে না গিয়ে সেই টাকায় দুঃস্থ শিশুদের জন্য কম্বল কিনলেন বেহালা অঞ্চলের দশ জন যুবক। এঁদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক -এর সম্পাদক স্বামী সর্বভূতানন্দের অনুপ্রেরণায় ও চিকিৎসক সমরজিৎ নস্করের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে যুবসমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ইন্দ্রকলা গ্রামে ১২৫ জন দুঃস্থ শিশুর হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।

প্রতি বছরের মতো এ বারও সুভাষগ্রাম পৌর ময়দানে আয়োজন করা হয়েছিল পৌষ মেলার। সাত দিন ধরে এই মেলা চলেছিল। মেলায় ছিল বিভিন্ন শিল্প সামগ্রীর স্টল। মেলা প্রাঙ্গণে প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এ বার এই মেলা তেরো বছরে পা রাখল।

শিক্ষাপ্রাঙ্গণ ‘কলুষিত’ হওয়ার বিরুদ্ধে সম্প্রতি গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে গড়িয়াহাট পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। পদযাত্রার আগে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে গান ও কবিতা পাঠ হয়।

‘নন্দন কথা’ আয়োজিত ‘আবৃত্তির রবীন্দ্রনাথ’ শীর্ষক এক অনুষ্ঠানে জগন্নাথ বসু।
সম্প্রতি জীবনানন্দ সভাঘরে। ছবি: শুভাশিস ভট্টাচার্য

স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে কাঁকুড়গাছির যোগদ্যান মঠে
আয়োজিত এক অনুষ্ঠানে পূর্বায়ণ চট্টোপাধ্যায়। ছবি: অর্কপ্রভ ঘোষ

সুতানটি পরিষদের চোরবাগান আঞ্চলিক কমিটির ২০তম বার্ষিক সঙ্গীত সম্মেলন।
অনুষ্ঠানে ছিলেন পূর্ণিমা চৌধুরী, অশ্বিনী ভিদে দেশপাণ্ডে, অভিমন্যু লাল ও বিধা লাল।
সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে। ছবি: সুমন বল্লভ

শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের ১৭৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চলছে শ্রীরামকৃষ্ণ মেলা।
সর্বধর্ম সমন্বয় মঞ্চের উদ্বোধন করেন প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন। ছিলেন মিশনের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দ।
মেলায় থাকছে মিশন বিদ্যালয়ের বার্ষিক প্রদর্শনী এবং ভেষজ উদ্ভিদ পরিচয় নিয়ে কর্মশালা। আগামীকাল মেলার
শেষ দিনে থাকছে প্রভাতফেরি। দুপুরে মেলা প্রাঙ্গণে হবে নরনারায়ণ সেবা। ছবি: পিন্টু মণ্ডল

শিক্ষার্থীদের সঙ্গে অর্কেস্ট্রা তৈরি করছেন ‘ভায়োলিন ব্রাদাসর্’-এর দেবশঙ্কর ও জ্যোতিশঙ্কর।
সম্প্রতি সল্টলেকের ‘ডোরেমি মিউজিক অ্যাকাডেমি’তে। ছবি: অর্কপ্রভ ঘোষ

বজবজের ১৩ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবর্ষে মূর্তির আবরণ উন্মোচন করেন
দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সঙ্ঘের মহাসচিব ব্রহ্মচারী মুরাল ভাই। রয়েছেন ১৩ নম্বর ওয়ার্ড
বিবেকানন্দ স্মরণ কমিটির চেয়ারম্যান গণেশ ঘোষ, বজবজ পুরসভার চেয়ারম্যান ফুলু দে,
বিধায়ক অশোক দেব। মূর্তিটি নির্মাণ করেন বাদল পাল। ছবি: পিন্টু মণ্ডল

স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবর্ষ পালন করল বোড়ালের দক্ষিণ শ্রীপুর এলাকার স্টুডেন্টস ক্লাব। জন্মদিনে ক্লাব প্রাঙ্গণে
বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সম্পাদক স্বামী যুগেশ্বরানন্দ। সারা দিন
ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় স্কুল স্টুডেন্টস অ্যাকাডেমির পড়ুয়ারা। বিবেকানন্দকে নিয়ে
একটি তথ্যচিত্র দেখানো হয় এই অনুষ্ঠানে। এ বছর স্টুডেন্টস ক্লাবের সুবর্ণ জয়ন্তী।

অজয় চক্রবর্তীর ৬০তম জন্মদিন উপলক্ষে ‘শ্রুতিনন্দন’ আয়োজিত এক অনুষ্ঠানের
আগে স্ত্রী চন্দনা চক্রবর্তীর সঙ্গে শিল্পী। সম্প্রতি কলামন্দিরে। ছবি: শুভাশিস ভট্টাচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.