ক্লিক অর প্রেস
মুশকিল আসান

অয়ন দত্ত
যায়। পদ্ধতি এই রকম
১) পেনড্রাইভটিকে বুটেবল করুন। এতে ইনস্টলেশন ফাইলগুলি কপি করা সম্ভব হবে। এর জন্য USB_ Multiboot _10.cmd! ডাউনলোড করুন।
২) ইনস্টলেশন পাথ c:\usb_multiboot_10.cmd!
৩) পেনড্রাইভটি লাগান। মনে রাখবেন, এ বার পেনড্রাইভে জমা রাখা তথ্য মুছে যাবে। তাই আগে থেকে ব্যাকআপ রাখবেন।
৪) এ বার USB_ Multiboot _10.cmd! রান করুন। বার প্রম্প্ট অনুযায়ী কাজ করুন।
৫) ওখানে Format utility এলে FAT 16 বেছে নিন।
৬) ১ এবং ২ নম্বর অপশন বেছে নিন। না জানলে এর বেশি কিছু করবেন না।
৭) সব হলে ৩ নম্বর অপশন বেছে নিন। এটি পেনড্রাইভে ইমেজ তৈরি করে দেবে। পেনড্রাইভটি বুটেবেলও হবে।
৮) এ সময়ে যে সব প্রশ্ন আসবে সব ক’টির উত্তর হ্যাঁ দেবেন।
৯) ইনস্টল হওয়ার পরে পেনড্রাইভটি বার করে এনে যে কম্পিউটারে XP লোড করতে চান সেখানে লাগান।
১০) যতক্ষণ না XP-র লগইন স্ক্রিন দেখতে পাচ্ছেন ততক্ষণ পেনড্রাইভ সরাবেন না।

অনির্বাণ দাস
প্রথমে FAT32 ফর্ম্যাটকে মুছে দিতে হবে। তার পরে FAT ফর্ম্যাটে পার্টিশন করতে হবে। পার্টিশন করার জন্য PartitionMagic, PartitionIT মতো কয়েকটি টুল পাওয়া যায়। এই ধরনের টুলগুলি আগের ফর্ম্যাট মুছে দিয়ে নতুন ফর্ম্যাট তৈরি করে দেয়। তবে কিছু করার আগে সব সময় ব্যাকআপ নিয়ে রাখবেন। মনে রাখবেন FAT বা FAT 16-এ XP ভাল কাজ করে না। তবে ঠিকমতো পড়তে পারে। তবে র্যাম ৫১২ এমবি-র বেশি না হলে XP লোড করে লাভ নেই।

শৌভিক মিত্র
সাধারণত মাদারবোর্ডের ম্যানুয়ালে এই তথ্য পাওয়া যায়। তবে অনেকেই ম্যানুয়াল ঠিকমতো রাখেন না। তা হলে Belarc Advisor ডাউনলোড করে ইনস্টল করুন। এটি রান করলে ডানদিকের কলামে মাদারবোর্ড নির্মাণকারীর নাম ও মডেল নম্বর দেখতে পাবেন। এই তথ্য দিয়ে এ বার গুগ্ল বা অন্য কোনও সার্চ সাইটে খোঁজ নিলে আপনার মাদারবোর্ডের সাইটে পৌঁছতে পারবেন। সেখানে CPU SUPPORT List বা এ রকম একটি তালিকা থাকবে। সেখানেই কোন কোন প্রসেসর আপনার মাদারবোর্ডের উপযুক্ত তা জানতে পারবেন।

সামতেন ভুটিয়া
আইটিউনস-এর নতুন ভার্সন ডাউনলোড করুন। সেখান থেকে iTunes store যান। সেখানে বিনামূল্যের কোনও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করুন। তখন আপনাকে অ্যাপ্ল আইডি তৈরি করতে বলবে। ‘create a new ID’ তে ক্লিক করুন। ‘I agree to the terms and conditions’-এ টিক দিয়ে ‘agree’তে ক্লিক করুন। অ্যাপ্ল আপনার থেকে জন্মদিন, নাম, আপনার ই-মেল বা iCloud-এর ই-মেল, পাসওয়ার্ড, নিরাপত্তার প্রশ্ন এবং আপনি অ্যাপ্ল থেকে ই-মেল পেতে চান কি না জানতে চাইবে। দেখবেন কিছু ফাঁকা পড়ে না থাকে। এর পরে payment details পেজে গিয়ে ‘none’ ক্লিক করুন। তা হলেই হয়ে যাবে।

গৌতম সরকার
Device Manager-এ গিয়ে ড্রাইভটিকে বেছে নিন। তার পরে http://search.dell.com/results.aspx?s=biz&c=us&l=en&cs=555&k=DVD+CD+RW+Firmware&cat=sup-এ গিয়ে ড্রাইভার আপডেট করুন। এ ছাড়া http://www.devicedoctor.com -এ বিনাখরচে স্ক্যানও করাতে পারেন।

এর কারণ ইন্টারনেটের সংযোগ ধীরে হওয়ায় কোনও স্ক্রিপ্ট রান হতে বেশি সময় নিচ্ছে। তাই ইন্টারনেট এক্সপ্লোরার স্ক্রিপ্টটি চলা বন্ধ করতে চাইছে। আপনি স্ক্রিপ্টটি চালাতে চাইলে রেজিস্ট্রিতে গিয়ে স্ক্রিপ্টটির চলার সময় পরিবর্তন করতে পারেন। তবে রেজিস্ট্রিতে কাজ করার সময়ে খুব সাবধান থাকবেন। ব্যাকআপ রেখে কোনও পরিবর্তন করবেন। প্রথমে Registry Editor খুলুন। এর পরে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Styles-এ যান। বাঁদিকের প্যানে Styles সিলেক্ট করে ডান দিকের ফাঁকা জায়গায় রাইট-ক্লিক করে New | DWORD (32-bit) value সিলেক্ট করুন। new value-এর জায়গায় MaxScriptStatements লিখুন। এর পরে MaxScriptStatements উপরে দু’বার ক্লিক করে value সিলেক্ট করুন। value data field এ লিখুন 0xFFFFFFFF।
অংশুমান বন্দ্যোপাধ্যায়
Control Panel-এ Display Adapter-এর Device Manager-এ যান। এখানে adapter-এর সম্পর্কে বিশদে জানতে পারবেন। এর পরে গ্রাফিক্স কার্ড নির্মাণকারী সংস্থার সাইটে গিয়ে ড্রাইভার ডাউনলোড করুন।

কম্পিউটার সংক্রান্ত আপনার প্রশ্ন পাঠান:
askdoss@abpmail.com-এ
সাবজেক্ট লাইনে লিখুন abp kolkata




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.