সদ্য জামিনে জেল থেকে ছাড় পাওয়া কমনওয়েলথ গেমসের দুর্নীতিতে জড়ানো মহাকর্তা সুরেশ কলমডী আজ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে সরে দাঁড়ালেন। তিহাড় জেল থেকে গত কাল ছাড় পাওয়ার পর থেকেই জল্পনা ছিল কলমডী আইওএ প্রেসিডেন্ট পদে কি আবার ফিরবেন? না কি কার্যকরী প্রধান বিজয় কুমার মলহোত্র-ই কাজ চালিয়ে যাবেন? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন-ও চাইছিলেন না কলঙ্কিত কলমডী আইওএ-তে ফিরুন।
কলমডীর ঘনিষ্ঠ আইওএ-র ভাইস প্রেসিডেন্ট ত্রিলোচন সিংহ বলেন “এ বছরের অক্টোবর পর্যন্ত কলমডীর মেয়াদ রয়েছে আইওএ-র প্রেসিডেন্ট থাকার। সংস্থার নির্বাচন পর্যন্ত তাঁকে সরান যাবে না। তিনি চাইলেই পদে থাকতে পারেন। কিন্তু যেহেতু সাংসদ হিসেবে আপাতত তিনি নিজের নির্বাচন কেন্দ্রে ব্যস্ত থাকবেন। কমনওয়েলথ গেমসের দূর্নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তা নিয়েও ব্যস্ত থাকবেন, সে জন্য কলমডী আইওএ-র প্রতিদিনের কাজকর্ম দেখার জন্য সময় দিতে পারবেন না।”
ঘনিষ্ঠদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কলমডী এ দিন কয়েক দফা আলোচনা করেন। তার পরই আইওএ থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নেন। কার্যকরী প্রেসিডেন্ট মলহোত্রকে চিঠি দিয়ে আইওএ-র প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে কলমডীর ঘনিষ্ঠমহলের অনেকে মনে করছেন, অক্টোবরের মধ্যে নিজেকে গুছিয়ে নিতে পারলে পরের আইওএ নির্বাচনে তিনি আবার ময়দানে নেমে পড়বেন।
প্রাক্তন অ্যাথলিট অশ্বিনী নাচাপ্পা আবার বলেছেন, “কলমডী যদি আইওএ-র প্রেসিডেন্ট থেকে যেতেন তা হলে আমার মনে হয় সেটা জাতীয় লজ্জার ব্যাপার হত।” |