টুকরো খবর
লজ্জিত কপিল
অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্সে লজ্জিত কপিল দেব। “এক জন ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের পারফরম্যান্সে আমি লজ্জিত। ওরা একেবারেই ভাল খেলছে না। ক্রিকেটে প্রত্যেকটা বিভাগে ভুল করেই যাচ্ছে,” বলেছেন কপিল। একই সঙ্গে তাঁর বক্তব্য, শুধু সমালোচনা তিনি করতে চান না। “এই দলই ছ’মাস আগে বিশ্বের এক নম্বর ছিল। এরাই অতীতে আমাদের বহু বার গর্বিত করেছে।” তবে এই বিপর্যয়ের জন্য টি-টোয়েন্টি বা আইপিএলকে দায়ী করছেন না কপিল। তাঁর কথায়, “ছ’মাস আগেও ওরা টি-টোয়েন্টি আর আইপিএল খেলত। তখন তো টেস্টে খারাপ করেনি। কাজেই টি-টোয়েন্টিকে আমি দায়ী করতে পারছি না।” সিরিজের মাঝখানে দলে বদলও চান না কপিল। “সিরিজের মাঝপথে বদলের দরকার নেই। ওরা ভাল দল, আশা করা যাক দলবদ্ধ ভাবে খেলবে। তা ছাড়া যখন সময় খারাপ যাচ্ছে, তখন আমাদের টিমকে সমর্থন করা উচিত।”

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার থেকে বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে বর্ধমান ৬৬ রানে হারিয়েছে মুর্শিদাবাদকে। প্রথমে বর্ধমান করে ৩৭ ওভারে ২০৩-৭। বিবেকপ্রসাদ করে অপরাজিত ৮৬, অভিষেক তামাং ৫২ রান। মুর্শিদাবাদের অনিকেত ঘোষ ২৪ রানে তিন ও প্রীতম ঘোষ ৩৮ রানে দুই উইকেট নেন। মুশির্দাবাদ করে ৩৭ ওভারে ১৩৭-৯। সংগ্রাম সরকার করে ৫১। বর্ধমানের দেবজ্যোতি মিশ্র ২০ রানে ২ ও মহম্মদ আশিফ ৩৩ রানে ২ উইকেট দখল করে। কুয়াশার জন্য ও পিচ ভিজে থাকায় জেরে ৪৫ ওভারের খেলাকে ৩৭ ওভারে কমিয়ে দেওয়া হয়। আজ, শনিবার বীরভূম খেলবে মুর্শিদাবেদের বিরুদ্ধে।

মহেশ-লারার মেয়ে হল
মহেশ ভূপতি-লারা দত্ত, টেনিস তারকা-বলিউড নায়িকা হাইপ্রোফাইল দম্পত্তির শুক্রবার কন্যা সন্তান হল। মুম্বইয়ের নার্সিংহোমে লারার মেয়ের জন্ম দেওয়ার দিনই মহেশের অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলস ম্যাচ ছিল। কিন্তু কন্যার পিতা হওয়ার খবর পেতেই মহেশ টুইট করেন, ‘আমার মেয়ে!!!... আমি তোমাদের ভালবাসি লারা।’

রঞ্জি ফাইনালে ডাবল সেঞ্চুরি
দুই ওপেনার বিনীত সাক্সেনার অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০৭ নঃআঃ) ও আকাশ চোপড়ার (৯৪) মাত্র ছ’রানের জন্য সেঞ্চুরি মিস-এর আলো-অন্ধকার মুহূর্ত জোড়ার মধ্যেই রাজস্থান রানের পাহাড়ে উঠে পড়ছে রঞ্জি ফাইনালে। চিপকে পাঁচ দিনের ম্যাচে টানা দু’দিন ব্যাট করে গত বারের চ্যাম্পিয়ন রাজস্থান ৪০৪-২। তামিলনাড়ু অধিনায়ক বালাজি আট জন বোলার ব্যবহার করেও দু’দিনে দু’টোর বেশি উইকেট ফেলতে পারেননি। প্রথম উইকেট আজ ২৩৬ রানে পড়ার পর তিন নম্বরে নেমে হৃষিকেশ কানিতকর-ও ৬৭ রান করে যান। দিনের নায়ক সাক্সেনার এটাই প্রথম শ্রেণির ম্যাচে প্রথম দ্বিশতরান।

প্রথম দশে শুধু সচিন-জাহির
আইসিসি-র প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে ভারত থেকে শুধু সচিন তেন্ডুলকর। ন’নম্বরে রয়েছেন তিনি। একে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। প্রথম দশ বোলারের মধ্যে একমাত্র ভারতীয় জাহির খান। তিনিও নবম স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে টেস্ট জিতিয়ে বোলারদের মধ্যে তিনে উঠে এসেছেন অফস্পিনার সইদ আজমল। এক নম্বরে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

আইপিএলে গেইল বেঙ্গালুরুতেই
সামনের দুই মরসুমের জন্য আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলবেন ক্রিস গেইল। গত বছর অস্ট্রেলিয়ার ডার্ক ন্যানেসের বদলি হিসেবে আরসিবি-তে সই করেছিলেন গেইল। এখন তিনি দলের স্থায়ী সদস্য। শোনা যাচ্ছিল, আইপিএল ফাইভের আগে নিলামে উঠতে পারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তার আগেই তাঁকে সই করিয়ে যাবতীয় বিতর্কে দাঁড়ি টেনে দিল আরসিবি।

অন্য খেলায়
সুকুমার নন্দী এবং অমল বন্দ্যোপাধ্যায় স্মৃতি ফুটবল ১৯-২৬ জানুয়ারি। খেলবে প্রয়াগ ইউনাইটেড, টেকনো এরিয়ান-সহ কলকাতা লিগের ৮ দল। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী, অভিনেতা, প্রাক্তন ফুটবলার-সহ বিশিষ্টরা। উদ্যোক্তা বেলেপোলের (হাওড়া) বিধান চন্দ্র রায় স্মৃতি সেবা সমিতি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.