|
|
|
|
জেভিয়ার্সকেও বিশ্ববিদ্যালয় করতে চাই, ঘোষণা মমতার |
নিজস্ব সংবাদদাতা |
ছ’বছর আগে স্বশাসিত কলেজের স্বীকৃতি পেয়েছিল সেন্ট জেভিয়ার্স। এ বার তাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে চাইছে রাজ্যের নতুন সরকার। শুক্রবার জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সরকারের কাছে এই সংক্রান্ত প্রস্তাব জমা দিলে তা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
২০০৬ সালে রাজ্যের প্রথম স্বশাসিত কলেজের স্বীকৃতি পায় সেন্ট জেভিয়ার্স। শুক্রবার ছিল ওই কলেজের পঞ্চম সমাবর্তন। মুখ্যমন্ত্রী সেখানে বলেন, “সেন্ট জেভিয়ার্সকে আমি একটি বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন এই সংক্রান্ত প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা দেন।”
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, জেভিয়ার্সের অধ্যক্ষের কাছ থেকে এই সংক্রান্ত প্রস্তাব এলেই তা অনুমোদন করে উচ্চশিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে। সুরঞ্জনবাবু বলেন, “নলেজ কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে নিয়ে যেতে হলে দেশে আরও ১৫০০ বিশ্ববিদ্যালয় দরকার। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরিকাঠামো রয়েছে সেন্ট জেভিয়ার্সের।” যত দ্রুত সম্ভব কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে বলে এ দিনই জানিয়েছেন সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ ফেলিক্স রাজ। |
|
সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র |
কলেজ সম্প্রসারণে ২৫ একর জমির জন্য এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান জেভিয়ার্সের অধ্যক্ষ। পরে মুখ্যমন্ত্রী জানান, জমির বিষয়টি তিনি দেখবেন। তবে অনুষ্ঠানের মঞ্চে এই নিয়ে কোনও মন্তব্য করে ‘ভুল’ করতে চান না তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গকে প্রথম স্থানে নিয়ে যেতে চাই আমি। সেই জন্য সেন্ট জেভিয়ার্সকে অগ্রণী ভূমিকা নিতে হবে।” কেবল রাজ্য সরকারের পক্ষে যে শিক্ষার উন্নয়ন ঘটানো সম্ভব নয়, তা-ও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার একাই তো সব কাজ করতে পারবে না। এ ব্যাপারে ভবিষ্যৎ প্রজন্মকেও এগিয়ে আসতে হবে।”
সেন্ট জেভিয়ার্সের সঙ্গে সঙ্গে মমতা এ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠনের উন্নত মানের প্রশংসা করেন। তিনি বলেন, “সংখ্যালঘু পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে অনেক ছেলেমেয়ের পড়াশোনার বন্দোবস্ত না-থাকলেও সেখানে অত্যন্ত উন্নত মানের লেখাপড়া হয়।” তাঁকে জেভিয়ার্সের প্রাক্তনী সংসদের অ্যাসোসিয়েট সদস্য করে নেওয়ার জন্য কলেজ-কর্তৃপক্ষকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়ে এ দিনই মমতাকে ওই কলেজের প্রাক্তনী সংসদের অ্যাসোসিয়েট সদস্য বলে ঘোষণা করেন অধ্যক্ষ ফেলিক্স রাজ। |
|
|
|
|
|