টুকরো খবর |
তদন্তের আশ্বাস, কাজ শুরু কালভার্টের |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
এক দিন বাদে ফের কাজ শুরু হল বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সুপুর গ্রামের বাঁধের পাড়ায় কালভার্ট নির্মাণ। বুধবার রাস্তার উপর কালভার্ট তৈরিতে নিম্নমানের মালমশলা ব্যবহারের অভিযোগ তুলে কাজে বাধা দিয়েছিলেন গ্রামবাসীদের একাংশ। স্থানীয় বাসিন্দারা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ ছিল, বেশ কিছুদিন ধরেই বর্ধমান জেলার গুসকরা স্কুল মোড় থেকে বীরভূমের শ্রীনিকেতন মোড় পর্যন্ত জাতীয় সড়ক ২বি-র সংস্কারের কাজ চলছে। ওই রাস্তার উপর সুপুর গ্রামের বাঁধের পাড়া এলাকায় একটি কালভার্ট তৈরির কাজ হচ্ছিল। কিন্তু লোহার রডের মান খারাপ। ঢালাইয়ের জন্য তৈরি করা লোহার খাঁচা তৈরির কাজেও গোলমাল রয়েছে। এর প্রতিবাদে বাসিন্দারা কাজে বাধা দিয়েছিলেন। জাতীয় সড়কের ১২-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বি সরকারের নির্দেশে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান তাঁর দফতরের আধিকারিকেরা। বাসিন্দাদের পক্ষে ইন্দ্রজিৎ বিশ্বাস, সুজিত গড়াইরা বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তাই কালভার্ট তৈরির কাজে বাধা দেওয়া প্রত্যাহার করে নেওয়া হয়েছে।” বি সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এ দিকে, এই নির্মাণকারী সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিক সুশীল দুবের দাবি, “অভিযোগ ভিত্তিহীন। আমরা কাজের মান বজায় রাখি। তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ফের কাজ শুরু করেছি।”
|
‘দুর্নীতি’, শো-কজ পঞ্চায়েত প্রধান |
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
একশো দিন কাজের প্রকল্পে পুকুর কাটায় দুর্নীতি হয়েছে। এই অভিযোগের তদন্তে পঞ্চায়েতের প্রধান-সহ দু’জন পঞ্চায়েত কর্মীকে শো-কজ করলেন বিডিও। রামপুরবাট ২ ব্লকের বিডিও সোমা সাউ শুক্রবার তাঁদের শো-কজ করেছেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কালুহা গ্রাম পঞ্চায়েতের একডালা গ্রামের বাসিন্দা জেরবান আলি অভিযোগ করেছিলেন, পঞ্চায়েতের একডালা মৌজার ১৬৩ দাগের ‘সদাইপুকুর’ নামে একটি পুকুর কাটা হয়েছিল বলে দেখানো হয়েছে। বাস্তবে তা হয়নি। ওই কাজের জন্য বরাদ্দ ৭৫ হাজার ১০ টাকা আত্মসাত করেছেন পঞ্চায়েতের প্রধান ফিরদৌস বেগম, তাঁর স্বামী আব্দুর রব, কাজের সুপারভাইজার মহবুল হক, নির্মাণ সহায়ক গৌতম মণ্ডল। বেশ কয়েক জন জবকার্ডধারীদের সই জাল করে ওই টাকা আত্মসাৎ করেছেন। প্রমাণ লোপের জন্য রাতের অন্ধকারে ওখানে যন্ত্র দিয়ে পুকুর টাকা হয়েছে। অভিযোগকারী জানান, তদন্তের জন্য প্রশাসনের সব স্তরে জানিয়েছেন। বিডিও বলেন, “অভিযোগের তদন্ত চলছে। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান ও দুই কর্মীকে শো-কজ করা হয়েছে।” প্রধান বলেন, “অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ যে মিথ্যা তা প্রমাণ করে দেখাব।” গৌতমবাবু বলেন, “যা বলার বিডিওকে বলব। তবে যা কাজ হয়েছে সুপারভাইজারের দেখানো জায়গায়।”
|
দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল দুর্ঘটনায় জখম স্কুল ছাত্রের। পুলিশ জানায়, মৃতের নাম শানু মণ্ডল (৮)। বাড়ি কাঁকরতলা থানার তামড়া গ্রামে। সে তামড়া প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাড়ে ৯টা নাগাদ তামড়া গ্রামে নিজের বাড়ির বাইরে রাস্তার ধারে খেলা করছিল শানু। সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ির চাকা ফেটে যায়। তখন লোহার রিং ছিকটে এসে শানুর মাথায় লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় বড়রা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে পৌঁছনোর আগে তার মৃত্যু হয়। এর পরে স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে ঘিরে প্রায় চার ঘণ্টা বিক্ষোভ দেখান। পুলিশ গাড়টি আটক করলেও চালক পলাতক। বাসিন্দাদের ক্ষোভ, গ্রামের ভিতর দিয়ে অহরহ অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ি যাতায়াত করে। কিন্তু বেশি কয়লা নিয়ে যাওয়ার জন্য মিনি ট্রাকের চাকা ব্যবহার করা হয়। এ ব্যাপারে প্রশাসনে বলেও লাভ হয়নি। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “বেআইনি ওই গরুরবাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
বৃদ্ধা খুনের অস্ত্র উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
|
এই রড দিয়ে রেণু সরকারকে আঘাত করা হয়েছিল। পুলিশকে সেই রড দেখাচ্ছে ধৃত মঙ্গল সাহানি। (ডান দিকে)
এই কাঁটা তার টপকে শান্তিনিকেতনের বাগানপাড়ায় বৃদ্ধার বাড়িতে তারা ঢুকেছিল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
রেণু সরকার খুনে ব্যবহৃত লোহার রড উদ্ধার হয়েছে বলে দাবি করল পুলিশ। শান্তিনিকেতনের বাগানপাড়ায় রেণুদেবীর বাড়ির অদূরে ঝোপ থেকে রডটি মেলে। গত শুক্রবার রাতে কী ভাবে সে রেণুদেবীকে ‘খুন’ করেছিল, তা এ দিন ওই বাড়িতে পুলিশকে অভিনয় করে দেখায় ধৃত মঙ্গল সাহানি। আগেই ধৃত বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে এ দিন ১০ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেয় বোলপুর আদালত। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “মঙ্গল ও উজ্জ্বলকে বৃহস্পতিবার রাতে এক সঙ্গে জেরা করা হয়। তারা পূর্ব পরিচিত কি না, তা দেখা হচ্ছে।”
|
ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য |
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
এক ‘মাওবাদী স্কোয়াড সদস্যকে’ গ্রেফতার করল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। ধৃতের নাম উত্তম বাগদি। বাড়ি খয়রাশোল থানার হাতিকাটা গ্রামে। শুক্রবার সকালে ওই থানার লোকপুর বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বীরভূম জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনার বলেন, “গত কয়েক বছর ধরে খয়রাশোলে একাধিক নাশকতা ও হত্যার পিছনে মাওবাদীদের জড়িত থাকার প্রমাণ মিলেছিল। সেই সূত্রে ধরে গত বছর বেশ কিছু মাওবাদী সদস্য ধরা পড়েছে।” তাঁর দাবি, “তাদের জেরা করে উত্তম বাগদির কথা জানতে পেরে পুলিশ তল্লাসি চালিয়েছিল। ধৃতের কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ জানায়, আজ শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হবে।
|
বিবাদ থামাতে গিয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
দুই পড়শির বিবাদ থামাতে গিয়ে লাঠির ঘায়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে সাঁইথিয়ার ১ নম্বর ওয়ার্ডের লাউতোড়ে। মৃতের নাম রাজু ঘোষ (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাউতোড়ের পশ্চিম প্রান্তের বাসিন্দা বংশীধর ঘোষ ও পড়শি প্রতিমা নন্দীর মধ্যে বাড়ির জায়গা কেন্দ্র করে প্রায়ই ঝগড়া হত। এ দিন দুপুর ১২টা নাগাদ দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দুপুরে দেড়টা নাগাদ তা চরম রূপ নেয়। মৃতের ভাই সুবোধ ঘোষ জানান, তাঁদের দু’তিনটি বাড়ইর পরেই বংশীধর ঘোষ ও প্রতিমা নন্দীদের বাড়ি। তিনি বলেন, “দাদা তাঁদের বিবাদ থামাতে গিয়েছিলেন। সে সময় বংশীধর গরু বাঁধা খুঁটি দিয়ে দাদার মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে দাদাতে ভর্তি করানো হয়েছিল। বিকেল ৫টা নাগাদ মৃত্যু হয়।” সাঁইথিয়ার থানার ওসি তরুণ চট্টরাজ জানান, ঘটনার পরেই বংশীধর ও তাঁর স্ত্রী কৃষ্ণাদেবী পালিয়েছেন।
|
ট্রেনে কাটা |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সেই ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে রামপুরহাট স্টেশনের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্যামবিহারী সাউ (৪৫)। তিনি রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে রামপুরহাট স্টেশনে তিনি ডাউন সরাইঘাট এক্সপ্রেস থেকে নামতে গিয়ে রেল লাইনে পড়ে যান। লাইন থেকে সরে যাওয়ার আগে তাঁর উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
রামপুরহাটে অধ্যক্ষ নিগ্রহে জামিন ৬ ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় ৬ টিএমসিপি সদস্য শুক্রবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন। ছ’জনই ওই কলেজের ছাত্র। রামপুরহাটের এসিজেএম আনন্দকুমার তিওয়ারি ছাত্রদের জামিন মঞ্জুর করে দেন এবং তাঁদের অধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ছাত্রদের অবশ্য বক্তব্য, “নেতৃত্বের কথামতো চলব।” জামিনের খবরে অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রেরা জামিন পেয়েছে শুনে ভাল লাগছে।”
|
সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ওয়েস্ট বেঙ্গল সিনিয়ার ল্যান্ড রিফর্ম অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চদশ রাজ্য সম্মেলন শুরু হল সিউড়ি’র ডিআরডিসি সভাঘরে। সংগঠনের পক্ষে রবিউল ইসলাম জানান, সম্মেলনে ১৫০ জন যোগ দিয়েছেন। ২৩ দফা দাবি নিয়ে আলোচনা হচ্ছে। সংগঠনের মূল দাবিগুলি হল-- ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব আদায়ের ঘাটতি মেটাতে সরকারের আরও উদ্যোগ নেওয়া, খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বাড়াতে ছোট জমিগুলিকে একত্রিত করে ‘কো-অপারেটিভ ফার্মিং’ ব্যবস্থা গড়ে তোলা, দফতরে ‘ল্যান্ড রিফর্ম সার্ভিস’ চালু করা, বন্ধ হয়ে যাওয়া কলকারখানার জমি অধিগ্রহণ করে সেখানে শিল্প গড়ে তোলা হোক। |
|