হায়দরাবাদে যাওয়ার জন্য চলছে প্রস্তুতি। নিজস্ব চিত্র |
রবীন্দ্র ভাবনায় উজ্জীবিত ভারত-সহ ৬টি দেশের বিভিন্ন নৃত্য ও সঙ্গীত সংস্থা একত্রিত ভাবে নৃত্যনাট্য এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে হায়দরাবাদে। সেখানকার সোনালি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস্-এর উদ্যোগে ১-২ ফেব্রুয়ারি অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যাপক তথা নৃত্যশিল্পী কে জিতেন সিংহের পরিচালনায় প্রথম দিন চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য এবং ভানুসিংহের পদাবলী অবলম্বে লিখিত নৃত্যনাট্য-সহ মোট তিনটি নৃত্যনাট্যের অভিনয় হবে। পরের দিন ১৫০টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হবে। যোগদানকারী সকলেই কে জিতেন-এর ছাত্র-ছাত্রী। রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবষের্র পূর্তি উপলক্ষে এই প্রয়াস বলে জানিয়েছেন কে জিতেনবাবু। তিনি জানান, লন্ডন থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর প্রতিনিধিরা দু’দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের মধ্যে সিউড়ির নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন, কলকাতার নন্দিত ও তালিম নৃত্য সংস্থা যোগ দেবে। বাকি ৫টি যোগদানকারী দেশ হল বাংলাদেশ, ফ্রান্স, জাপান, জার্মানি ও শ্রীলঙ্কা। এ ছাড়া, যোগদানকারী প্রতিটি সংস্থাকে নৃত্যনাট্যের চরিত্র বলে দেওয়া হয়েছে। কারা কোন গান করবেন তাও বলে দেওয়া হয়েছে। সেই মত তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। ২৯ ও ৩০ জানুয়ারি হায়দরাবাদে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মহড়া চলবে। নৃত্যনাট্যগুলি বাংলায় এবং রবীন্দ্রসঙ্গীতগুলি বাংলা, হিন্দি, মণিপুরি, তেলুগু প্রভৃতি ভাষায় পরিবেশিত হবে। |
সভাগৃহের উদ্বোধন। নিজস্ব চিত্র |
জেলার সব থেকে বড় গ্রন্থাগার সিউড়ির ‘বিবেকানন্দ গ্রন্থাগার ও রামরঞ্জন পৌরভবন’। ওই বেসরকারি গ্রন্থাগারে বিবেকানন্দের জন্মতিথিতে উদ্বোধন হল ২৫০টি আসন বিশিষ্ট ‘শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহ’। এর ফলে শহরের সাংস্কৃতিক সংস্থাগুলি এই সভাগৃহে নানা অনুষ্ঠান আয়োজন করতে পারবে। সভাগৃহের উদ্বোধন উপলক্ষে গত ১৫ জানুয়ারি সিউড়ির সুরনিকেতন সংস্থা সঙ্গীত পরিবেশন করে। ওই দিনই লাভপুরের একটি সংস্থা ‘স্বামীজীর শক্তি পূজা’ শ্রুতি নাটক মঞ্চস্থ করে। পরের দিন সন্ধ্যায় স্থানীয় ‘আনন’ নাট্যসংস্থার একটি নাটকও মঞ্চস্থ হয়। |
মাড়গ্রাম থানার বিষ্ণুপুর রসমঞ্জরী হাইস্কুলের ৯৫ বছরে পা দিল। সেই ৯৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৭ জানুয়ারি সারা দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যায় ওই স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মনোজ মিত্রের ‘নৈশ ভোজ’ নাটকটির অভিনয় করেন। অন্য দিকে, আজ শনিবার থেকে ময়ূরেশ্বর ১ নং ব্লকের কানাচি উচ্চবিদ্যালয় শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলন উৎসবের আয়োজন করেছে। ২৩ জানুয়ারি পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে পরিবেশিত হবে। |
১৬ জানুয়ারি ইলামবাজারের জয়দেবে সুধীরবাবার আশ্রমে তমাল তলায় জয়দেব অঞ্চল সংস্কৃতি পরিষদ, বীরভূম টাইমস্, জয়দেব বার্তা ও চণ্ডীদাস পত্রিকার পক্ষ থেকে বাউল কবি অরুণ চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হল। এখন তাঁর বয়স ৬৯। হুগলির চুঁচুড়ার বাসিন্দা অরুণবাবু বাউল কবি হিসেবেই পরিচিত। তাঁর লেখা কবিতা- “লাল পাহাড়ির দ্যাশে যা... ইখ্যান তুকে মানাইছে না রে” বিখ্যাত বাউল গানের পরিচিতি পেয়েছে। টানা পঞ্চাশ বছর ধরে তিনি জয়দেব মেলায় আসছেন। জয়দেব মেলায় প্রথম এসেছিলেন কয়েক জন বন্ধু মিলে সাইকেলে। এর পরেই বাউল সঙ্গীতে মেতে ওঠেন তিনি। |
রক্তকরবী নাটকের একটি দৃশ্য। |
বাঁকুড়ার ‘পুণ্যশ্লোক’ নাট্যগোষ্ঠীর উদ্যোগে সম্প্রতি বাঁকুড়ার রবীন্দ্রভবনে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’। এই নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য প্রিয়দর্শী সেনগুপ্ত বলেন, “রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এটি আমাদের তৃতীয় নিবেদন ছিল।” |
পাত্রসায়রের রসুলপুর গ্রামে কাল রবিবার থেকে শুরু হচ্ছে ‘রসুলপুর উৎসব ২০১২’। এ বারই প্রথম এই উৎসবের আয়োজন করা হয়েছে। রসুলপুর-ইন্দাস রাস্তার পাশে একটি ফাঁকা মাঠে চার দিন ধরে এই উৎসব চলবে। আয়োজকদের তরফে রসুলপুর উৎসব কমিটির সম্পাদক শেখ আব্দুস সামাদ জানান, রবিবার দুপুর ১টায় পথ পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। অঙ্কন, কবিতা, আবৃত্তি, সঙ্গীত, ক্যুইজ, হাস্যকৌতুক-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় বেতার ও দূরদর্শনের শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। রয়েছে রায়বেঁশে, রণপা ও ছৌ-নৃত্যও। অনুষ্ঠানের পাশাপাশি বসছে মেলা। |
• বাঁকুড়ার পাত্রসায়রের রসুলপুর গ্রামে কাল রবিবার থেকে শুরু হচ্ছে ‘রসুলপুর উৎসব ২০১২’। এ বারই প্রথম এই উৎসবের আয়োজন করা হয়েছে। রসুলপুর-ইন্দাস রাস্তার পাশে একটি ফাঁকা মাঠে চার দিন ধরে এই উৎসব চলবে। আয়োজকদের তরফে রসুলপুর উৎসব কমিটির সম্পাদক শেখ আব্দুস সামাদ জানান, রবিবার দুপুর ১টায় পথ পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। অঙ্কন, কবিতা, আবৃত্তি, সঙ্গীত, ক্যুইজ, হাস্যকৌতুক-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় বেতার ও দূরদর্শনের শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। রয়েছে রায়বেঁশে, রণপা ও ছৌ-নৃত্যও। অনুষ্ঠানের পাশাপাশি বসছে মেলা।
• বাঁকুড়ার ‘পুণ্যশ্লোক’ নাট্যগোষ্ঠীর উদ্যোগে সম্প্রতি বাঁকুড়ার রবীন্দ্রভবনে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’। এই নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য প্রিয়দর্শী সেনগুপ্ত বলেন, “রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এটি আমাদের তৃতীয় নিবেদন ছিল।”
• শুক্রবার মানবাজার গার্লস হাইস্কুলে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে আলোচনাসভা হয়েছে। যুব দফতর আয়োজিত এই সভায় বক্তা ছিলেন পুঞ্চা কলেজের অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায়, মানভুম কলেজের ইতিহাস শিক্ষক প্রদীপ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে ছিলেন, বিডিও সায়ক দেব, যুব আধিকারিক মোহন মুর্মু ।
• ৯-১১ জানুয়ারি কেন্দা থানার বালকডি হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তাপসকুমার মাহাতো বলেন, “তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী মুখোপাধ্যায় মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু প্রমুখ উপস্থিত ছিলেন।
|