ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বন্ধ লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম উৎপল নন্দী (২৫)। তিনি রঘুনাথপুর থানার গোঁসাইডাঙা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে রঘুনাথপুর-আদ্রা রাস্তায়, জয়চণ্ডী পাহাড় লেবেল ক্রসিংয়ে। রেলপুলিশ প্রথমে অজ্ঞাতপরিচয় দেহ হিসেবে মৃতদেহটি সনাক্ত করলেও পরে মৃতের আত্মীয়রা দেহটি সনাক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এ দিন লেবেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকার সময় ওই যুবক লাইন পার হচ্ছিলেন। তখনই কোন ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। অন্য দিকে, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-মেদিনীপুর শাখার ইন্দ্রবিল স্টেশনের অদূরে রেললাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করেছে রেলপুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, কোন ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
সিপিএম নেতা খুনে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
সিপিএম নেতা রঞ্জিত হেমব্রমকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারেঙ্গা থেকে জনগণের কমিটির এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম স্বরূপ টুডু। বছর সাতাশের ওই যুবকের বাড়ি সারেঙ্গা থানার কয়মা গ্রামে। রবিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ধৃত স্বরূপ জনগণের কমিটির সক্রিয় সদস্য। ২০১০ সালের সারেঙ্গার খেপারডাঙা গ্রামের বাসিন্দা সিপিএমের জোনাল কমিটির সদস্য রঞ্জিত হেমব্রমের খুনের ঘটনায় জড়িত ছিল সে। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে।” পুলিশ সুপারের দাবি, জনগণের কমিটির হয়ে আরও কয়েকটি নাশকতার ঘটনায় ওই যুবক জড়িত ছিল বলে অনুমান করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সে সব জানার চেষ্টা চলছে।
|
না জানিয়ে ছুটিতে হাসপাতাল কর্মীরা |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মকরসংক্রান্তির জন্য না জানিয়ে ছুটি নেওয়া কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানাল বাঁকুড়া মেডিক্যাল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত রবি ও সোমবার হাসপাতালের প্রায় ন’জন চতুর্থ শ্রেণির কর্মী হাসপাতালের কাজে যোগ দেননি। অথচ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আগাম কিছুই জানাননি তাঁরা। হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “প্রতি বছরই মকরসংক্রান্তির সময় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীরা অলিখিত ভাবে ইচ্ছেমত ছু’টি নিয়ে থাকেন। ফলে সমস্যায় পড়তে হয় আমাদের। এই ঘটনা এড়াতে এই বছর আমি চতুর্থ শ্রেণির কর্মীদের নির্দেশ দিয়েছিলাম, ছু’টি নিলে আগাম লিখিত ভাবে আবেদন করতে হবে। তা সত্ত্বেও বেশ কিছু কর্মী এই নির্দেশ অমান্য করে ছু’টি নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
বাস লুঠের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পাখি শবর। শুক্রবার ভোরে সারেঙ্গার তাঁতিডাঙার জঙ্গলে রাস্তায় গাছ ফেলে পরপর ৩টি বাসে লুঠপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার দিনই ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই একই অভিযোগে রবিবার রাতে সারেঙ্গার কাড়ভাঙার জঙ্গল থেকে পুলিশ পাখিকেও গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লালগড় থানার ধানশোল গ্রামের বাসিন্দা। সোমবার তাকে খাতড়া আদালতে তোলা হলে তার ১৪ দিন জেল হেফাজত হয়।
|
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
শীতে আগুন পোহাতে গিয়ে চাদরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ওই মহিলার নাম পূর্ণিমা দাস(৮২)। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার আমডিহা গ্রামে। বৃদ্ধার ছেলে সুভাষ দাস জানিয়েছেন, “মা আগুন পোহাচ্ছিলেন। অসাবধানতায় চাদরে আগুন ধরে যায়।” কোন ভাবে আগুন নিভিয়ে বৃদ্ধাকে পুরুলিয়ার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |