সিপিএম কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অবিযোগ উঠল উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি তালড্যাংরা থানা এলাকার সোনাঝোরা ও শালতোড়া গ্রামের।
সিপিএমের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ঘরছাড়া ছিলেন সোনাঝোরা গ্রামের বাসিন্দা সিপিএম কর্মী শ্যাম দত্ত। তিনি রবিবার পৌষ পার্বণে বাড়ি ফিরেছেন। তাঁর অভিযোগ, “ঘরে ফিরে শুনলাম এলাকার তৃণমূল কর্মীরা লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে হামলা করেছিল। আমি ভয়ে লায়েক পাড়ায় একটি গোপন আশ্রয়ে চলে যাই। নেতৃত্বকে জানিয়েছি।” তালড্যাংরা জোনাল কমিটির সম্পাদক সুনীল হাঁসদার দাবি, “পুজো-পার্বনে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে এসে লুকিয়ে থাকতে হচ্ছে শ্যামবাবুকে। আর নদিয়া লোহারকে বলা হয়েছে মিছিলে হাঁটতে। রাজি না হওয়ায় লাঠিপেটা করেছে তৃণমূল।”
যদিও সিপিএমের অভিযোগ অস্বীকার করেছেন তালড্যাংরা ব্লক সম্পাদক তৃণমূলের মনসারাম লায়েক। তিনি বলেন, “এই ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। যদি থাকে তা হলে শাস্তি পাবেন।” পুলিশ জানিয়েছে, দু’টি ক্ষেত্রে সামান্য ঝামেলা হয়েছিল। সমস্যা মিটে গিয়েছে। |